#Gangster
.
#পর্ব_১১+১২
.
#লেখক_Rashmik_Arifin_Asif
.
.
১০ম পর্বের পর থেকে…!!
.
.
হঠাৎ একটা বিকট শব্দে মাহিম পিছনে ফিরে তাকিয়ে দেখে নওরিনের বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে!আবির আর তাফসির দৌড়ে মাহিমের কাছে চলে এলো!মাহিম আর তাফসির একসাথে মাটিতে বসে পড়লো!ওদের চোখের পানি যেন বাধ মানছে না,অঝোর ধারায় বয়েই চলেছে,চারদিকে কি ঘটছে তার যেন কোন হুসই নেই ওদের!অন্যদিকে আবির সম্পূর্ন স্বাভাবিক,তার যেন কোন কষ্টই হচ্ছেনা,তার মুখে লেগে আছে একটা বিশ্বজয়ের হাসি।রাসমিক এবং নওরিনের গ্যাং এর সকল লোকজন আগুন নিভাতে ব্যাস্ত আবার অনেকেই ফায়ার সার্ভিসকে ফোন দিচ্ছে।
.
কিছুক্ষন পরে সেখানে ফায়ার সার্ভিসের লোকজন এসে ধীরে ধীরে আগুন নিভাতে সক্ষম হয়।আগুন নিভানো হলে তারা ভিতরে চলে যায়,এবং কিছুক্ষন পরে দুটো লাশ স্ট্রেচারে নিয়ে গেটের বাহিরে আসে।লাশ দুটো পুরোপুরি আগুনে ঝলসে গেছে যার কারনে বুঝা যাচ্ছে না কোনটা কার লাশ।মাহিম আর তাফসির যেন বাকরুদ্ধ হয়ে গেছে,কোন কথা বের হচ্ছে না ওদের গলা থেকে।শুধু চোখ দিয়ে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে।ফায়ার সার্ভিসের লোকেরা পুলিশকে ফোন দেয় এবং কিছুক্ষন পর সেখানে পুলিশ এসে লাশ দুটোকে পোসমর্টামের জন্য নিয়ে যেতে চাইলে মাহিম আর তাফসির বাধা দেয়।
.
.
মাহিম,,,কোথায় নিয়ে যাচ্ছেন ওদের?(পুলিশের সামনে দাড়িয়ে)
.
পুলিশ,,,পোসমর্টামে পাঠাবো!
.
তাফসির,,,দরকার নাই আমাদের পোসমর্টামের।এমনিতেই তো মানুষ দুটো পুড়ে ঝলসে গেছে,এখন আবার কটাকুটি না করলে আপনাদের চলছে না?আর আপনি যে লাশ দুটো নিয়ে যাচ্ছেন কারো পারমিশন নিছেন?(কান্না করতে করতে)
.
পুলিশ,,,না মানে আসলে!(মাথা নিচু করে)
.
তাফসির,,,আপনার আর মানে মানে করার দরকার নেই,আমরা আমাদের ভাই,ভাবির লাশ পোসমর্টাম করতে দিবো না,আপনারা এখন আসতে পারেন!
.
.
পুলিশরা মাথা নিচু করে সেখান থেকে চলে গেলো,পুলিশ চলে যাবার কিছুক্ষন পরে ফায়ার সার্ভিসের লোকজন ও চলে গেলো।সেখানে রাসমিক আর নওরিনের গ্যাংয়ের লোকজন ছাড়া আর কেউ নেই।তবে আশ্চর্যের বিষয় হলো সেখানে আবিরের কোন চিহ্ন পর্যন্ত নেই!কিন্তু ঘটনার আকস্মিকতায় যেন আবিরের কথা সবাই ভুলেই গেছে!
.
মাহিম,তাফসির আর রাকিব ওদের গ্যাংয়ের সবাইকে চলে যেতে বলে কিন্তু সবার মুখে একটাই কথা,ভাই আর আপুর দাফন না হওয়া পর্যন্ত কেউ যাবে না।অগ্যতা বাধ্য হয়েই মাহিম,তাফসির আর রাকিব সবাইকে নিয়েই রাসমিক আর নওরিনের সকল কাজ সম্পন্ন করলো!দাফন কাজ শেষ করে মাহিম সবাইকে এক জায়গায় জড়ো হতে বলে কিছু কথা বলার উদ্দেশ্যে।
.
.
মাহিম,,,আমি জানি আপনারা সবাই ভাই এবং নওরিনকে অনেক ভালোবাসতেন।আপনারা সবাই এতোদিন জোকার কিং গ্যাং এবং ডার্ক কুইন গ্যাংয়ের জন্য কাজ করে আসছেন।কিন্তু এখন যেহেতু গ্যাং লিডাররাই বেঁচে নেই সেহেতু এই গ্যাং কন্টিনিউ করার কোন মানেই হয় না!আর আমি জানি যে আপনারা ভাই আর নওরিনকে ছাড়া অন্যকাউকে গ্যাং লিডার হিসেবে মেনে নিতে পারবেন না,তাই আপনারা নিজেদের কর্মসংস্থান নিজেরাই তৈরি করে নিবেন।আর যদি কারো কোন আর্থিক সাহায্যের প্রোয়োজন হয়ে থাকে তাহলে আমাদেরকে বলবেন আমরা ব্যাবস্থা করে দিবো।
.
.
মাহিমের কথা শেষ হতে না হতেই কোথা থেকে যেন আবির এসে সেখানে উপস্থিত হলো!তবে আগের আবির আর এই আবিরের মধ্যে পার্থক্য আকাশ পাতাল।আবিরকে পুরো পুরি রাসমিকের মতো লাগছে,পরনে ব্লাক লং কোর্ট,স্পাইক করা চুল আর মুখে জোকারের মাস্ক।সবাই হা হয়ে তাকিয়ে আছে আবিরের দিকে।আর আবির গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ওদের দিকে!
.
.
আবির,,,কোন কাজ বন্ধ হবে না,সবকিছুই আগের মতো চলবে।আমি লিড দিবো গ্যাং কে।
.
তাফসির,,,আবির তুই কোথা থেকে এলি?আর এসব কি যা তা বলছিস?মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর?
.
আবির,,,মাথা আমার খারাপ হয়নি,মাথা খারাপ হয়েছে তোদের।এতোগুলি মানুষকে তোরা হুট করে চলে যেতে বলছিস?ওরা কোথায় যাবে?ওদের কাছে তো যাওয়ার কোন জায়গা নেই।আর ওদের পরিবারের লোকদের কি হবে?ওরা তো না খেতে পেয়ে মরবে!তার দায়ভার কি তোরা নিবি?তাই যে যেভাবে আছে সবকিছু ঠিক সে সেভাবেই থাকবে!
.
মাহিম,,,কিন্তু!
.
আবির,,,কোন কিন্তু নেই,আজ থেকে আমিই জোকার কিং এবং ডার্ক কুইন গ্যাং লিডার!সবাই আমার কথা মতো কাজ করবে!
.
তাফসির,,,যা ভালো বুঝিস কর,কিন্তু দেখিস কারো যেন কোন ক্ষতি না হয়।তুই তাহলে আয় আমরা বাসায় যাচ্ছি!
.
.
কথাটা বলেই তাফসির আর মাহিম সেখান থেকে চলে আসে।ওরা দুজন ফুটপাতের উপর দিয়ে আনমনে হেটে চলেছে বাসার উদ্দেশ্যে।হঠাৎ তাফসিরের মনে পড়ে গেলো রাসমিকের বলে যাওয়া ম্যাসেজের কথা,আর ও ঐখানেই দাড়িয়ে পড়লো!মাহিম খেয়াল করলো যে তাফসির না হেটে এক জায়গায় দাড়িয়ে আছে!
.
.
মাহিম,,,কিরে হঠাৎ করে দাড়িয়ে পড়লি যে?(তাফসিরকে উদ্দেশ্য করে)
.
তাফসির,,,তোর মনে আছে আমি তোকে বলেছিলাম যে ভাই একটা ম্যাসেজের কথা বলেছিলো?আর ঐ ম্যাসেজ অনুযায়ী আমাদেরকে কাজ করতে বলেছিলো?
.
মাহিম,,,হুম বলেছিলি!…ওহ শিট!আমি তো একদম ভুলে গেছি,আমার ফোনে ঠিক ১২ টায় একটা অপরিচিত নাম্বার থেকে ম্যাসেজ আসছিলো,কিন্তু আমি পড়ার আগেই সেখানে ব্লাস্ট হয়ে গেছিলো!তাই আর পড়তে পারি নাই।এখন তুই না বললে হয়তো ভুলেই যেতাম।
.
তাফসির,,,আমার ফোনেও একটা ম্যাসেজ আসছিলো কিন্তু পড়ার আগেই ব্লাস্ট হয়ে গেছিলো তাই তখন পড়তে পারি নাই,আচ্ছা এখন দেখি কি ছিলো সেই ম্যাসেজে যেটা ভাই বলে গেছিলো।(ভারি ভারি গলায়)
.
.
অতঃপর তাফসির আর মাহিম নিজের পকেট থেকে ফোন বের করে সেই ম্যাসেজটি পড়ার জন্য,এবং ম্যাসেজটি পড়ার পরেই ওরা একে অপরের দিকে একবার তাকিয়ে জোরে জোরে হাসতে শুরু করলো…!!
.
.
চলবে….!!
.
.#Gangster
.
#পর্ব_১২
.
#লেখক_Rashmik_Arifin_Asif
.
.
১১তম পর্বের পর থেকে…!!
.
.
ম্যাসেজটা পড়ার পরে মাহিম আর তাফসির একে অপরের দিকে তাকিয়ে জোরে জোরে হাসতে লাগলো…!!
.
.
মাহিম,,,তার মানে ভাই আর নওরিন?
.
তাফসির,,,হুম!(হাসতে হাসতে)
.
মাহিম,,,আচ্ছা চল আর দেরি না করে সেখানে যাওয়া যাক!
.
তাফসির,,,হুম চল!
.
.
মাহিম আর তাফসির রওনা দিলো ওদের নতুন গন্তব্যের পথে!আচ্ছা ওদের যেতে যেতে ম্যাসেজে কি লিখা ছিলো সেটা বরং আপনাদের জানিয়ে দেই।
.
.
ম্যাসেজ,,,সিলেটে আমাদের পুরাতন ঠিকানায় এসে পড়,জোকার কিং!
.
.
মাহিম আর তাফসির ওদের গন্তব্যে এসে পড়েছে!গেটের সামনে দুটো কালো পাজেরো রাখা আছে,যেটা দেখে যেন ওদের আরো বেশি আনন্দ লাগছে!ওরা ধীর পায়ে গেটের দিকে এগিয়ে গেলো,গেট খুলে ভিতরে ঢুকে দেখে চারদিকে অন্ধকার,আলোর রেশ মাত্র নেই কোন জায়গায়।
.
.
মাহিম,,,তাফসির,লাইটা জ্বালিয়ে দে!
.
তাফসির,,,আচ্ছা ঠিকাছে!
.
.
তাফসির লাইট জ্বালাতেই চারদিক আলোকিত হয়ে গেলো,মাহিম আর তাফসির সামনে তাকিয়ে দেখে যে রাসমিক দাড়িয়ে আছে!রাসমিককে দেখে যেন ওদের মুখে বিশ্বজয়ের হাসি ফুটে উঠলো!ওরা দৌড়ে গিয়ে রাসমিককে জড়িয়ে ধরলো।
.
মাহিম,,,ভাই,তুমি বেঁচে আছো?
.
রাসমিক,,,নাহ,আমি মরে ভূত হয়ে তোদের সামনে দাড়িয়ে আছি!
.
তাফসির,,,সেটা কি করে সম্ভব?ভূত বলে তো কিছু হয় না?আর ভূত হলে তো তোমাকে আমরা জড়িয়ে ধরতে পারতাম না!(মাথা চুলকাতে চুলকাতে)
.
রাসমিক,,,জানিসই যখন তাহলে জিজ্ঞাস করছিস কেন?
.
মাহিম,,,অত কিছু আমাদের জানার দরকার নেই,তুমি যে বেঁচে আছো এটাই অনেক।
.
রাসমিক,,,আচ্ছা ওই ম্যাসেজের কথা তোরা ছাড়া আর কেউ জানে নাতো?
.
তাফসির,,,না ভাই শুধু আমরা দুইজনই জানি!কিন্তু ওই ম্যাসেজটা আমাদের পাঠালো কে?আর তুমি একা কেন?নওরিন কই?তোমরা বেঁচেই বা গেলে কি করে,যেভাবে ব্লাস্ট হয়েছে তাতে তো তোমাদের বাঁচার কথা না।আর ওই লাশ দুটোই বা কাদের ছিলো?
.
রাসমিক,,,আরে ভাই একটু দম নে,এতো গুলো প্রশ্নের জবাব একসাথে কিভাবে দিবো?
.
মাহিম,,,আচ্ছা একটা একটা করে উত্তর দাও!
.
রাসমিক,,,আচ্ছা তোদের সব প্রশ্নের উত্তর দিচ্ছি,আগে চল বসে নেই!
.
.
অতঃপর রাসমিক,তাফসির আর মাহিম তিনজনে তিনটি চেয়ার টেনে বসলো!
.
.
মাহিম,,,এবার বলো!
.
রাসমিক,,,তোদের ওই ম্যাসেজটা পাঠিয়েছিলো শ্রাবন(কোবরা কিং গ্যাং লিডার),নওরিন ভিতরে আছে রেস্ট নিচ্ছে,আর আমরা বেঁচে আছি কারন ব্লাস্ট হবার আগেই আমরা সেখান থেকে বেড়িয়ে এসেছিলাম।আর ওই লাশ দুটো মাফিয়া কিং গ্যাং এর দুইজনের।
.
মাহিম,,,ব্লাস্ট হবার আগে তোমরা বেরিয়ে গিয়েছিলে মানে?
.
রাসমিক,,,মানে ওখানে যে ব্লাস্ট হবে সেটা আমি জানতাম আর ওটা আমারই প্লান ছিলো।
.
তাফসির,,,প্লান মানে?
.
রাসমিক,,,মানে নওরিনের বাসায় ব্লাস্ট হওয়া,আমাদের ওখান থেকে বেড়িয়ে আসা,সবার কাছে নিজেদের মৃত প্রমান করা সবগুলোই আমার প্লান!
.
মাহিম,,,কিন্তু কেন?
.
রাসমিক,,,আমরা যে নিহানকে খুজতেছি সে কে জানিস?
.
মাহিম,,,কে ভাই?
.
রাসমিক,,,আবির!
.
মাহিম,,,এসব কি বলছো ভাই?আবির কিভাবে নিহান হতে পারে?আর ও তো আম্মুকে খুব ভালোবাসতো,ও কখনো এতো নিকৃষ্ট কাজ করতে পারে না!
.
রাসমিক,,,আমিও হয়তো সেটাই বিশ্বাস করতাম যদি নিজের চোখে না দেখতাম,নিজের কানে না শুনতাম!
.
মাহিম,,,মানে?
.
রাসমিক,,,নিহান আমাকে গতকাল সন্ধার দিকে ফোন দিয়েছিলো!আর ও আমাকে থ্রেট দিছিলো যে রাত বারোটায় নওরিনকে কিডন্যাপ করবে!আর সেই ফোনটা আমাকে কোথা থেকে করা হয়েছিলো জানিস?
.
মাহিম,,,কোথা থেকে?
.
রাসমিক,,,আমার নিজের বাসা থেকে!
.
মাহিম+তাফসির,,,মানে?(অবাক হয়ে)
.
রাসমিক,,,মানে সেই কলটা আমাকে আবির করেছিলো!
.
মাহিম,,,তুমি কি করে জানলে?
.
রাসমিক,,,নিহান আমাকে কল দিবার পরে আমি কথা বলার জন্য বারান্দায় যাই,আর তখন তোদের রুমের বারান্দায় দাড়িয়ে আবির কথা বলতেছিলো।আবিরকে দেখে আমি আবার যখন রুমে চলে আসবো ঠিক তখনই আমার পা থমকে গেলো আবিরের কথা শুনে কারন নিহান আমাকে ফোনে যা যা বলছিলো আবিরও ঠিক তাই তাই ই বলছিলো!এরপর আমি নওরিনকে ফোন দিয়ে সব কথা বললাম আর ওর সাথে একটা প্লান বানালাম,ওকে বললাম যাতে ও আবির কে ফোন দিয়ে ওর বাসায় নিয়ে যায়,আর ওর সাথে হাত মিলিয়ে আমাকে নিহানের সব খবরা খবর এনে দেয়,যাতে আমি ওকে খুব সহজেই পরপারে পাঠাতে পারি।আর নওরিন ও ঠিক তাই ই করেছিলো যেমনটা আমি ওকে বলছিলাম কিন্তু পরে আবার ভাবলাম আবিরের মতো একটা বেঈমানকে এতো সহজে মেরে ফেলাটা ঠিক হবে না তাই প্লানে একটু পরিবর্তন আনলাম।যাতে আবির ভাবে আমি মরে গেছি,এখন থেকে আবির সেভাবেই চলবে যেভাবে আমি ওকে চালাবো।আর আমাকে সাহায্য করবি তোরা।নাকি তোরাও আবিরের মতো বেঈমানী করবি?
.
মাহিম,,,ভাই সেই ছোটবেলায় আম্মু রাস্তা থেকে তুলে এনে খাবার তুলে দিয়েছিলো আমাদের মুখে আর সেই মায়ের হত্যাকারীকে কিভাবে ছেড়ে দিবো বলো?যে কখনো রাস্তার ছেলে বলে আমাদের আবজ্ঞা করে নাই সবসময় নিজের বড় ভাইয়ের মতো আমাদের সামনে ঢাল হয়ে থেকেছে,সেই ভাইয়ের সাথে কিভাবে বেঈমানি করবো বলো?তোমার জন্য নিজের জীবন দিতেও একবার ভাববো না,বলো ভাই আমাদেরকে কি করতে হবে?
.
রাসমিক,,,আচ্ছা শোন,……………………………বুঝলি?
.
মাহিম+তাফসির,,,আচ্ছা ভাই ঠিকাছে!
.
রাসমিক,,,এখন তোরা বাসায় যা,নাহলে আবির আবার তোদের সন্দেহ করবে!
.
তাফসির,,,আচ্ছা ভাই ঠিকাছে,তুমি সাবধানে থেকো।
.
রাসমিক,,,হুম!
.
.
অতঃপর মাহিম আর তাফসির সেখান থেকে চলে গেলো!আর রাসমিক চলে যায় অন্য রুমে যেখানে চেয়ারের সাথে রকাক্ত অবস্থায় বাধা আছে দুটি মানুষ…!!
.
.

.
.
চলবে…!!
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here