#Gangster_Husband
#Part_9
#writer_Fariha_Jannat_Oriddhi
,
আউচচচচচচচ বলে বিন্দু আর্তনাদ করে উঠলো,,,,
,
বর্ণ বিন্দুর হাত খুব শক্ত করে ধরে এক ঝটকা দিয়ে ওর দিয়ে ঘুরিয়ে নিলো,,,,
বিন্দু তাল সামলাতে না পেরে পরতে নিলে বর্ণ ধরে ফেলে এবং বলতে থাকে,,,,
–কোথায় এভাবে কোথায় যাচ্ছো,,,,?
বিন্দু কথার মাঝে বলে দেয়,,, কেন পালিয়ে বলেই বিন্দু মুখে হাত দেয়,,,,
বর্ণ মুখ শক্ত করে চোখে রাগী ভাব নিয়ে বলে আবার বলো কোথায় যাচ্ছো,,,
বিন্দু বর্ণের চোখের দিকে তাকিয়ে আৎকিয়ে উঠে কারণ বর্ণের চোখ মুখ রাগে একদম লালচে গেছে যেকোন সময় বিন্দুর উপর দিয়ে বর্ণ নামের ঝড় যেতে পারে।বিন্দু নিজেই নিজেকে গালি দিচ্ছে ভুল করে সত্য কথা বলে ফেলে নিজের জন্য কতোটা বিপদ টেনে এনেছে তা ও ভাল করেই বুঝতে পারছে,,,,
,
বর্ণ ওর হাতটা শক্ত করে ধরে চিল্লিয়ে আবার বললো,, কি হলো বলো,,,
,
বিন্দু চোখ অফ করে কাপতে কাপতে বলতে থাকে ককক,,, ক, থা, ওওও যা চ চ্ছি না তত,,
,
কি বলছিলাম তোমায় আমি ,এখানে থেকে পালানোর চেষ্টা করা ত দূরের কথা ভুলেও মাথায় আনবে না কজ আমি তোমার জিবনটা নরকে পরিণিত করবো,,, তবুও তুমি পালিয়ে যাচ্ছো,,, আবার আমায় মিথ্যা কথা বলছো,,,
তোমার সাহস ত কম না,,, এর শাস্তি তোমায় পেতেই হবে বলে বিন্দুর হাত ধরে টানতে টানতে বাগানের পূর্ব দিকে হাটা শুরু করে
,
বিন্দু ভয় পেয়ে অনেক কাকুতিমিনতি করতে থাকে
বলতে থাকে
-আমার ভুল হয়েছে প্লীজ আমায় ছেড়ে দিন,,, আমি আর কখনো পালিয়ে যাবো না,, আমার কথা শুনুন,কোথায় নিয়ে যাচ্ছেন আমায়
এদিকে ত বাড়ি না,, তাহলে এদিকে নিয়ে যাচ্ছেন কেন,,, কাঁদতে কাঁদতে
,
চুপ একদম চুপ কোন কোথা না,,, দোষ করছো আবার ন্যাকা কান্না কাদছো,,,,
বলে বর্ণ বিন্দুকে বাগানের পূর্ব দিকে পুরোনো একটা ঘরে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়,,,, বলতে থাকে
-এখানেই থাকবে আজকে সারারাত এটা তোমার শাস্তি,,,
,
বিন্দুকে কোন কথা বলার সুযোগ না দিয়েই বাহিরে থেকে দরজা ঠাস করে লাগিয়ে দিয়ে চলে যায়,,,,
,
এদিকে বর্ষা ওর ফ্রেন্ডের সাথে কথা বলে এসে দেখে ওর দা বিন্দুকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে,,, বর্ষা ওদের Follow করে
,
বর্ণ বাসার ভিতরে চলে যায়
বর্ষার বুজতে বাকি রইল না যে বর্ণের এটা নতুন শাস্তি বিন্দুর জন্য,,,
ও তাড়াতাড়ি চলে গেলো মনিমার কাছে কিন্তু কপাল খারাপ হলে যা হয়,,, বাসায় মনিমা ছিলো না,, মনিমা গ্রামের বাড়ি গিয়েছে,,মনিমার বল্যকালের সখী অসুস্থ,,,,,
বর্ষা এখন কি করবে ভেবে পাচ্ছে না,,, ওর দা ত বাহিরে থেকে লক করেছে,,, আর ও ওর দা কে ভালো করেই চিনে,,, একমাত্র মনিমার কথা ছাড়া কারো কথায় ও শুনে না,,,
,
বর্ণ রুমে এসে ফ্রেশ হয়,,, এর মধ্যে ফোন আসে,,, কোথাও যেতে হবে ওর,,, ফ্যাক্টরি তে কি জানি হয়ে,,,
তাড়াতাড়ি চলে যায়,,,,
,
এদিকে বর্ষা মনিমাকে ফোন করছে বাট বার বার ইই ফোন অফ পাচ্ছে,,, গ্রামে এই এক সমস্যা দরকারের সময় ফোনে পাওয়া যায় না কাউকে,,,মাথায় হাত দিয়ে বসে পড়লো বর্ষা,,,,
,
এদিকে বিন্দুর এই অন্ধকার ঘরে একা ভয় করছে,,, ও প্রচুর কাঁদছে
ওর সাথে কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না,, কেন এমন হচ্ছে,,, কোন পাপের শাস্তি ও পাচ্ছে,,, ও ত এই টুকনি একটা মেয়ে বয়স কতোই হবে সতের,,,আঠারো ত হয় নি,,, সবে ইন্টার ফার্স্ট ইয়ার তার মধ্যেই ওর জীবনে কাল হয়ে এলো বর্ণ নামের কেউ,,,
বাবার আদরের প্রিন্সেস এর আজ এই অবস্থা,,, অন্ধকারে মেয়ের ভয় করে বলে পুরো জান্নাত মঞ্জিল এ লাইট অন করা থাকে আর আজকে সেই মেয়েকে কি না ঐ gangster টা অন্ধকার একটা রুমে পোকা মাকড় এর সাথে রেখে দিয়েছে,,,,
বিন্দু কাঁদছে আর এসব ভাবছে,,, এক পর্যায়ে দেখে একটা তেলাপোকা ওর দিকে এগিয়ে আসছে,,, বিন্দুর ছোট থেকে তেলাপোকা ভয় করে সাপ দেখেও ওর এতটা ভয় করে না যতোটা তেলাপোকা দেখে ভয় করে,,, বিন্দু বিকট একটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পরে,,,,
,
বর্ষা বর্ণকে না দেখতে পেরে চলে যায় বাগানের পূর্ব দিকের ঘরে,,,যেয়ে বার বার বৌমনি বৌমনি বলে ডাকতে থাকে বাট কোন সাড়া পায় না,,, কপালে চিন্তার ছাপ মেয়েটার কিছু হলো না ত,,,
,
মনিমার ফোন ও অফ,,, এখন কি করি,,, না এভাবে হাত গুটিয়ে থাকলে চলবে না,,, আমি বরং গ্রামেই যেয়ে মনিমা কে নিয়ে আসি,,,
-ড্রাইভার চাচা গাড়ি বের করেন,,,
-কিন্তু মামনি এতো রাতে কোথায় যাবেন,,,
-জামাল পুর,,,
-এতো রাতে গ্রামের কেন মামনি,,, আর যেতেও ত লাগবে ঘন্টা পাঁচেক,,,
-চাচা ওতো সময় নেই আমাই যেতেই হবে
তুমি গাড়ি বের করো আমি আসছি
নয়তো অনেক দেরী হয়ে যাবে আর বিপদ ও
-আচ্ছা মামনি আহেন,,,
,
বর্ষা বেড় হলো গ্রামের উদ্দেশ্য,,,,
,
বর্ণ রাত 2 টার দিকে বাসায় এলো,,, এসে ফ্রেশ হয়ে ঘুমিছে,,, ওর খেয়াল নেই যে ছোট্ট একটা মেয়েকে অন্ধকার রুমে রেখে এসেছে,,,
,
নির্জুম রাত,,, চারদিকে সব স্তব্ধ কোথাও সাড়া নেই,,, কেউ বুক ভরা আশা নিয়ে বসে আছে,, কেউ বা প্রিয় মানুষ কে নিয়ে সুখের সাগরে ডুব দিয়েছে,,,
কেউ মেতেছে প্রতিশধের নেশায় যার নেশায় অন্যের জীবন কেড়ে নিতেও দ্বিধা করছে না,,,,,,
আর কেউবা কারো প্রতিশধের নেশায় বলি হচ্ছে,,, যা বিন্দুর সাথে ঘটছে,,, বাঁচবে কি বিন্দু,,,,,,
,
সকাল বেলা,,,,,
,
বর্ণ ঘুম থেকে উঠে বিন্দু বলে ডাকে বাট সাড়া না পেয়ে নিচে নামে,,, কালকের কথা মনে পড়ে যায়,,, ও দৌড় দেয় বাগানের দিকে,,, রুমের দরজা খুলে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিলো না,,,
,
দেখলো যে,,,,,
,
,
,
চলবে,,,,,
[বিঃদ্রঃ ভুল ত্রুটি ক্ষমা করবেন।।। অনেক দিন পর গল্পটা দেওয়ার জন্য দুঃখিত ]