#Gangster_Husband
#Part_5
#Writer_Fariha_Jannat_Oriddhi
,

ওপাশে থেকে কেউ সারা দেয় না,,,,,, বাট নক করার আওয়াজটা আরও জোরে হয়,,,,,, বিন্দু এক পর্যায়ে বিরক্ত হয়ে তাড়াতাড়ি শাওয়ার নেয়,,,,,,,
কিন্তু সমস্যা হলো ও তো শাড়ি পড়তে পারে না,,,,,
কোনদিন তো ও এই সব শাড়ি পড়েও নি,,,,,,
তো কি করব এখন,,,,,,,
বিন্দু শাড়ি হাতে নিয়ে ভাবছে,,,,
ঠিক তখন আবার কেউ নক করতে থাকে,,,,,
বিন্দু আর না ভেবে শাড়িটা কোন মতে শরীরের সাথে পেঁচিয়ে নেয়,,,,,,,
ও রেগে যায়
মনে মনে বলে আজ বের হয়ে গুন্ডাটাকে দিবো,,,,
অনেক সহ্য করছি আর না,,,,,
,
বিন্দু চুল গুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়
আর বলে,,,,,,
কি হয়ছে আপনার আমায় কি শান্তি করে শাওয়ার ও নিতে দিবেন না নাকি,,,,,,,
এতো নক করা লাগে কেনো
সারা রাত আমায় কষ্ট দিয়ে শান্তি হয় নি আপনার,,,,,,,
সকাল থেকে আবার শুরু করলেন,,,,,,,,,
এক নাগাড়ে কথাগুলো বলে বিন্দু সামনে তাকিয়ে দেখে বর্ণ ওর দিকে তাকিয়ে হাসতেছে,,,,,, আর বর্ণের পাশে বর্ষাও দাড়িয়ে আছে
বর্ষাও হাসছে,,,,, মুখ টিপে টিপে
,
বিন্দু বর্ষা কে দেখে চমৎকে যায়,,,,,,,,
কজ ও কথা গুলো বর্ণকে বলেছে কিন্তু বর্ষা কখন এলো,,,,,, 😰😰😰😰
,
বিন্দু লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে
আর যায় হোক সবাই তো জানে বর্ণ ওর স্বামী
রুমে বাজে কথা বাজে ব্যবহার করে কিন্তু কেউ তো তা জানে না,,,,
এখন বর্ষার সামনে বর্ণ কে এই ভাবে কথা বলা ঠিক হয় নি
তা ভেবে বর্ষার একটু অস্বস্তি লাগছে,,,,,
,
বর্ষা::: থাক বৌমনি আর লজ্জা পেতে হবে না,,,,,,হেসে হেসে
,
বিন্দু ::: আসলে অনেকক্ষণ যাবৎ,,,,,,,
,
বর্ষা :::থাক আর বলতে হবে না,,,,,, আর কি জেনো বললে তখন,,,,, কে তোমায় সারা রাত কষ্ট দিছে,,,,,, [ চোখ টিপ মেরে ]
,
বিন্দু ::: যেমন ভাই ঠিক তেমন তার বোন,,,, শুধু কেমন করে অন্যকে হেনস্তা করবে তা নিয়েই থাকে,,,,,, এখন কি বলবো,,,,,,, [ বর্ণের দিকে অসহায় ভাবে তাকিয়ে ]
,
বর্ণ::: তোর না শুনলেও চলবে,,,,,, [ ওর কান ধরে ]
,
বর্ষা::: আহ্ দা ছাড় না লাগছে তো,,,,,, আর আমি তোকে বলি নি বৌমনিকে বলেছি,,,,,,,😒😒😒
,
বর্ণ::: আর সেই বউ টা যে আমার,,,,,
,
বর্ষা::: আইছে বউ সোহাগী,,,,, এত যখন দরদ তাহলে আমার এত সুন্দর গুলুমুলু বৌমনি কে কষ্ট দিলি কেন,,,,,,??
,
বর্ণ:::এই তুই যাবি এখান থেকে,,,,,,,,
,
যাহ্ বা বা হ্ আমি কি করলাম,,,,,,, তুমি বলো বৌমনি,,,,,,,
,
বিন্দু ::: এদের ভাই বোনের লজ্জা বলতে কি কিছুই নাই,,,,,, এতো বড় হয়ে গেছে তাও ঝগড়া এমন ভাবে করে দেখে মনে হয় পাঁচ বছরের বাচ্চা,,,,,,, [মনে মনে]
,
বর্ষা::: কি গো বৌমনি,,,,, কোথায় হারিয়ে গেলে,,,,, হালকা ধাক্কা দিয়ে,,,,,,,
,
বিন্দু ::: হুম,,,,,,,
,
বর্ষা::: এই এক মিনিট,,,,,, একি বৌমনি আমি তো কথা বলতে বলতে তোমায় এতক্ষণ খেয়াল করি নি যে তুমি কি পরেছো,,,,,,,,
এ কি পরেছ,,,,,,,
শাড়ী কেউ এভাবে পরে নাকি,,,,
দেখে তো মনে হচ্ছে শাড়ি না লুঙ্গী 😂😂😂😂
,
বিন্দু ::: ওরা দুজনেই আমার শাড়ী পড়া নিয়ে হাসাহাসি করছে,,,,,, আমি কি কখনো শাড়ি পরেছি নাকি যে এভাবে হাসবে,,,,,, মনে হচ্ছে দুই ভাইবোনর মুখের মধ্যে ঝাল মরিচে গুড়া দেয়,,,,,,,,, আমায় নিয়ে হাসাহাসি করা,,,,,, আমি সব সুদে আসলে উসুল করে নেব,,,,,,,,, [মনে মনে ]
,
বর্ণ::: আরে বর্ষা তোর বৌমনি মনে হচ্ছে,,,, শাড়ি দিয়ে লুঙ্গী পরার প্র্যাকটিস করছে,,,,,, কি গো বলো,,,,,, 😉😉😉
,
বিন্দু ::: এত বড় অপমান,,,,,,, আর এমন ভাবে কথা বলছে আমার সাথে মনে হয় কতোই না ভালোবাসে আমায়,,,,,, কি গো হ্যাঁ গো 😒😒😒
থাক কিছু আর বলি না চুপ থাকাই ভালো,,,,,,,, হেসে নাও তোমরা আমার তো চিনো নি,,,,,, আমার নাম ও বিন্দু সবাইকে দেখে নেব,,,,,, আগে পাপা এসে আমায় নিয়ে যাক,,,,,,,,,
,
বর্ষা::: দা তুই আর বৌমনিকে লজ্জা দেস না,,,,,, আমি বরং তোমায় সুন্দর করে শাড়ি পরে দেয়,,,,,, বৌমনি,,,,,,,
,
বর্ণ::: এই তুই কেন ও কে শাড়ি পরিয়ে দিবি,,,,,,,,
,
বর্ষা::: কেন পড়াব না,,,,,,
,
বর্ণ::: ও কে কিছু পড়াতে হবে না তোর,,,,,,
,
বিন্দু ::: না অনেক হয়ছে,,,,, বর্ষা তো ভালোই বলছে,,,,, আর গুন্ডাটা বলছে কিছু পড়াতে হবে না,,,,,,, আমার খুব রাগ লাগছে ওর কথা শুনে,,,,,,,,,,
কেন পড়াতে হবে না,,,,, ও তো পড়ে দিতে চাইছে আপনা সমস্যা কি,,,,,,, আর কিছুই পড়ে দিতে নিষেধ করছেন কেন,,,,,,,,
তবে কি আমি জন্মদিনের ড্রেস পড়ে বাহিরে যাবো,,,,,,,,, 😡😡😡
,
বর্ণ ও বর্ষা ::: মানে,,,,,,,😱😱
,
বিন্দু ::: মানে বুঝলেন না,,,,,যখন জন্ম নিয়েছি তখন তো কোন ড্রেস পড়া ছিলো না,,,,,,, তাই বলছি জন্মদিনের ড্রেস,,,,,,, এ্য যা আমি রাগের মাথায় কি বলে ফেললাম,,,,,, এখন কি হবে,,,,,, 😰😰
যে ভাবে তাকিয়ে আছে আমার দিকে মনে হচ্ছে খেয়ে ফেলবে,,,,,,,,,,
,
বর্ষা আর কোন কথা না বাড়িয়ে চলে গেল,,,,,,,
,
বর্ণ::: ওর কথা শুনে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না,,,,,, বাট ওর সামনে হাসা যাবে না,,,,,, এদিকে এসো,,,,,,
,
আমায় বলছেন,,,,,,,
,
এই রুমে কি তুমি ছাড়া অন্য কেউ আছে,,,,, ধমক দিয়ে ,
বিন্দু ::: সব সময় শুধু ধমক দেয় কেন রে,,,,, জন্মের পরে কি মুখে মধুর বদলে নিম পাতা দিয়েছে,,,,,,,,
,
বর্ণ::: কি এতো ভাবো,,,,,,, তা তখন কি জেন বললে,,,,,
,
কি,,,, কি,, ক,,,, কি,, ছু বলি নি তো,,,
,
ওহ তাই,,,,,, ওর শাড়ির আচলায় হাত দিয়ে
,
একি আপনি এগিয়ে আসছেন কেন আমার দিকে,,,,,
আর আমার শাড়িতে হাত দিয়েছেন কেন,,,,,,,
প্লিজ আমায় ছেড়ে দিন,,,,,,
আমার কাছে আসবেন না,,,,,,,
,
বর্ণ ::: কেন তোমার কাছে গেলে কি হবে,,,,,,,
আমি তো তোমার স্বামী তাই না,,,,,, ওর আর ও কাছে যেয়ে
,
না আমার কেমন জানি লাগছে,,,,,, [ কাপা কাপা কন্ঠে ]
,
কেমন লাগছে,,,,,,
,
বলতে পারবো না,,,,,,,
,
বর্ণ::: আমার দিকে এসো,,,,,, আমি শাড়ী পরিয়ে দিব তোমায়,,,,,,, সব সময় না Romance করার মুডে থাকি না তোমার মতো,,,,,,,, ধমক দিয়ে,,,,
,
ওর ধমক খেয়ে চোখ খুলে তাকালাম,,,,,,তাকিয়ে দেখি আমার শাড়ি পড়া হয়ে গেছে,,,,,, অনেক সুন্দর করে শাড়ি পড়িয়ে দিতে পাড়ে তো gangster টা,,,,,, বাট উনা ছোঁয়া হ‌গুলো আমায় কেমন জানি পাগল করে দিয়েছিল,,,,,,,, উনি আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে,,,,,,,,
,
বর্ণ::: ওর ঠোঁট দুটো আমায় নেশার মতো টানছে ওর কাছে,,,,,, আমি ওর খুব কাছে যেয়ে ওর ঠোঁটে ঠোঁট দিব ঠিক তখনি,,,,,,,
,
বর্ষা::: আমি কিছু দেখি নি,,,,, 😰😰
,
বর্ণ সড়ে যায় বিন্দু খুব লজ্জা পেয়ে যায়,,,,,,
বর্ণ বলে,,,,, তোর আবার কি হলো যখন তখন নক না করে এসে পরিস,,,,,,
,
বর্ষা:::এবার আমি একা আসি নি দা,,,,, আমার সাথে আর ও একজন এসেছে,,,,,, ঐ তো দেখ,,,,,,,
,
তাকিয়ে দেখলাম মনিমা এসেছে,,,,,,,, যাহ্ মনিমা কিছু দেখে নি তো,,,,,, আমি ও না,,,,, কোথায় আমার প্রতিশোধ নিব তা না করে ওর সাথে,,,,,, আমার সব বুঝিয়ে নিতে হবে ওর প্রতি দুর্বল হলে চলবে না,,,,,,,,,, মনে মনে,,,,,,
,
মনিমা::: ফ্রেশ হয়ে নিচে এসো কথা আছে তোমাদের সাথে,,,,,,,
,
মনিমা আর বর্ষা চলে যায়,,,,,, আমি উনার দিকে তাকালাম,,,,,, এক মিনিটের ব্যবধানে উনার চোখ দিয়ে আগুন বেড় হচ্ছে,,,,,, আমার খুব ভয় লাগছে কিছু ক্ষণ আগেই এই চোখে ভালোবাসা দেখেছি আমি আর এখন,,,,,,, না আমি কেন এসব ভাবছি,,,,, আমায় তো পালাতে হবে এখানে থেকে,,,,,,,
,
বর্ণ::: ওর কাছে গেলাম,,,,,, ওর হাত শক্ত করে চেপে ধরে,,,,, এখানে খেকে পালানোর চেষ্টা ভুলেও করবি না,,,,,, জানে মেরে দিবো,,,,,
মনে থাকে জেন কথাটা,,,,,,,
এসব কথা জেন মনি মা জানতে না পারে,,,,,
সবার সামনে আমার সাথে ভালো ভাবে কথা বলবি,,,,,,,
এই দাগ গুলো ঢেকে রাখ,,,,,,, যদি ভুলেও কেউ দেখে তাহলে,,,,, তোর এমন অবস্থা করবো,,,,, তিন মাস বেড থেকে উঠটে পারবি না,,,,,,
মনে থাকে জেন,,,,,, [ ওকে ছেড়ে দিয়ে ওয়াশ রুমে চলে যায় ]
,
বিন্দুর চোখ দিয়ে পানি পড়ছে শব্দ করে কাঁদতে ও পারছে না ও,,,
ওর খুব ভয় পেয়ে আছে,,,,,
আর পাবে নাই কেন,,,,,,
কেউ যদি এ ভাবে যখন তখন গান নিয়ে ডয় দেখায় আয় এমন ভাবে কথা বলে তাহলে যেকোন মেয়েই ভয় পাবে,,,,,,
কিন্তু ও কিছুতেই বুঝতে পারছে না ওর সাথে এমন কেন করছে বর্ণ
ওর দোষ টা কি,,,,,,
একটু আগেই বর্ণের চোখে বিন্দুর প্রতি লুকিয়ে রাখা ভালোবাসা দেখেছে বর্ণ
তাহলে এখন!!!!
কোন টা ওর আসল রূপ,,,,
নাহ্ আমি আর পারছি না আমি মুক্তি চাই এখানে থেকে
পাপা তুমি কোথায়,,,,,,,!!!
,
এদিকে মনিমা আর বর্ষা ডাইনিং এ বসে ওয়েট করছে বর্ণ ও বিন্দুর জন্য,,,,, কুসুম ও ভোলা দাড়িয়ে আছে,,,,,,,
,
হঠাৎ মেইন ডোর দিয়ে কেউ চিৎকার করতে করতে ভিতরে আসে,,,,,,
,
বর্ণ চৌধুরী কোথায় তুই,,,,,
শয়তানের বাচ্চা আমার বিন্দুকে ফিরিয়ে দে,,,,,,,,,,
আমি এসেছি,,,,,, তোর মত শয়তানে কাছে থেকে আমার মেয়েকে নিয়ে যেতে,,,,,,,,
,
মনিমা ::: বেলু এসেছিস বাবা!!!!,,,,,,,
দাড়িয়ে বেলাল জামানের কাছে যেতে চায়,,,,,, পড়ে নিজেকে সামলিয়ে নেয়,,,,,,
না আমি এ কি করছি,,,,, আমি তো ওদের কখনো ক্ষমা করতে পারবো না ওর জন্য আমি আমার সব হারিয়েছি,,,,,,, ও আমার বেলু না ও বেলাল জামান,,,,, আমার বেলু তো মরে গেছে সেই দিন যেদিন আমি আমার সব কিছু হারিয়েছি,,,,,,,,,
,
বেলাল জামান চৌধুরী নিবাসে প্রবেশ করে কিন্ত সে আজ এক আসে নি কমিশনার সাথে নিয়ে এসেছে,,,,,, তার কলিজার টুকরাকে নিয়ে যেতে,,,,,,,
,
মনিমা::: কার এত বড় সাহস চৌধুরী নিবাসে এসে আনোয়ারা চৌধুরীর সামনে উচ্চস্বরে কথা বলে,,,,,,,,,
,
বেলাল জামান::: মনিমা,,,,,,,
,
মনিমা::: মরে গেছে,,,,,
,
চুপ
,
মনিমা::: সকাল বেলা আমার বাসায় এ ভাবে চিৎকার করছেন কেন,,,,,,, আর কমিশনার যে,,,,, আপনি আমার বাড়িতে কি মনে করে,,,,, আমি তো আপনার টাকা জনির হাতে পাঠিয়ে দিয়েছি,,,,,,,
,
কমিশনার ::: না মানে,,,,, ম্যাডাম,,,,,
,
বিন্দু ওর বাবার কথা রুম থেকে শুনতে পারে,,,,, ও চোখের পানি মুছে,,,,,নিচে যাওয়ার জন্য পা বাড়ায়,,,,,,,,,
,
আর,,,,,,,,,,,,
,
,
,
চলবে,,,,,,,,,,
#তোতাপাখি
[ বিঃদ্রঃ ভুল ত্রুটি ক্ষমা করবেন, আর আপনাদের সবার অভিযোগ বর্ণ কেন এমন করছে,,,,,, অবশ্যই কোন কারণ আছে,,,,,, কারণ ছাড়া তো আর কেউ এমন করবে না,,,, ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here