#Gangster
.
#পর্ব_৭+৮
.
#লেখক_Rashmik_Arifin_Asif
.
.
৬ষ্ঠ পর্বের পর থেকে…!!
.
.
ঘড়ির কাটা তখন ২টা ছুই ছুই,হঠাৎই একটা বিকট শব্দ শুনে সবাই গাড়ি থামিয়ে ফেলে এবং পিছনে তাকিয়ে দেখে পুলিশের সর্বশেষ অর্থাৎ ১৭ নাম্বার কাভার ভ্যানটি আকাশে উড়ছে আর সেটাতে দাউ দাউ করে আগুন জ্বলছে!কিছুক্ষন পর জলন্ত গাড়িটি রাস্তার একপাশে গিয়ে পড়ে।ধীরে ধীরে ওদের একটার পর একটা কাভার ভ্যান ব্লাস্ট হয়ে যাচ্ছে।নিতু বিষয়টি বুঝতে পেরে গাড়ি না থামিয়ে সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে বলে!ওদের গাড়ি আবার চলতে শুরু করলো,কিছুক্ষন পর আর সেই বিকট শব্দটা শোনা যাচ্ছে না!এবার নিতু যেন একটা শস্তির নিশ্বাস ছাড়লো!তবে পিছনে তাকিয়ে সে অবাক কারন ওদের সেই ৩টা মাইক্রো ছাড়া আর একটা গাড়িও অবশিষ্ট নেই!নিতু একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাসমিকের দিকে তাকিয়ে দেখে রাসমিক হাসছে তবে এবার সে মুচকি হাসছে না,বেশ জোড়েই হাসছে।আর এই হাসির মানেটা নিতুর বুঝতে কোন অশুবিধা হলো না!
.
.
রাসমিক,,,রিমঝিম বৃষ্টি আর তার মাঝে যদি টুক টাক ব্লাস্টের আওয়াজ পাওয়া যায় তাহলে কিন্তু খুব একটা খারাপ হয়না তাইনা?অবাক হচ্ছেন ম্যাডাম?আরে এখনো তো কিছুই হলো না,একটু আশে পাশে তাকিয়ে দেখুন।হা হা হা হা…..
.
.
রাসমিকের দিকে নিতু অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে,এর আগে কখনো রাসমিককে এভাবে হাসতে দেখেনি ও।রাসমিকের দিক থেকে নজর ফিরিয়ে নিতু বাহিরে তাকিয়ে দেখে ওদের গাড়ির দুই পাশ দিয়ে অনেক গুলো কালো মাইক্রো একসাথে এগিয়ে চলছে!
.
হঠাৎ করে দুইটা মাইক্রো ওদের থেকে কিছুটা এগিয়ে গিয়ে রাস্তার মাঝখানে থেমে গেলো।সেটা দেখে নিতুদের গাড়ি গুলোও থেমে গেলো,নিতু আশেপাশে তাকিয়ে দেখে সামনে পিছনে ডানে বামে সবদিকেই কালো মাইক্রো দাড়িয়ে আছে।গাড়ি গুলো থেকে ধীরে ধীরে অনেক গুলো লোক নেমে আসছে,সবার পড়নেই কালো স্যুট,মুখে জোকারের মাস্ক,আর হাতে গান।কিছুক্ষন পর নিতুদের সামনে যে গাড়ি দুটো থেমেছিলো সেখান থেকে একটা মেয়ে নেমে আসে,হ্যা মেয়েটি নওরিন।নওরিনকে দেখে নিতু অনেকটা অবাক ও হলো বটে।নিতু রাসমিকের দিকে তাকিয়ে দেখে ও এখনো হেসেই চলেছে।তখন নওরিন এসে গাড়ির দরজা খুলে দেয় আর রাসমিক বেরিয়ে যায়।রাসমিক বেরিয়ে এসে ওর লোকদের দুই নাম্বার মাইক্রোর দিকে ইশারা দিয়ে আবির,মাহিম আর তাফসিরকে বের করার জন্য বলে।রাসমিকের লোকেরা গিয়ে দুই নাম্বার মাইক্রোর দরজা খুলে দিলে ওরা তিনজন বেরিয়ে এলো,গাড়ি থেকে নেমে ওরা রাসমিকের পিছনে গিয়ে দাড়ালো।ঘটনার আকস্মিকতায় নিতু যেন বাকরুদ্ধ হয়ে গেছে।রাসমিক হাতের ইশারায় ২য় ও ৩য় মাইক্রোর সবাইকে মেরে ফেলতে বলে আর ওর লোকেরা গিয়ে সব পুলিশ অফিসারদের মেরে ফেলে।রাসমিক গিয়ে গাড়ির দরজা খুলে নিতুকে গাড়ি থেকে নামালো।
.
.
নিতু,,,এতো গুলো মানুষকে কি না মারলে হতো না?ওদের তো কোন দোষ ছিলো নাহ!
.
রাসমিক,,,ওদের মৃত্যুর জন্য কে দায়ী?আপনি মিস.নিতু!আপনি যদি সরাসরি আমাকে ধরার জন্য আসতেন তাহলে এত কিছু হতো না।কিন্তু আপনি তা করেন নি!আপনি ছলনার আশ্রয় নিয়েছেন,বেঈমানি করেছেন আমার সাথে।আর আমি কখনো বেঈমানদের বাচিয়ে রাখি না!সো মিস.নিতু পরপারে ভালো থাকবেন,গুড বাই।
.
.
কথাটা শেষ করে নওরিনের কাছ থেকে একটা গান নিয়ে নিতুর মাথায় একটা গুলি করে রাসমিক আর সাথে সাথে নিতুর নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে।
.
.
রাসমিক,,,নওরিন!
.
নওরিন,,,হুম বলো!
.
রাসমিক,,,এস.আই রাফিদ কোথায় থাকে খোজ নাও।
.
নওরিন,,,আচ্ছা ঠিকাছে!গাড়িতে উঠো ফিরে যাওয়া যাক।
.
রাসমিক,,,হুম।
.
.
অতঃপর নওরিন,রাসমিক,আবির,মাহিম এবং তাফসির একটা গাড়িতে উঠলো আর বাকিরা উঠলো অন্য গাড়িতে।গাড়ি আবার চলতে শুরু করলো সিলেটের উদ্দেশ্যে।কিছুদূর যেতেই নওরিন বললো…
.
.
নওরিন,,,এস.আই রাফিদ এর খোজ পেয়ে গেছি!
.
রাসমিক,,,গুড,কোথায় থাকে?
.
নওরিন,,,মৌলভিবাজার।
.
রাসমিক,,,ওকে গাড়ি ওর বাড়ির দিকে নাও।
.
নওরিন,,,আচ্ছা ঠিকাছে।আর একটা কথা ছিলো!
.
রাসমিক,,,কি কথা বলো।
.
নওরিন,,,তোমাকে না আমি কোথায় যেন দেখেছি!খুব চেনা চেনা লাগছে।কোথায় দেখেছি বলতো?
.
রাসমিক,,,আরে ধুর কি যে বলোনা!আমাকে আবার কোথায় দেখবে তুমি?
.
নওরিন,,,আচ্ছা তুমি কখনো সিলেট ভার্সিটিতে গেছিলে?
.
রাসমিক,,,ক ক কই না তো!(ইশ ধরা পড়ে যাবো মনে হয়)
.
নওরিন,,,আমার মনে হয় আমি তোমাকে ভার্সিটিতে কোথাও দেখেছি।
.
রাসমিক,,,আরে নাহ,আমার মতো হয়তো অন্য কাউকে দেখেছো।
.
নওরিন,,,হবে হয়তো,যাই হোক তুমি কিন্তু অনেক কিউট।আমার সোনা বাবুতা,উম্মাহ।
.
.
আবির,মাহিম আর তাফসির অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে নওরিনের দিকে।ওদের দেখে নওরিন বললো…
.
.
নওরিন,,,ওই র্নিলজ্জ বেহায়া পোলাপাইন কি দেখছিস ওমন করে হ্যা?ভাবি ভাইকে আদর করছে আর তোরা তাকিয়ে তাকিয়ে দেখছিস?একদম চোখ তুলে ফেলবো,অন্যদিকে তাকা!
.
.
নওরিনের কথা শুনে ওরা অন্যদিকে মুখ ফিরিয়ে নিলো আর নওরিন রাসমিকের মাথায় হাত দিয়ে ওকে নিজের দিকে টেনে আনে এবং মিলিয়ে দেয় ওদের চার ঠোঁট।রাসমিক বড়বড় চোখ করে তাকিয়ে আছে নওরিনের দিকে কিন্তু নওরিন চোখ বন্ধ করে ওর কাজে ব্যাস্ত।কিছুক্ষন পর নওরিন রাসমিককে ছেড়ে দিয়ে মাথা নিচু করে ফেলে।রাসমিক অবাক চোখে তাকিয়ে আছে নওরিনের দিকে।
.
.
নওরিন,,কি হয়েছে?ওভাবে তাকিয়ে থাকার কি আছে?আরেকটা দিবো নাকি?(মুচকি হাসি দিয়ে)
.
রাসমিক,,,না থাক দরকার নাই,বলার জন্য ধন্যবাদ।
.
নওরিন,,,কিন্তু আমি তো দিবোই।
.
রাসমিক,,,বললাম না দরকার…
.
.
রাসমিককে কথা শেষ করতে না দিয়েই ওর ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয় নওরিন।বেশ কিছুক্ষন ধরে চলতে থাকে ওদের ঠোঁটের ধাওয়া পাল্টাধাওয়া।তবে রাসমিককে হারিয়ে দিয়ে দুই এক গোলে জিতে গেলো নওরিন(হা হা হা)।
.
.
গাড়ি এসে থামলো মৌলভিবাজার এস.আই রাফিদের বাড়ির সামনে।সূর্যটা তখনো সম্পূর্ন ভাবে দেখা দেয় নি পূবাকাশে।রাসমিক গাড়ি থেকে নেমে রাফিদের বাড়ির গেটের সামনে গিয়ে কলিং বেল প্রেস করে।কিছুক্ষন পর একটা মেয়ে এসে দরজা খুলে দেয়।মেয়েটা ছিলো সম্ভবত একজন কল গার্ল।তার পড়নে ছিলো এলোমেলো শাড়ি আর চুলগুলো ছিলো অগোছালো!রাসমিক হাতের ইশারায় নওরিনকে মেয়েটির সাথে কথা বলতে বলে একটু সাইডে সরে আসে।
.
.
মেয়েটি,,,কে আপনারা আর কাকে চাই?সকাল সকাল এসে ডিস্টার্ব করছেন,একেতো ওই হারামি পুলিশটা সারারাত ঘুমাতে দেয়নি!আর এখন আপনারা আসছেন?কি চাই?
.
নওরিন,,,এস.আই রাফিদের রুম কোনটা?
.
মেয়েটি,,,আপনাদের বলবো কেন?কে আপনারা?
.
.
নওরিন তখন ওর কোমর থেকে গানটা বের করে হাতের মাঝে নিয়ে নাড়াচাড়া করতে থাকে।
.
.
মেয়েটি,,,উপরে গিয়ে তিন নাম্বার রুমটা।প্লিজ আমাকে মারবেন না।
.
.
মেয়েটির কথা শুনে রাসমিক ভিতরে চলে গেলো!ওর পিছু পিছু নওরিন,আবির,মাহিম আর তাফসিরও ঢুকলো!ওরা ভিতরে গিয়ে সোজা রাফিদের রুমে চলে এলো।রাফিদের রুমে গিয়ে দেখে রাফিদ ঘুমাচ্ছে।রাসমিক আর নওরিন গিয়ে সোফায় বসলো,আর রাফিদের শেষ ঘুম ভাঙার অপেক্ষা করতে লাগলো…
.
.
সকাল ১০টা,রাফিদের ঘুম ভাঙতেই দেখে রাসমিক আর বাকিরা ওর দিকে তাকিয়ে হাসছে!ওদের দেখে রাফিদ তড়িঘড়ি করে খাটের পাশে রাখা টেবিলের ড্রয়ার খুলে নিজের গান বের করতে গিয়ে দেখে সেখানে গান নাই।রাফিদ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে ওদের দিকে!রাসমিক বসা থেকে দাড়িয়ে আবির,মাহিম আর তাফসিরের দিকে তাকায়!
.
.
রাসমিক,,,শুভ কাজটা শেষ করে তাড়াতাড়ি বাইরে আয়।
.
.
কথাটা বলে রাসমিক বেরিয়ে গেলো রুম থেকে,রাসমিক বেরনোর সাথে সাথে তিনটা গুলির আওয়াজ শুনতে পেলো।আর তখনই রাসমিকের ফোনে একটা ম্যাসেজ আসলো….!!
.#Gangster
.
#পর্ব_৮
.
#লেখক_Rashmik_Arifin_Asif
.
.
৭ম পর্বের পর থেকে….!!
.
.
কথাটি বলে রাসমিক রুমের বাইরে চলে এলো,বাহিরে আসার সাথে সাথে তিনটা গুলির আওয়াজ শুনতে পেলো সে।আর তার মুখের কোনে একটা মুচকি হাসির রেখা ফুটে উঠলো।হঠাৎ তার ফোনটা একটু কেপে উঠলো,পকেট থেকে ফোন বের করে দেখে যে একটা ম্যাসেজ এসেছে…!!
.
.
ম্যাসেজ,,,নিতুকে মারার কি খুব দরকার ছিলো মি.রাসমিক?তবে মেরে যখন ফেলেছেনই তখন প্রস্তুত থাকুন নিজের খারাপ সময়ের জন্য।
.
.
ম্যাসেজটি পড়ে রাসমিক পা বাড়ালো ভাবনার জগতে,কে পাঠাতে পারে তাকে এই ম্যাসেজ?কার এমন সাহস হবে?তবে যে ই পাঠাক সে রাসমিকের সম্মন্ধে অনেক কিছু জানে।আর এই সব লোক অনেক ক্ষতিকর হয় জীবনের জন্য কারন এরা মিশে থাকে ভিড়ের মাঝে,হয়তো তারা চোখের সামনে ই ঘোরাঘুরি করবে কিন্তু তাদের চিনতে পারা কিছুটা দূসাধ্য বিষয়।রাসমিকের ধ্যান ভাঙলো নওরিনের ডাকে…
.
.
নওরিন,,,এই জোকার ফোনের দিকে তাকিয়ে এতো কি ভাবছো?
.
রাসমিক,,,নাহ তেমন কিছু না,চলো যাওয়া যাক!
.
নওরিন,,,হুম আমার বাসায় চলো?আমার বাসা থাকতে তোমরা বাহিরে কেন থাকবে?
.
রাসমিক,,,আরে সমস্যা নেই আমার ফ্লাট আছে এখানে!
.
নওরিন,,,তাও চলোনা আমার বাসায় থাকবে!আর আমার বাসা তো তোমার ও বাসা তাইনা?
.
রাসমিক,,,হুম জানি,তাও তুমি তো জানো আমার একটা উদ্দেশ্য আছে আর সেটা পূরন করতে হলে আমি তোমার সাথে থাকতে পারবো না।আমার কাজটা শেষ হোক তারপর সব হবে বুঝলা!
.
নওরিন,,,আচ্ছা ঠিক আছে!(একটু মন খারাপ করে)
.
রাসমিক,,,আচ্ছা আর মন খারাপ করতে হবে না,চলো যাওয়া যাক!
.
নওরিন,,,হুম চলো!
.
.
অতঃপর রাসমিক,আবির,মাহিম আর তাফসির চলে এলো ওদের বাসায় আর নওরিন চলে গেলো ওর বাসায়।
.
.
মাহিম,,,ভাই তুমি বিশ্রাম নাও আমরা পাশের রুমে আছি কোন দরকার হলে ডাক দিও!
.
রাসমিক,,,আচ্ছা শোন তোদের জন্য একটা কাজ আছে!
.
মাহিম,,,হ্যা ভাই বলো!
.
রাসমিক,,,এই নাম্বারটা নে,আর এই নাম্বারটা সম্মন্ধে সব ইনফরমেশন আমার চাই,বুঝলি?
.
মাহিম,,,আচ্ছা ভাই,বিকালের মধ্যে পেয়ে যাবা।
.
রাসমিক,,,আচ্ছা তোরা এখন যা আর একটু বিশ্রাম নিয়ে নে তোদের উপর দিয়েও অনেক ধকল গেছে।
.
মাহিম,,,হুম ভাই তুমিও একটু ঘুমিয়ে নাও দেখবে শরীরটা ভালো লাগবে!
.
.
কথাটি বলে আবির,মাহিম আর তাফসির বেরিয়ে গেলো রাসমিকের রুম থেকে!রাসমিকেরও অনেক অসহ্য লাগছিলো তাই সেও শাওয়ার নেওয়ার জন্য চলে গেলো ওয়াশরুমে।
.
ওয়াশরুম থেকে বেড়িয়ে বিছানায় গা এলিয়ে দিলো রাসমিক।এখন কিছুটা ভালো লাগছে তার!রাজ্যের সকল ঘুম যেন এসে জমা হয়েছে তার চোখে।বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমের দেশে পা বাড়ালো সে!
.
বিকালে কারো ডাকে ঘুম ভাঙলো রাসমিকের,সে ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে মাহিম তাকে ডাকছে।
.
.
মাহিম,,,ভাই তুমি যে নাম্বার টা দিয়েছিলা সে নাম্বারের কোন ভিত্তি নাই।
.
.
মাহিমের কথা শুনে যেন রাসমিকের ঘুম পুরোপুরি কেটে গেলো।ধরফরিয়ে উঠে গেলো সে বিছানা থেকে।যে নাম্বার থেকে তার ফোনে ম্যাসেজ এলো,সে নাম্বারের কোন ভিত্তি নাই এটা কিভাবে হতে পারে?
.
.
রাসমিক,,,কি সব যা তা বলছিস তুই?
.
মাহিম,,,হ্যা ভাই আমি সত্যি বলছি,তুমি যে নাম্বার টা দিছো ওই রকম কোন নাম্বার ই নাকি ঐ সিম কম্পানি তৈরি করে নি!
.
রাসমিক,,,তুই সিওর?
.
মাহিম,,,হুম ভাই আমি ১০০% সিওর!
.
রাসমিক,,,আচ্ছা ঠিকাছে তুই এখন যা,পরে কথা বলছি তোর সাথে!
.
মাহিম,,,আচ্ছা!
.
.
মাহিম বেরিয়ে গেলো রুম থেকে,রাসমিক আবারও পা বাড়ালো ভাবনার জগতে!হঠাৎ ওর ফোনটা বেজে উঠলো আর ও নাম্বার টা না দেখেই কলটা রিসিভ করলো!
.
.
রাসমিক,,,হ্যালো কে?
.
অচেনা,,,আমি নিহান!
.
রাসমিক,,,হঠাৎ কি মনে করে?
.
নিহান,,,শুনলাম তুই নাকি আমাকে মারতে চাচ্ছিস?
.
রাসমিক,,,হ্যা ঠিকই শুনেছিস,তবে তোর শোনার ক্ষেত্রে একটু ভুল আছে।আমি তোকে মারতে চাচ্ছি না,আমি তোকে মেরে ফেলবো!আর তুইতো জানিস যে বন্ধুকের গুলি আর জোকার কিং এর টার্গেট কখনো মিস হয় না!
.
নিহান,,,হা হা হা…!!হাসালি রে।আজকে মনে হচ্ছে যে তোর জোকার নামটা সার্থক তুই মানুষকে অনেক হাসাতে পারিস হা হা হা…,অনেক দিন পর এভাবে হাসলাম,সেই লাস্ট হেসেছিলিম যেদিন তোর মাকে খুন করেছিলাম তারপর আর হাসার সুযোগ টাই পাই নি।তুইতো জানিস ই না যে আমি কোথায় আছি আর আমাকে মারতে চাচ্ছিস?!তবে তোর জন্য একটা ক্লু আছে আমার কাছে চাইলে নিতে পারিস!
.
রাসমিক,,,তোকে খুজে বের করতে আমার কোন ক্লুর প্রোয়োজন নেই।
.
নিহান,,,আমি যদি না চাই তাহলে তুই জীবনেও আমাকে খুজে পাবি না বুঝলি।আর এতোদিন তোকে ভাই ডেকে এসেছি তো,তাই তোর কষ্ট আমার সহ্য হবে না।
.
রাসমিক,,,ভাই বলে ডেকে এসেছিস মানে?
.
নিহান,,,হা হা হা…আমি হলাম মরিচীকা হারিয়ে যাবো অতলে,কোথায় আমায় খুজবি তুই আকাশে না পাতালে?ভালো থাকিস জোকার,হা হা হা হা….!!
.
.
নিহান কলটা কেটে দিলো,আর রাসমিকের চেহারায় ফুটে উঠলো একটা বিষন্নতার ভাব!
.
.
রাসমিক,,,কি হচ্ছে এসব আমার সাথে,একটার পর একটা রহস্য শুধু ধোয়ার মতো সামনে আসছে,যখন ই একটার সমাধান করতে যাই আরেকটা রহস্য এসে হাজির হয় চোখের সামনে।এসব কথা ভাবতে ভাবতেই রাসমিকের ফোনটা আবারও বেজে উঠলো,ফোনের দিকে তাকিয়ে দেখে ঐ একই নাম্বার দিয়ে কল এসেছে মানে নিহান আবার কল করেছে।রাসমিক কাপা কাপা হাতে কলটা রিসিভ করলো…
.
.
নিহান,,,আরে একটা কথা বলতে ভুলে গেছি!শুনেছি তুই নাকি সিলেটের ডার্ক কুইন গ্যাং লিডার নওরিনের সাথে প্রেম করছিস?ঘটনাটা কি সত্যি নাকি?
.
রাসমিক,,,তোকে কে বললো?(বারান্দার দিকে এগোতে এগোতে)
.
নিহান,,,আরে আমি তো তোর আশে পাশেই আছি,আমার জানাটা কি স্বাভাবিক নয়?
.
রাসমিক,,,কি জন্য কল দিছিস সেটা বল?
.
নিহান,,,মনে কর নওরিন যদি কিডন্যাপ হয়ে যায়?তাহলে কেমন হবে?
.
রাসমিক,,,কেমন আর হবে তোর জন্য খারাপ হবে,আমার জন্য ভালো হবে!
.
নিহান,,,হা হা হা হা…এতো মজার মজার জোকস তুই কোথায় পাশ রে?আগে আমাকে খুজে তো বের কর তারপর নাহয় আমার খারাপ করিস!
.
রাসমিক,,,যে চোখের সামনে থাকে তাকে খুজার দরকার হয় না।সময়ই তাকে সামনে নিয়ে আসে।
.
নিহান,,,বাহ তুই ও তো বেশ রহস্য জনক কথা বলতে পারিস তা কার কাছ থেকে শিখলি রে!
.
রাসমিক,,,ফাও প্যাচাল বাদ দিয়া কাজের কথা বল!
.
নিহান,,,আজ রাত ঠিক ১২ টায় তোর প্রেমিকাকে কিডন্যাপ করা হবে পারলে আটকে দেখা!
.
রাসমিক,,,আমি তোকে আটকাবো না তুই নিজেই আমাকে তোর কাছে নিয়ে যাবি!
.
নিহান,,,আচ্ছা দেখা যাক!অল দা বেস্ট জোকার!
.
রাসমিক,,,সেটা আমার না তোর দরকার,নিজের মৃত্যুর দিন গুনতে শুরু কর!তুই তো জানিসই যে আমি বেঈমানদের কখনো বাচিয়ে রাখি না,এমনকি সে যদি আমার নিজের ভাইও হয় তাও না।নিজের যত্ন নিস,আমার মারার আগেই যেন আবার মরে যাস না!
.
.
রাসমিক কলটা কেটে দিয়ে বারান্দা থেকে রুমে চলে আসলো,রাসমিকের মুখে লেগে আছে সেই চির চেনা হাসি।
.
.
রাসমিক,,,নিহান,আমি ভাবছিলাম তুই একটু চালাক হবি কিন্তু তুই যে এতো বোকা তা আগে কখনো ভাবি নি!নিজেই এসে আমার কাছে ধরা দিলি?তবে আমার সাথে বেঈমানিটা না করলেও পারতি।তোর কাছে এমনটা আমি কখনো আশা করিনি!তোকে নিজের ভাই ভাবছিলাম,তবে গেম যখন খেলেছিস আমার সাথে তাহলে এবার নাহয় আমিও একটু খেলি!শুরুটা তুই করেছিলি কিন্তু শেষটা আমি করবো!
.
.
রাসমিক নিজের ফোন বের করে কল করলো নওরিনকে…
.
.
নওরিন,,,সূর্য আজ কোন দিক দিয়ে উঠলো?আমি তো ভাবতেই পারতেছি না যে জোকার কিং আমাকে ফোন দিলো!তা জনাব হঠাৎ কি মনে করে?
.
রাসমিক,,,হইছে হইছে এবার একটু দম নেন ম্যাডাম!একটা জরুরি কাজের জন্য আপনাকে ফোন দিলাম!
.
নওরিন,,,হুম বলো,কি জরুরি কাজ?
.
রাসমিক,,,আচ্ছা শোন…………………………………………………………বুঝলে?
.
নওরিন,,,সবই তো বুঝলাম কিন্তু ও যে এমন কাজ করবে তা আমি কখনো ভাবি নি!
.
রাসমিক,,,সেটা আমিও কখনো ভাবি নি তবে যা দেখেছি সেটাতো আর অবিশ্বাস করতে পারি না তাই না?আচ্ছা এখন রাখি আর তোমাকে যেভাবে যেভাবে বললাম তুমি ঠিক সেই ভাবেই সবকিছু করবে!
.
নওরিন,,,আচ্ছা ঠিকাছে।
.
.
রাসমিক কলটা কেটে দিয়ে বিছানা থেকে উঠে আবার বারান্দার দিকে পা বাড়ালো…
.
.
রাসমিক,,,নিহান,এতদিন গেমটাকে কনট্রোল করেছিস তুই!কিন্তু এবার সেটাই হবে যেটা আমি চাইবো।তুই ঠিক সেই ভাবেই চলবি যেভাবে আমি তোকে চালাবো,হা হা হা হা…!!
.
.
চলবে…!!