#Gangster
.
#পর্ব_৫+৬
.
#লেখক_Rashmik_Arifin_Asif
.
.
৪র্থ পর্বের পর থেকে…!!
.
.
অতঃপর রাসমিক আর নিতু শহীদ মিনার থেকে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ভার্সিটির গেটের দিকে,কিছুদূর যেতই একটা মেয়েলি কন্ঠের ডাকে তারা থমকে দাড়ালো।তবে কন্ঠশ্বরটি রাসমিকের কাছে পরিচিত!সে জানে যে নওরিনই তাকে ডাক দিয়েছে।রাসমিক পিছনে তাকিয়ে দেখে যে নওরিন তাকে হাতের ইশারায় ডাকছে আর তার সাথে আবির,মাহিম আর তাফসিরও দাড়িয়ে আছে।রাসমিক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নওরিনের দিকে তবে এবার সে একা নয় তার পিছু পিছু নিতুও যাচ্ছে তার সাথে!
.
.
নওরিন,,,কিরে তখন তো খুব বললি যে তোর ক্লাসের নাকি দেরি হয়ে যাচ্ছে!তো এখন ক্লাস না করে প্রেম করে বেড়াচ্ছিস কেন?
.
রাসমিক,,,দেখুন আমরা প্রেম করছিনা!আমরা শুধু বন্ধু!
.
নওরিন,,,আবার আমার মুখে মুখে কথা বলছ তোর এতো সাহস আসে কোথা থেকে হ্যা?তোকে তো আমি..
.
.
কথাটি বলেই নওরিন তার হাত উঠায় রাসমিককে চড় মারার জন্যে।নওরিন যখনই রাসমিককে চড় মারতে যাবে ঠিক তখনই নিতু তার হাতটি ধরে ফেলে।নওরিন অবাক হয়ে তাকিয়ে আছে নিতুর দিকে!কারন এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি তার সাথে।নিতু হঠাৎ নওরিনের হাত টাকে এক ঝটকায় নিচে নামিয়ে ফেলে!
.
.
নিতু,,,আমরা প্রেম করলে আপনার সমস্যা কি হ্যা?ভার্সিটিটা কি আপনার নাকি যে সবাই আপনার মর্জি মতো চলবে?
.
.
নওরিনকে আর কোন কথা বলার সুযোগ না দিয়ে নিতু রাসমিকের হাত ধরে ভার্সিটির বাইরে চলে আসে।ভার্সিটির সবাই অবাক চোখে তাকিয়ে আছে নওরিনের দিকে!কারন এই প্রথম কেউ নওরিনের সাথে এভাবে কথা বললো।নওরিনও যেন রাগে ফুসে উঠছে।আবির,মাহিম আর তাফসির তাকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু কোন ভাবেই কিছু হচ্ছে না।ওদের কথা শুনে যেন নওরিনের রাগ আরো বেড়ে যাচ্ছে!
.
.
নওরিন,,,রাকিব,ওই দুই কুত্তার বাচ্চার লাশ ১ ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই!
.
রাকিব,,,আচ্ছা আপু আমি এক্ষুনি যাচ্ছি!
.
আবির,,,রাকিব দাড়া।
.
নওরিন,,,কেন দাড়াবে কেন হ্যা দাড়াবে কেন?ওদেরকে তো আমি শেষ করে ফেলবো।ওর সাহস কত বড় আমার হাত ধরে!
.
আবির,,,আরে আগে আমার কথাটা তো শোন!
.
নওরিন,,,কি কথা বল!
.
আবির,,,যতদিন না ভাইয়ের কাজ শেষ হচ্ছে ভাই তোদেরকে কোন ঝামেলায় জড়াতে বারন করছে!তাই এখন কিছু করার দরকার নাই,যা করার পরে করিস।
.
নওরিন,,,কিন্তু ওই কুত্তার বাচ্চা দুটোকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না!
.
আবির,,,রাগটাকে একটু কনট্রোল কর,ভাইয়ের কাজটা আগে শেষ হোক তারপর তোর যা খুশি করিস!এখন চল একটু ঘুরে আসি,দেখবি মনটা ভালো হয়ে যাবে!
.
নওরিন,,,আচ্ছা চল!কোথায় যাবি?
.
আবির,,,তুই এই শহরের কুইন,তুই তো আমাদের থেকে ভালো জানবি তাই না?
.
নওরিন,,,উমমমম পাইছি চল,অনেক ভালো একটা জায়গা!
.
আবির,,,আচ্ছা চল!
.
নওরিন,,,রাকিব,তোরা যাবি?
.
রাকিব,,,না আপু তোমরা গিয়ে ঘুরে আসো আমরা এখানে আছি!
.
নওরিন,,,আচ্ছা ঠিকাছে।
.
.
নওরিন,আবির,মাহিম আর তাফসির ভার্সিটি থেকে বেড়িয়ে নওরিনের গাড়িতে উঠে পড়লো।নওরিন গাড়ি চালাচ্ছে,ওর পাশে আবির আর মাহিম,তাফসির পিছনে বসে আছে।
.
.
অন্যদিকে রিকসা এসে থামলো নদীর পাড়ে,রিকসা থেকে নেমে রাসমিক ভাড়া দিতে গেলে নিতু তাকে থামিয়ে নিজেই ভাড়া দিয়ে দেয়।
.
.
রাসমিক,,,আরে তুমি দিতে গেলে কেন?আমি দিতাম!
.
নিতু,,,সমস্যা নাই,তুমি পরেরবার দিও।এখন চলো ঐ দিকটায় গিয়ে বসি!(রাসমিকের হাত ধরে)
.
রাসমিক,,,আচ্ছা চলো কিন্তু আমার হাতটা তো ছাড়ো!
.
নিতু,,,এমন করছো কেন?একটু ধরি না প্লিজ?(অসহায় দৃষ্টিতে তাকিয়ে)
.
রাসমিক,,,আচ্ছা চলো।
.
.
অতঃপর রাসমিক আর নিতু গিয়ে নদীর তীড়ে বসে পড়লো।
.
রাসমিক,,,একটু ওই দিকে চেপে বসো না!
.
নিতু,,,কেন?
.
রাসমিক,,,নাহ এমনি,এতো ক্লোজ হয়ে বসছো!লোকে খারাপ মনে করবে!
.
নিতু,,,করলে করবে তাতে আমার কিছু যায় আসে না!আচ্ছা তোমার কাধে একটু মাথা রাখি? প্লিজ না কোরো না!(আদুরে গলায়)
.
রাসমিক,,,হুম।
.
নিতু,,,আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি রাস!কিন্তু আমার দায়িত্বের কাছে যে আমি বাধা!তবে দেখো আমি তোমাকে ঠিক এই পথ থেকে ফিরিয়ে আনবো!(মনে মনে)
.
.
নওরিনদের গাড়ি এসে থামলো নদীর পাড়ে।তাফসির আর মাহিম গাড়ি থেকে নেমে চরদিকে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য অনুভব করছে,নওরিন আর আবির গেছে গাড়ি পার্ক করতে।হঠাৎ মাহিমের চোখ আটকে গেলো নদীর তীড়ে বসে থাকা রাসমিক আর নিতুর দিকে।.
.
মাহিম,,,ওই তাফসির ওই ব্যাটা?(খুচিয়ে খুচিয়ে)
.
তাফসির,,,কি হলো খোচাচ্ছিস কেন?
.
মাহিম,,,আরে শালা ঐ দিকে দেখ!(রাসমিক আর নিতুর দিকে ইশারা করে)
.
তাফসির,,,আরে এতো ভাই আর ঐ মেয়েটা।
.
মাহিম,,,হুম সেটাইতো সমস্যা,তখন তো নওরিনকে আটকালাম কিন্তু এখন যদি আবার ওদেরকে এইভাবে দেখে ফেলে তাহলে না জানি কি করবে!
.
তাফসির,,,আরে ব্যাটা তাড়াতাড়ি নওরিনের কাছে চল ওকে এখানে আসার থেকে আটকাতে হবে।নাহলে যে কি হবে আল্লাহ ই ভালো জানে।
.
মাহিম,,,হুম চল।
.
.
তাফসির আর মাহিম এক দৌড়ে চলে গেলো নওরিনের কাছে!
.
.
নওরিন,,,কিরে তোরা এভাবে দৌড়াচ্ছিস কেন?
.
মাহিম,,,আরে অনেক দিন পর এমন পরিবেশে এলাম তো তাই একটু আনন্দ লাগছে আরকি!আচ্ছা চল ঐ দিক টাই যাই।
.
নওরিন,,,আরে ঐ দিকে তেমন কিছু নেই,তোরা যেদিক থেকে এলি ঐ দিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে।
.
মাহিম,,,আরে ঐ দিকে পরে যাবো চল ঐখানে গিয়ে বসে আগে কিছুক্ষন আড্ডা মেরে নেই।
.
নওরিন,,,আচ্ছা তোদের যেটা ভালো লাগে।
.
.
অন্যদিকে…!!
.
.
রাসমিক,,,আচ্ছা অনেকক্ষন তো বসলে এখন চলো যাওয়া যাক।
.
নিতু,,,এতো তাড়াতাড়ি চলে যাবে?আর কিছুক্ষন বসি?
.
রাসমিক,,,নাহ,আজকে আর না।আমার কাজ আছে!
.
নিতু,,,আচ্ছা ঠিকাছে চলো,কিন্তু কথা দাও কালকে আবার আসবে!
.
রাসমিক,,,আচ্ছা ঠিকাছে সেটা পরে দেখা যাবে!
.
নিতু,,,আগে কথা দাও নাহলে যেতে দিবো না।(রাসমিকের হাত ধরে)
.
রাসমিক,,,আচ্ছা চলো!
.
নিতু,,,হুম চলো।(খুশি হয়ে)
.
.
রাসমিক আর নিতু চলে আসলো সেখান থেকে।ওদের চলে যাবার কিছুক্ষন পরেই নওরিন,আবির,মাহিম,তাফসির ওরাও চলে আসলো।
.
.
রাতে…!!
.
.
রাসমিক,,,ওরা এখন কোথায় আছে?
.
মাহিম,,,ভাই ওরা পি কক এর ভিতরে আছে!
.
রাসমিক,,,কয়জন?
.
মাহিম,,,৯ কি ১০ জন!
.
রাসমিক,,,আচ্ছা আমি আসছি।
.
মাহিম,,,ভাই গ্যাং এর বাকিদের কি ডাকবো?
.
রাসমিক,,,দরকার নেই,ওদের জন্য আমরাই যথেষ্ট।
.
মাহিম,,,আচ্ছা ভাই।
.
.
কল কেটে দিয়ে রাসমিক বেরিয়ে পরে পি কক বারের উদ্দেশ্যে।আজকে ও তার পরনে সেই ব্লাক লং কোর্ট,স্পাইক করা চুল আর মুখে জোকারের মাস্ক।
.
পি ককের সামনে গিয়ে দেখে আবির,মাহিম আর তাফসির দাড়িয়ে আছে।
.
.
রাসমিক,,,ওরা কি এখনো ভিতরে আছে?
.
মাহিম,,,জি ভাই।
.
রাসমিক,,,আচ্ছা আমি সামনে দিয়ে যাচ্ছি,মাহিম পিছন দিয়ে যা,আবির বাম দিক দিয়ে যা,আর তাফসির ডান দিক দিয়ে যা বুঝলি?
.
আবির,,,আচ্ছা ভাই,তুমি সাবধানে থেকো।
.
.
আবিরের কথা শুনে রাসমিক একটা মুচকি হাসি দিয়ে ভিতরে চলে গেলো!রাসমিক ভিতরে গিয়ে দেখে ওরা মোট ৯ জন আছে এবং সবাই ই মাতাল,কারো কোন হুস নেই।রাসমিক গিয়ে ওদের সামনে দাড়ালো।
.
.
১ম জন,,,এ ভাই এ আমি যা দেখছি তুই ও কি তাই দেখছিস?(পাশের জনকে খোচা মেরে)।সামনে কি জোকার কিং দাড়িয়ে আছে?
.
২য় জন,,,আরে ধুর ও কোথা থেকে আসবে?ওই শালা তো ওর মায়ের মরার দুঃখে কাতর,হা হা হা…!!
.
.
কথাটা শেষ করার সাথে সাথেই একটা বিকট শব্দ হলো আর ছেলেটার নিথর দেহ নিচে পড়ে গেলো।বাকিরা যখন গান বের করতে যাবে তখনই আবির,মাহিম আর তাফসির ওদের মেরে ফেলে।রাসমিক নিজের মাস্কটা খুলে লাশ গুলোর উপরে ফেলে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলো।আবির,মাহিম আর তাফসির ও বেরিয়ে গেলো রাসমিকের সাথে।তবে সেখানে শুধু ওরা ছিলো না ওদের সাথে ছিলো আরো একজন যে সমস্ত বিষয়টা ক্যামেরা বন্দি করেছে!
.
.
***হ্যালো!
.
***হুম বলো?কাজ কমপিলিট হয়েছে?
.
***জি!
.
***ওকে প্রমানগুলো নিয়ে আমার বাসায় চলে আসো।
.
***কিন্তু আমার বাবার অপারেশন?
.
***৫ মিনিটের মধ্যে তোমার বাবার অপারেশন শুরু হয়ে যাবে,এখন তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো।
.
***আচ্ছা।
.
.
পরেরদিন ভার্সিটিতে ঢুকার আগেই পিছন থেকে কে যেন ঢাক দিলো রাসমিককে।ও পিছনে তাকিয়ে দেখে…!!
.
.
চলবে…!!
.#Gangster
.
#পর্ব_৬
.
#লেখক_Rashmik_Arifin_Asif
.
.
৫ম পর্বের পর থেকে…!!
.
.
পরেরদিন ভার্সিটিতে ঢুকার আগেই কে যেন ডাক দিলো রাসমিককে।রাসমিক পিছনে তাকিয়ে দেখে নিতু তার দিকে এগিয়ে আসছে!
.
.
নিতু,,,কই যাও রাস?
.
রাসমিক,,,আমাকে প্লিজ এই নামে ডাকবে না।এই নামে শুধু আমার মা আমাকে ডাকতো।
.
নিতু,,,আচ্ছা ডাকবো না,এখন চলো!
.
রাসমিক,,,চলো মানে?কোথায় যাবো?
.
নিতু,,,কালকে কথা দিলে আর আজকেই ভুলে গেলে?(একটু মন খারাপ করে)
.
রাসমিক,,,কিন্তু আজকে তো একটা গুরুত্বপূর্ন ক্লাস আছে,আজকে না গেলে হয়না?
.
নিতু,,,না না না,তুমি আমাকে গতকাল কথা দিয়েছিলে।তুমি তোমার কথা রাখবেনা?(করুন দৃষ্টিতে তাকিয়ে)
.
রাসমিক,,,আচ্ছা চলো।
.
নিতু,,,হুম চলো।(খুশি হয়ে)
.
.
অতঃপর রাসমিক আর নিতু একটা রিকসা নিয়ে চলে গেলো নদীর পাড়ে!নদীর পাড়ে গিয়ে ওরা আবার কালকের জায়গায় বসে।তবে আজকে আর নিতু রাসমিকের ঘা ঘেষে বসে নি,ওর কাধে মাথা রাখেনি!আজকে নিতু রাসমিকের থেকে একটু দূরেই বসেছে।তবে সে নিয়ে রাসমিকের কোন মাথা ব্যাথা নেই,ও একধ্যানে তাকিয়ে আছে আকাশের দিকে।পারিপার্শ্বের কোন খেয়ালই যেন নেই রাসমিকের।হঠাৎ রাসমিকের ধ্যান ভাঙে একটা শব্দে।
.
.
***নিজেকে আমাদের কাছে সমার্পন কর রাসমিক।পুলিশ তোমাকে চরদিক থেকে ঘিরে ধরেছে।পালানোর কোন বৃথা চেষ্টা কোরো না!
.
.
রাসমিক তাকিয়ে দেখে পুলিশ তাকে চরদিক থেকে ঘিরে ধরেছে!এবং আশ্চর্যের বিষয় হলো রাসমিক পাশে তাকিয়ে দেখে নিতু নেই।রাসমিক ওর মোবাইল বের করে আবির,মাহিম আর তাফসিরকে ফোন দিতে থাকে কিন্তু সবার নাম্বার বন্ধ।
.
.
নিতু,,,ওদেরকে ফোন দিয়ে কোন লাভ নেই,ওদের নাম্বার বন্ধ।
.
.
রাসমিক পিছনে তাকিয়ে দেখে নিতু দাড়িয়ে আছে।কিন্তু আশ্চর্যের বিষয় হলো নিতুর পড়নে পুলিশের পোষাক।এবার রাসমিকের পুরো ব্যাপারটা বুঝতে কোন অশুবিধা হলো না।নিতু এসে রাসমিকের পাশে বসে নিজের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো,সেখান থেকে দুইটা সিগারেট বের করে একটা রাসমিকের দিকে বাড়িয়ে দিলো আর অন্যটা নিজে ধরালো।নিতুর কর্মকান্ড দেখে যেন রাসমিক বাকরুদ্ধ হয়ে গেছে,কোন কথা বের হচ্ছে না ওর গলা থেকে।নিরবতা ভেঙে নিতুই বলা শুরু করলো…
.
.
নিতু,,,অবাক হচ্ছো?হ্যা অবাক হবার ই কথা আমাকে এই অবস্থায় দেখে!আমি একজন আন্ডার কাভার অফিসার,আর আমাকে এখানে পাঠানো হয়েছে শুধুমাত্র তোমাকে ধরার জন্য।আমাদের ডিপার্টমেন্টের অনেকেই আছে যারা তোমাকে ধরতে এসেছিলো কিন্তু তারা কেউ বেচে ফিরে নি।তাই আমি তোমার সাথে এমন করলাম।আর আমার কাছে এখন প্রমানও আছে তাই তোমার আর পালানোর কোন সুযোগ নেই।তবে কি জানো?আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি,তাই তুমি প্লিজ সব স্বীকার করে নাও!তোমাকে ছাড়ানোর দায়িত্ব আমার।তারপর আমরা এখান থেকে অনেক দূরে চলে যাবো যেখানে আমাদের কেউ খুজে পাবে না!
.
.
রাসমিক এবার নিতুর হাত থেকে লাইটার টা নিয়ে সিগারেট ধরিয়ে একটা মুচকি হাসি দিলো।
.
.
রাসমিক,,,তুমি জানো আমি বেইমানদের কখনো বাচিয়ে রাখি না?এখনো এমন জেল তোমরা বানাতে পারোনি যেখানে জোকার কিং কে আটকে রাখতে পারবে!তবে তোমার জীবনের কাউন্টডাউন এখন থেকে শুরু করে দাও।এখন চলো যাওয়া যাক?
.
.
রাসমিক কথা বলা শেষ করে সেখান থেকে উঠে ধীরে ধীরে পুলিশের গাড়ির দিকে এগিয়ে যেতে থাকে আর নিতুও যাচ্ছে ওর পিছু পিছু!সবাই বন্ধুক তাক করে আছে রাসমিকের দিকে!নিতু হাতের ইশারায় সবাইকে বন্ধুক নামাতে বলে!রাসমিক গাড়ির সামনে গিয়ে দেখে আবির,মাহিম আর তাফসির হাটুগেড়ে মাটিতে বসে আছে আর ওদের সারা শরীরে রক্ত লেগে আছে!
.
.
রাসমিক,,,তোদের রক্ত ঝড়িয়েছে কে?
.
আবির,,,ভাই বাদ দাও।তোমার কোন ক্ষতি হয়নি তো?
.
রাসমিক,,,আমি প্রশ্ন করেছি তোদের মেরেছে কে?
.
.
আবির আর কোন কথা না বলে চোখের ইশারায় একজন পুলিশ অফিসারকে দেখিয়ে দিলো।রাসমিক ওই পুলিশ অফিসারের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললো..
.
.
রাসমিক,,,মরার পাখনা গজাইছে তো তাই এই অবস্থা।
.
.
রাসমিকের কথা শুনে ঐ পুলিশ অফিসার সজোরে একটা চড় মারলো ওর গালে।
.
.
নিতু,,,মি.রাফিদ,হাউ ডেয়ার ইউ টু টাচ হিম?ডোন্ট ক্রস ইয়োর লিমিট!আই এম ওর্য়ানিং ইউ ফর দ্যা লাস্ট টাইম!মাইন্ড ইট।
.
মি.রাফিদ,,,সরি ম্যাম,আসলে নিজেকে কন্ট্রোল করতে পারিনি!
.
নিতু,,,কন্ট্রোল করতে শিখুন মি.রাফিদ।এখন ওদের তিন জনকে নিয়ে থানায় যান,আর আমি রাসমিককে নিয়ে অন্য গাড়িতে যাচ্ছি!
.
মি.রাফিদ,,,কিন্তু ম্যাম?
.
নিতু,,,সমস্যা নেই ও পালাবেনা!আর পালালে সে দায় আমার,আপনারা যান।
.
মি.রাফিদ,,,আচ্ছা ম্যাম!
.
.
মি.রাফিদ এবং বাকিরা আবির,মাহিম আর তাফসিরকে নিয়ে চলে গেলো!নিতু আর রাসমিক উঠলো অন্য গাড়িতে!রাস্তায় নিতু রাসমিকের সাথে অনেক কথাই বলেছে,কিন্তু রাসমিক কোন কথার জবাব দেয়নি।ওর মুখে সারাক্ষন ফুটে ছিলো এক চিলতে হাসি।কিছুক্ষন পরেই গাড়ি এসে থামলো থানার সামনে,রাসমিক কোন কথা না বলে গাড়ি থেকে নেমে ভিতরে চলে গেলো,নিতুও গেলো ওর পিছন পিছন।ভিতরে গিয়ে নিতু জেলের গেট খুলে দিতে বলে এবং রাসমিক ভিতরে চলে গেলো!
.
.
রাতে…!!
.
.
ঘড়ির কাটা ১২ টা ছুই ছুই,রাসমিক,আবির,মাহিম আর তাফসিরকে সিলেট থেকে ঢাকে নিয়ে যাওয়া হচ্ছে।নির্জন রাস্তা তার উপরে ঝিরি ঝিরি বৃষ্টিতো আছেই।সামনে চলেছে তিনটি মাইক্রো,প্রথমটিতে নিতু আর রাসমিক,২য় টিতে আবির,মাহিম,তাফসির আর কিছু পুলিশ আর ৩য় টিতে শুধু পুলিশ।মাইক্রো তিনটির পিছন পিছন এগিয়ে চলেছে আরো ১৭ টি পুলিশের গাড়ি।
.
ঘড়ির কাটা রাত ২ টা ছুই ছুই হঠাৎ….!!
.
.
চলবে…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here