গল্প – আমার আমি যে তুমি
পর্ব – ০৮
লেখিকা – ইশানুর তাসমিয়া

রুহানঃ তুমি ও-ই ছেলেটাকে ভালোবাসো,,,,??[ চোখ মুখ শক্ত করে ]

রুহিঃ হুম…….

রুহানঃ ও-ই ছেলেটা তোমাকে ভালোবাসে,,,,,??

রুহিঃ হ্যাঁ……

রুহানঃ তুমি ওর কাছে চলে যেতে চাও,,,,??

রুহিঃ হুম…..

রুহানঃ ঠিকাছে,,, তোমাকে আমি মুক্তি দিবো,,,কালকে সকালে দিয়ে আসবো তোমাকে ঢাকায়,,,,

কথাটা বলার সাথে সাথে রুহান পিছনে ফিরে দাঁড়ায়,,, হয়তো নিজের চোখের পানি লুকাতে,,,,রুহান যাওয়ার আগে রুহিকে আবার বলে,,,,

রুহানঃ তুমি কি সত্যি আমার কাছ থেকে চলে যেতে চাও রুহি,,,,??

রুহিঃ হুম,, আমি আমার সায়ানের কাছে যেতে চাই,,,,

কথাটা শুনে রুহান কিছুক্ষন হাত মুষ্ঠি বদ্ধ করে দাড়িয়ে থাকলো,,, তারপর আর এক মুহুর্তও না দাড়িয়ে,,,, সেখান থেকে চলে আসলো,,,,

এদিকে রুহি তো মহা খুশি,,, কালকে সে তার সায়ানের কাছে যাবে,,,কিন্তু আবার তার বিশ্বাসও হচ্ছে না যে রুহান তাকে যেতে দিচ্ছে,,,,আসলেই রুহান কি তা শুধু সেই জানে,,,, কিন্তু এতে রুহির কি,,, তাকে কালকে সায়ানের কাছে যেতে দিলেই সে খুশি,,,,তাই এত বেশি চিন্তা না করে রুহি ঘুমিয়ে পড়ে,,,তার শুধু কালকের দিনটার অপেক্ষা,,,
.
.
.
.
.
.
রাত প্রায় ৩টা…….

মদ হাতে নিয়ে ছাদের রেলিংয়ে বসে আছে রুহান,,,চোখ দিয়ে পানি পড়ছে তার,,,রাগও লাগছে আবার কষ্টও হচ্ছে,,, হঠাৎ রুহান বাঁকা হেসে জোড়ে জোড়ে চিল্লিয়ে বলে,,,

রুহানঃ তুমি কি ভেবেছো রুহি,,,আমি তোমাকে এত সহজে ছেড়ে দিবো,,,,পুরো ১টা বছর ধরে আমি তোমাকে ভালোবাসি,,,এত সহজে তো তোমাকে ছেড়ে দেওয়া যায় না,,,, এত বোকা না আমি,, যে এত কিছু করে আবার তোমাকে ছেড়ে দিবো,,,অপেক্ষা করছি তোমাকে পাওয়ার,,, জোড় করে না ভালোবেসে আপন করব তোমায়,, তাই যেতে দিচ্ছি,,,কিন্তু তোমার উপর আমার সবসময় নজর থাকবে,,,,আর ও-ই ছেলেটা,,ওর জন্যই তো তুমি আমার হচ্ছো না,, তাই না,,?? আমি,,,আমি তাকেই সরিয়ে দিবো আমাদের জীবন থেকে,,,থাকবে না কেউ আমাদের মাঝে,, শুধু কয়েকটা মাস,,,তারপর আমি আবার তোমার কাছে চলে আসবো,,,,ভালো থেকো রুহি,,,আবার দেখা হবে আমাদের,,, ভালোবাসার মানুষকে তো আর চলে যেতে দিবো না,,,তাই ফিরে আসবো আবার,,,ভালোবাসি রুহি,,,অনেক বেশি ভালোবাসি তোমাকে,,,,

বলেই মদের বোতলে কয়েকটা চুমুক দিলো রুহান,,,,

সকালে,,,,,

ঘুম থেকে উঠতেই রুহির খুশি খুশি লাগছে,,,,ফ্রেস হয়ে নিচে নামতেই দেখে সাহেল সোফায় বসে আছে,,, সাহেলকে দেখে রুহি কিছুটা অবাক হয়,,,,ভ্রু কুচকে তাকাতেই সাহেল রুহিকে হাসি মুখে বলে,,,

সাহেলঃ কেমন আছো রুহি,,,??

রুহিঃ আলহামদুলিল্লাহ ভালো,,,আপনি,,,,??

সাহেলঃ আইতো আছি আরকি,,,,

রুহিঃ আচ্ছা আপনি এখানে যে,,,

সাহেলঃ তোমাকে ঢাকায় নিয়ে যেতে আসেছি,,,,

রুহিঃ উনি যাবেন নায়া দিতে,,,

সাহেলঃ উনি কে,,,?? [ মুচকি হেসে ]

রুহিঃ রুহান,,, যাবেন না আমাকে দিয়ে আসতে,,,

সাহেলঃ না,,,, ওর একটা কাজ আছে,, তাই সকাল সকাল চলে ফেছে বাইরে,,আমাকে রাতে বলেছিলো যেন তোমাকে এখানে এসে আবার ঢাকায় দিয়ে যাই,,,,

রুহিঃ ও আচ্ছা,, তাহলে চলেন,,,

সাহেলঃ নাস্তা খেয়ে নি,, তারপর যাবো,,,,

রুহিঃ আচ্ছা,,,[ মুচকি হেসে ]

তারপর তারা ২জন নাস্তা খাওয়া শুরু করলো,,,প্রায় কিছুক্ষন পর নাস্তা খাওয়া শেষ করে সাহেল আর রুহি গাড়িতে বসে এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে,,,

এয়ারপোর্টে পৌঁছে তারা সব ফর্মালিটি শেষ করে প্লেনে উঠে,,,,তারপর পৌঁছে যায় সোজা ঢাকায়,,,

এতটুকু পথে সাহেল আর রুহি তেমন কথা বলে নি,,, কিন্তু রুহিকে এয়ারপোর্ট থেকে তার হোস্টেলে দিয়ে আসার সময় সাহেল শুধু একটা কথাই বলে,,,,

সাহেলঃ রুহি,,,,তুমি তো জানো রুহান একজন নেতার ছেলে,,,ওকে ওর পরিবারের সবাই ভালোবাসে,,,ওরা ওকে কোনো কিছু করতে মানা করে না,,ও যা করতে চাইতো,, তাই করতে দিতো,,,বলতে পারো,, সবার আদরের ও,,,এ শহরের সবচেয়ে বড় ভার্সিটির লিডার সে,,,জীবনেও কোনো মেয়ের ধারের কাছেও সে যাই নি,,,ও বলতো,,ওর নাকি মেয়েদেরকে দেখলে এলার্জি হয়,,,কিন্তু একদিন হঠাৎ একটা মেয়েকে দেখে,, পুরো পাগল হয়ে যায় সে ও-ই মেয়েটার জন্য,,, সারাটা দিন ও-ই মেয়েকে নিয়ে পড়ে থাকতো,,,পুরো ১ টা বছর খুঁজছে সে ও-ই মেয়েটাকে,,,আর যখন খুঁজে পায়,,তখন মেয়েটা একটা ছেলের সাথে দেখে ,,, এতে ও ভীষণ রেগে যায়,,ছোট বেলা থেকেই ও অনেক রাগি,,,রাগের বসে উল্টা পাল্টা কাজ করে ফেলে,,,আর রাগের বসেই তোমাকে কিডন্যাপ করে,,কষ্ট দিবে ভেবেছিলো,,,,কিন্তু জানো তো রুহি,,,ও তোমাকে ভালোবাসে,,তাই কষ্ট দেয় নি,,,তুমি বলতে পারো,,,সামান্য একটা ছেলের সাথে দেখে তোমাকে এমন কিডন্যাপ করেছে কেন,,,আসলে ও এমনই,,,যেটা ওর চাই,, সেটা ও নিজের করবেই,,,,

তারপর কিছুক্ষন চুপ থেকে সাহেল আবার বলে,,,

সাহেলঃ ও তোমাকে সত্যিই ভালোবাসে রুহি,,,,জানি না,, তোমাকে ও কেন যেতে দিচ্ছে,, কিন্তু এটুকু বলতে পারব,,ও তোমাকে নিজের করে ছাড়বেই,,,কারন তুমি ওর ভালোবাসা,,,,,,

বলতে বলতেই সাহেল গাড়ি থামিয়ে দেয়,,,,রুহি জানালার দিকে তাকাতেই দেখে সে তার হোস্টেলে এসে গেছে,,, দরজা খুলে গাড়ি থেকে নেমে সে সাহেল্কে বলে,,,

রুহিঃ ভালো থাকবেন ভাইয়া,,,

সাহেলঃ তুমিও ভালো থেকো পিচ্চি,,[ মুচকি হেসে ]

রুহি একটা মুচকি হেসে পা বাড়ায় নিজের গন্তব্যের দিকে,,,,পিছনে একবারও ফিরে তাকায় না সে,,,হয়তো অভিমান করেছে সাহেলের সাথে,,,সাহেলের কথাগুলো কেমন যেন লাগছে রুহির,,,,
…………..
…………………
[বাকিটা পরবর্তী পর্বে……….]

#আমার_আমি_যে_তুমি
#Ishanur_Tasmia

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here