#দখিনা_প্রেম
#লাবিবা_ওয়াহিদ
|| পর্ব ১১ ||

—“তোর মায়ের ওয়াদা কী ভুলে গেছিস সেহের?”

সেহের ছলছল দৃষ্টিতে জোহরার দিকে তাকালো। জোহরা অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে সেহেরের দিকেই তাকিয়ে আছে। সেহের মাথা ডানে বামে নাড়িয়ে না জানালো!

—“তাহলে কোন সাহসে ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে আছিস? তোর নিজের ভাগও তো ওই বাড়িতে আছে তাই না?”

—“কিন্তু মা আমার তো কোনোকিছুরই ভাগ চাই না শুধু বাবার…”

—“ওটা কখনোই সম্ভব না। তোর মায়ের ওয়াদা ছিলো তুই তোর বিয়ের আগ অবধি ওই বাড়িতে থাকবি যতো কিছু হোক। এখন কিছু না বলে বাইরে গিয়ে সবাইকে বলবি তুই ওইবাড়ি যাবি! যদি না বলিস তোর মা তোকে অভিশাপ দিবে!”

সেহেরের চোখ বেয়ে পানি ঝড়ে গেলো। আবারও সেই নরকে তাকে যেতে হবে শুধুমাত্র মায়ের ওয়াদা রাখতে। আল্লাহ তার আর কতো পরীক্ষা নিবে সে জানে না। কোনো উপায় না পেয়ে সেহের বাইরে আসলো। দাদীমা অত্যন্ত রেগে কবিরকে বকেই চলেছে আর কবির! সে চুপচাপ মাথা নিচু করে শুনে যাচ্ছে! সেহের দাদীমার এগিয়ে আসতেই দাদীমা বললো,

—“দেখ ফুল চিন্তা করিস না এই যমগুলা তোরে এইহান থেইকা লইয়া যাইতে পারবো না! তোর এই দাদী থাকতে আমি জীবনেও তোরে আর রিমনরে নিতে দিমু না!”

—“কাকে কী বলছেন মা? সে তো আগেই যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে!”

বলতে বলতেই জোহরা ঘর থেকে বেরিয়ে এলো। সকলে নির্বাক হয়ে তাকালো সেহেরের দিকে। সেহের চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কবির এই সুযোগে বলে উঠলো,

—“মা আমারে ক্ষমা কইরা দেও আমি অনেক ভুল করসি, তুমার লগে খারাপ কতা কইসি তার জন্য মাফ কইরা দাও। তাও দয়া কইরা আমার পুলা আর মাইয়াটারে আমাগো থেইকা দূরে রাইখো না। এই পুলাডারে যে অনেক কষ্টের পর ফল হিসাবে পাইসি। জোহরাও পুলাডারে ছাড়া ঘুমাইতে পারে না খালি কান্দে!”

—“তো তোর পোলারেই নিয়া যা আমার ফুলরে ক্যান নিবি?”

—“ফুলের বাড়ি যে ওইডা। ওরে না নিলে কেমনে হইবো! অনেক অন্যায় করিছি তার ফল পাইসি এতদিন। তুমি দয়া কইরা আটকাইয়ো না। পোলা মাইয়া ছাড়া আমার ঘর পুরাই অন্ধকার!”

দাদীমা চেহারায় রাগীভাব রেখেই চুপ করে রইলেন। জোহরা সেহেরকে হালকা ধাক্কা দিতেই সেহের বলে উঠলো,

—“যাই না দাদী! বাবা তো ভুলের জন্য ক্ষমা চেয়েছেই!”

আবিদ রেগে সামনে যেতে নিতেই জেঠু আবিদের হাত ধরে আটকালো! দাদীমা কিছুক্ষণ চুপ থেকে শান্ত গলায় বললো,

—“বেশ! তইলে ওগো লগে আমারেও লইয়া যাবি! আমি না গেলে ফুল এই বাসা থেইক্কা কুথাও যাইবে না!”

—“আইচ্ছা মা তাই হইবো! যা ফুল মা সব গুছায় নে!”

কবিরের কথায় সেহের মাথা নেড়ে ভেতরে চলে গেলো। জোহরা এবং কবিরের চোখচোখি হতেই কবির চোখ দিয়ে আশ্বাস দিলো। অবশেষে দাদীমাকে নিয়ে সেহের এই বাড়িতে প্রবেশ করলো! সেহের যেদিকেই তাকাচ্ছে সেদিকেই তার মাকে দেখছে। তার মা যেন হাসিমুখে তাকে স্বাগতম করছে। দাদীমা কিছু না বলে সেহেরের হাত ধরে সেহেরের ঘরে নিয়ে গিয়ে দরজা ধুম করে বন্ধ করে দিলো। জোহরা রিমনকে আদর দিয়ে বলে,

—“বাবা যা উপরে গিয়ে রেস্ট কর!”

রিমন মাথা নাড়িয়ে উপরে নিজের ঘরে চলে গেলো। রিমন চলে যেতেই জোহরা কপট রেগে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো,

—“সেহেরকে এনেছো ভালো কথা ওই বুড়িটাকে কেন এনেছো? বুড়ি যদি কোনোভাবে আমাদের পরিকল্পনা বুঝে যায় তখন কী করবে?”

—“আরে শান্ত হও, আমি সব ভাইবা চিন্তাই রাখসি! বিয়ার দিন নাহয় বুড়িরে ঘুমের ওষুধ খাওয়ায় দিমু! তহন তো টেরও পাইবো না।”

—“তা ঠিক বলেছো। সব ঠিকমতো হবে তো?”

—“অবশ্যই!”

বলেই কবির শয়তানি হাসি দিলো। সামনে তার যে টাকা কামানোর বড় কাজ আসছে! এদিকে খাবারের সময় ছাড়া দাদীমা আর সেহের রুম থেকে বের হয় না। বলা যায় দাদীমা বের হতে দেয় না। সে কোনোভাবেই নাতনিকে কাজ করতে দিবেন না। এদিকে সেহের ঘর থেকে বের হয় না দেখে জোহরারও যেন রাগের শেষ নেই! পুরো সংসারের কাজ এখন তার ঘাড়ে। সব করতে করতে সে ভিষণ ক্লান্ত। দাদীমা ঘর থেকে বের হলে তপাকে দেখলেই শুরু হয় কথা-কাটাকাটি! দাদী তো পুরো সাবান পানি ছাড়া ধুঁয়ে সাফ করে দেয়! সে যেহেতু বৃদ্ধ মানুষ সেহেতু তার ঝগড়া সম্পর্কে বেশি অভিজ্ঞতা! দাদীর সামনে তপা যেন ছোট পুঁটিমাছ। রিমন তো হাতে মুড়ি নিয়ে ওদের ঝগড়া দেখতে বসে। জোহরা চেয়েও তার শাশুড়ীকে থামাতে পারে না। শেষে সেহেরের কাছে গেলে সেহের দাদীমাকে টেনেটুনে রুমে নিয়ে আসে। এই রোজকার ঝগড়া-ঝাঁটি, সংসারের জন্য খেটে মরতে মরতে জোহরার অবস্থা খারাপ। প্রতিদিন এসব বিষয়ে নালিশ শুনতে শুনতে কবির সাহেব অতিষ্ঠ হয়ে গেছে। শেষে খুব জোরে চেঁচিয়ে বলে,

—“থামাও তোমার এই ভাঙ্গা রেডিও! এতোদিন কাম না কইরা কইরা নাক টাইন্না ঘুমাইসোছ তাই তুরর এই অবস্থা! কয়বার কমু ১ লক্ষ টাকার বন্ধন এইডা তাই মুখ বুইজ্জা সইয্য কর! আরেকবার তোর এই বালের কতা হুনাইতে আইবি তো ওই প্রথম মহিলার মতো তোরেও মাইরা গাঙ্গে নিয়া ফালায় আমু! যত্তোসব!”

বলেই বিছানার অপর পাশে কাত হয়ে শুয়ে পরলো কবির। আর জোহরা সেখানেই অসহায়ের মতো দাঁড়িয়ে রইলো। এই কাজের জন্য তার প্রথম স্বামী তালাক দিলো এখন তো তালাক নয় রীতিমতো একেবারে মেরে ফেলার হুমকি খেলো স্বামীর কাছে, চাইলেও কিছু বলতে পারবে না। সারাদিন কামলার মতো খাটো আর স্বামীসেবা করো। স্বামীসেবার কথা ভাবার সময়ই কবির বলে উঠলো,

—“পা ডা টিপ্পা দে ব্যথা করে!”

জোহরা সেখানেই থম মেরে দাঁড়িয়ে রইলো। জোহরার উত্তর না পেয়ে কবির বিকট হাক ছাড়তেই জোহরা ভয়ে ভয়ে গিয়ে পা টিপতে মনোযোগী হলো!

—“মা প্লিজ! ইদের আরও ৫ দিন বাকি এতো আগে কেন যাচ্ছো?”

—“পাঁচদিন তো কী হয়েছে? আগে থেকেই যাবো ব্যাস! জানিস না এই ইদের সিজনে রাস্তায় কী পরিমাণ জ্যাম হবে? না বাবা আমার পক্ষে ওই জ্যামে বসে থাকা সম্ভব না। আগে যাওয়াই ভালো!”

—“আগে গেলে অফিস কে সামলাবে মা?”

—“কেন ভাই তুই তো আছিসই। আমি নাহয় কিছুদিন চিল মুডে থাকি। আর কতো দৌড়াবো!” রুবাই অসহায় সুরে বললো। রুবাইয়ের সাথে তাল মিলিয়ে সা’দের বাবা জুবায়েরও বলে উঠলো,

—“হ্যাঁ সেই তো। আর তোর তো এখন শুটিংও নেই ফ্রি আছিস! তাহলে তোর সামলাতে আপত্তি কোথায়?”

—“এই তোমরা বারবার ওকে অফিস সামলানোর কথা বলছো কেন? সা’দ যাবে না আমাদের সাথে?”

—“তোমার ছেলে যাবে বলে কী তোমার মনে হয়? সে তো গতকালই বাবাকে বলে দিয়েছে ইদের আগেরদিন সে গ্রামে পৌঁছাবে!”

এবার সা’দের মা উত্তেজিত হয়ে গেলো। অস্থির হয়ে প্রশ্ন করলো,

—“কী বলছিস বাবা? এতোদিন একা থাকবি কী করে? খাবি কী? তোর যদি কোনো সমস্যা হয় তখন তোকে কে সামলাবে?”

—“আহা মা এতো উতলা হচ্ছো কেন? আমার এই চারদিন কিছু শুটিং প্লেসে যেতে হবে। আর আপু তো বললো সে চিল করতে চায়, তাই আমি নাহয় আপুর জায়গায় কিছুদিন দেখি। আমার অফিস আর এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে করতেই সময় চলে যাবে। আর খাবার হোটেল বা নিজে রান্না করে খাবো!”

—“ওরে আমার লক্ষি ভাইটা! এতোদিন অফিস জয়েন করবে না বলে কতো কী করলো আর এখন সে অফিস জয়েন করবে এমডি হয়ে!”

—“নাহ। জাস্ট এই চারদিনের জন্য। আমার আর কাজ কী, ফাইল আদান-প্রদান আর সেই সামান্য সিগনেচার এইটুকুই তো!”

—“আচ্ছা আচ্ছা বুঝলাম, সাবধানে থাকিস। আমি কারীবকে ফোন করে আসতে বলছি, বাসায় একা থাকা লাগবে না!”

—“আমি বাচ্চা না মা, যে একা বাড়িতে থাকতে পারবো না। আর কারীবকে আগেই ফোন করে দিয়েছি আসছে সে। এখন তোমরা রওনা হও নয়তো আবার জ্যামে পড়বা! সাবধানে দেও আল্লাহ হাফেজ।”

—“হু, তোকে আমি এড্রেস মেসেজ করে দিবো নে, সঠিক সময়ে চলে আসিস আর নিজেও সাবধানে থাকিস!” বলেই রুবাই জুবায়ের এবং মায়ের সাথে বেরিয়ে গেলো বাড়ি থেকে।

কারীব কতক্ষণ ধরে তার স্যারকে দেখছে। এদিকে সা’দ একমনে তার ফোনের দিকেই তাকিয়ে আছে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেসব বিষয়ে তার যেন কোনো হেলদোল নেই। কারীব যে কখন এসেছে সা’দ তাকেও খেয়াল করেনি। খেয়াল করবে কী করে সে যে তার ফোনের স্ক্রিনে থাকা তার মায়াবীনিকে দেখছে। সেদিন থেকে তার ফোন এবং ল্যাপটপ মায়াবীনিময়। সেটা অবশ্য কারীব জানে তাও জেনে না জানার ভান ধরে থাকে। এখনও সে জানে স্যার সেই মেয়েটাকেই দেখছে। কারীবের মাথায় হঠাৎ-আসা একটা বুদ্ধি আসলো। সে সা’দের ধ্যান ভাঙাতে হালকা কাশলো। সা’দের ধ্যান ভাঙতেই সে ফোন রেখে কারীবের দিকে তাকালো। কারীব নড়েচড়ে দাঁড়িয়ে বলে,

—“স্যার কোথাও ঘুরতে যাবেন?”

—“সে সময় নেই, আমাদের তো এখুনি শুটিং প্লেস খুঁজতে বের হতে হবে নাকি?”

—“আমাদের হয়ে আমি সাব্বিরকে পাঠিয়েছি। সাব্বির ভালোভাবে পর্যবেক্ষণ করে আপনাকে এড্রেস আর প্লেসের ছবিগুলাও পাঠাবে। তাহলে আমাদের ঘুরতে সমস্যা কী? মাঝেমধ্যে হুটহাট ঘুরাঘুরি করাটা কিন্তু খারাপ না!”

—“তা ঠিক বলেছো! কিন্তু যাবে কোথায়?”

—“নরসিংদী।”

—“সেখানে কেন?” চোখ বড়ো বড়ো করে বললো সা’দ। সা’দের প্রশ্নে কারীব আমতা আমতা করে বললো,

—“জায়গাটা আমার বেশ লেগেছে স্যার, তাই গ্রামে ঘুরার জন্য ওই জায়গাটাই পারফেক্ট। আর সেদিন বিকালে তো আপনি একা ঘুরেছিলেন আমি কাজের কারণে তো আর ঘুরতে পারিনি!”

সা’দ কী ভেবে চুপ হয়ে গেলো। হঠাৎ কিছু একটা ভাবতেই তার মন আনন্দে নেচে উঠলো। সেই গ্রামে গেলে তো সে তার মায়াবীনিকেও দেখতে পারবে৷ সা’দের যেন খুশির শেষ নেই। তবে খুশিটাকে বহিঃপ্রকাশ না করে শান্ত সুরেই বললো,

—“ঠিক আছে তোমার যেহেতু দেখার ইচ্ছে তাহলে চলো।”

—“উহু স্যার ভুল বললেন। ইচ্ছেটা আমার নয় আপনার। এতদিন পর নিজের প্রেয়সীর সাথে যে সাক্ষাৎ করবেনবসেই লোভটা ধরে রাখতে পারেননি আপনি। তবে নো চিন্তা স্যার, আপনাদের মিল করানোর শপথ এই কারীব আগেই নিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা!” কথাগুলো মনে মনে ভেবে কারীব মুচকি হাসি দিলো। সা’দ যাওয়ার আগে নিজের ডিএসএলআর এবং জুম ক্যামেরাওগুলো নিতেও ভুললো না।

সেহের নিজের ঘরে গিয়ে দেখলো তার দাদীমা বিছানায় শুয়ে কাঁতরাচ্ছে! সেহের এক চিৎকার দিয়ে দৌড়ে দাদীর কাছে গেলো।

—“দাদীমা এই দাদীমা কী হয়েছে তোমার এমন করছো কেন? ও দাদীমা বলো না তোমার কী হয়েছে?”

দাদীমা চোখমুখ কুচকে অনেক কষ্ট করে বললো,

—“বাতের ব্যথায় মইরা যাইতাসি রে ফুল! তুই কী আমার লেইগা ফাতেমার ওই বাটা ওষুধ টা আইন্না দিতে পারবি? সারা বাড়ি খুঁজ্জি! এই ওষু কোনোহানেই পাইলাম না!”

—“এ তুমি কী বলছো দাদীমা! চাচীর বাসায় নেই?”

দাদীমা মাথা নাড়ায় যার অর্থ নেই। এদিকে সেহের পরলো আরেক ঝামেলায়। এখন প্রায় শেষ বিকাল, কিছুক্ষণ পরেই সূর্য ডুববে। ফাতেমা খালার বাড়িও পাশের গ্রাম! সেহের যাবে কখন আর আসবে কখন? আর না গেলেই বা দাদী সুস্থ হবে কী করে? সেহের আবার জিজ্ঞেস করলো,

—“দাদীমা আবিদ ভাইকে বলেছো?”

—“না! হেই তো বাড়িতই নাই, হেরে কেমতে কমু!”

এবার সেহের মহা ক্যারা কলে পরলো। বাড়িতে তপা বা রিমন নেই। জোহরা গেছে পাশের বাড়িতে। এবার সেহেরের যাওয়া ছাড়া আর কোনো উপায় রইলো না। সেহের মাথায় ওড়না পেঁচাতে পেঁচাতে দাদীকে বললো,

—“দাদী একটু ঘুমানোর চেষ্টা করো আমি যাচ্ছি কিছু একটা ব্যবস্থা করতে।”
ব্যথায় দাদীমা উত্তরে কিছুই বলতে পারলো না। সেহের বাসা থেকে বের হয়ে দূরে যেতেই কেউ বলে কাউকে ফোন করে বলে উঠলো,

—“ভাই ফুলটুশি মাত্র বাসা থেইকা বাইর হইলো!”

—“কী বলিস! তাহলে পিছু নে আর আমাকে জানা কই যাচ্ছে। আমি বাসা থেকে বের হচ্ছি!”

—“আইচ্ছা ভাই তুমি নিশ্চিন্তে থাকো।”

অপরজন উত্তরে কিছু না বলে কল কেটে শয়তানি হাসি দিয়ে বললো,

—“আজ তোরে আমার হাত থেকে কে বাঁচাইবো সেহের?”
বলেই পৈশাচিক হাসিতে মেতে উঠলো এবং বাসা থেকে দ্রুত বেরিয়ে গেলো।

চলবে!!!

বিঃদ্রঃ আগামীতে সেহেরের সাথে কী হতে চলেছে??
ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের গঠনমূলক মন্তব্যের প্রত্যাশায় রইলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here