#মন_তোমাকে_ছুঁয়ে_দিলাম – পর্ব ৮
#আভা_ইসলাম_রাত্রি
__________________________
ক্রিং, ক্রিং, ক্রিং। আভার সেলফোন সশব্দে বেজে চলেছে। আভা হাত পা ছড়িয়ে সুখের ঘুম ঘুমাতে ব্যস্ত। আর সুখ হবেই না কেন? গতরাত আহনাফকে যে এত কাছে থেকে অনুভব করেছে। আহনাফ আভার পাশে ছিল। ওরা দুজন একসাথে হেঁটেছে। ঝগড়া করেছে। হাসির ঝর্না বইয়ে দিয়েছে। দুজন দুজনকে ভীষন রকম উপলব্ধি করেছে। কাছে আসাটা আরো প্রগাঢ় হয়েছে। আভা আর ভাবতে পারছে না। স্বপ্নের দুয়ারে করাঘাত শুনতে পারছে। অথচ স্বপ্নটাও ভালো করে দেখতে পারছে না। সেলফোন থেমে থেমে বারংবার বেজে যাচ্ছে। অগ্যতা আভার ঘুম ভেঙে যায়। আভা কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে। ঘুম খানিক ছুটে যেতেই সেলফোন হাতে নেয়। কামরুলের কল। আভাঘড়ি দেখে। ভোর সাড়ে চারটা বাজে। এত সকালে কল? মাত্র এক ঘন্টা ঘুমিয়েছে আভা। আরো ঘুম পাচ্ছে।
আভা আড়মোড়া ভেঙে কল রিসিভ করে।
‘ হু, বলো। এত সকালে? ‘
কামরুলের উচ্ছসিত কণ্ঠ। সে বলল,
‘ আর ঘুমিয়ে কাজ নেই। সূর্যোদয় দেখব আমরা। আমরা হোটেলের বাইরে অপেক্ষা করছি। দ্রুত বেরিয়ে আসো। ‘
‘ সূর্যোদয়? ‘
আভার ঘুম এক লাফে আকাশে উড়ে বেড়ায়। আভা উঠে বসে। দ্রুত সুধায়, ‘ আমি আসছি। পাঁচ মিনিট। ‘
‘ আসো। ‘
আভা কল কেটে দেয়। দ্রুত বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। গায়ে সুয়েটার জড়িয়ে বেরিয়ে আসে হোটেল ছেড়ে।
এই তো নিচে আহনাফরা অপেক্ষা করছে। আহনাফ গাড়িতে হেলান দিয়ে ঝুঁকে মোবাইল দেখছে। চারপাশে কি হচ্ছে তাতে তার মন একদম নেই। এই যে আভা এগিয়ে আসছে। আহমাফকে দেখে আভার ঠোঁটে মুচকি মুচকি হাসি। সে তো দেখছেই না। পাষাণ লোক। দয়া মায়া নেই। হৃদয় কি আদৌ আছে? না, নেই তো। আভার গাল ফুলায়। হেঁটে আসে সবার কাছে।

‘ এই তো আভা এসে গেছে। ‘
দিহানিয়ে কথায় সবাই আভার দিকে চায়। কামরুল আভাকে সূক্ষ্ম চোখে পরখ করে। আভার দু চোখ ফুলে ঢোল। ঘুমে চোখ কাতর। দেহ অবসন্ন। কামরুল ঠোঁট টিপে হেসে উঠে। আভা বোকার মত তার দিকে চায়। নিজেকে আগাগোড়া দেখে ঠোঁট উল্টে বলে,
‘ আমাকে দেখতে কি জোকার লাগছে? হাসছ কেন তোমরা? ‘
কামরুল এখনো হেসেই যাচ্ছে। বাঁধন এবার কামরুলের পিঠে চাপড় দেয়। বলে, ‘ এই শালা। হাসছ ক্যান? ‘
কামরুল হাসি থামায়। সবার তীক্ষ্ম চোখ কামরুলের দিকে আটকে। কামরুল টিপ্পনী কেটে বলে,
‘ আভা, রাতে ঘুম হয় নি? ‘
আভা হকচকিয়ে যায়। বাঁকা চোখে আহনাফের দিকে তাকায়। আহনাফ অত্যন্ত স্বাভাবিক। তার চোখ আভাকে দেখছে। গভীর ভাবে। যেন আভাকে এই খেয়ে ফেলবে। ছিঃ। কি ভাবছে আভা? আভা কি খাওয়ার জিনিস? আভা গায়ের সুয়েটার টেনে ধরে। তারপর মিনমিনিয়ে বলে,
‘ ঘুমিয়েছি তো। ‘
কামরুল বলে,
‘ তাই তো বলি। গতরাত আহনাফ তিনটার সময় কোথা হতে বিছানায় আসল? বেচারাও সারারাত ঘুমায় নি। তোমাদের দুজনের কি মিল। তাই না আভা? ‘

লজ্জায় আভা মাথা তুলে চাইবার জো পায় না। তার বন্ধুরা কি অসভ্য। অকারণে শুধু শুধু আভাকে লজ্জা দেয়। সে অসভ্য। তার বন্ধুরাও অসভ্য। অসভ্য অসভ্য বন্ধু বন্ধু।
আভা চোরাচোখে আহনাফের দিকে চায়। আহনাফ তীক্ষ্ম চোখে এখনও আভাকেই দেখে যাচ্ছে। এত কি দেখছে? আভার মধ্যে আদৌ কিছু দেখার মত আছে? নেই তো। এই যে আভা দেখতে পারছে না কিছু। তবুও সে দেখছে। কি দেখছে?
‘ অনেক বকবক করেছিস। এখন চল। ‘
আহনাফ কথাটা বলে আর একটুও অপেক্ষা করেনি। সবাইকে পেছনে ফেলে বড়বড় পা ফেলে গাড়িতে উঠে পড়েছে। আভাকে লজ্জা দেওয়ার আসর ভেঙে যায়। কামরুলের মুখ ভোঁতা হয়ে। কি সুন্দর সবাই মিলে আহনাফকে খুঁচাচ্ছিল। আর আহনাফ কি করল? সব ভেস্তে দিল। চতুর ছেলে। সবসময় এগিয়ে থাকবে। জয় হাতিয়ে নেবে। অগ্যতা কামরুলসহ সবাই গাড়িতে উঠে বসে।

পুনরায় সবাই কংলাক পাহাড়ের চূড়ায় উঠে। শুনা যায়, কংলাক পাহাড়ে সূর্যোদয় যেমন সুন্দর তেমনি সূর্যাস্তও সুন্দর দেখা যায়। সাজেকে এসে কেউ এখানকার সূর্যোদয় কিংবা সূর্যাস্ত কোনোটাই এড়িয়ে যায় না। কে যাবে এড়িয়ে? আমাদের চোখ সবসময় সুন্দর জিনিস দেখতে তৃষ্ণার্ত। সুন্দর জিনিসের প্রেমে পড়তে আমার হৃদয় ব্যাকুল। আর মানবমন বরাবরই সুন্দরের গোলাম।
পূর্ব দিকের আকাশ ক্রমাগত রক্তিম হচ্ছে। প্রথমে কমলা, তারপর হলুদ, তারপর লাল অতঃপর উদয় হয় আস্ত এক সূর্যের। সবাই মুগ্ধ হয়ে সূর্যের লুকোচুরি দেখছে। দিহান পরপর ছবি তুলল।

সূর্যোদয় দেখা শেষ হলে সবাই নিচে নেমে আসে। ঘড়িতে সকাল আটটা বেজে দশ মিনিট। সবাই ডাবের পানি কিনেছে। আহনাফ একপাশে দাড়িয়ে আছে। আভা স্ট্রো মুখে দিয়ে ডাবের পানি খায়। অতঃপর এগিয়ে আসে আহনাফের দিকে।
নজর সরিয়ে আহনাফ আভার দিকে তাকায়। আভা ডাবটা আহনাফের দিকে এগিয়ে দিয়ে বলে,
‘ এটা একটু ধরুন তো। কাজ আছে। ‘
আহনাফ আভার ডাব নিজের হাতে রাখে। আভা মাথা নিচু করে পেছনে ঘুরে ব্যাগ থেকে কিছু একটা বের করতে থাকে। তার ফাঁকে আহনাফ আভার ডাবের পানির স্ট্রোতে ঠোঁট বসায়। আহনাফের বোধ হচ্ছে, সে আভার ঠোঁট ছুঁয়েছে। আভার লিপস্টিকের দাগ স্ট্রোতে লেগে আছে। আহনাফের ঠোঁটেও আভার লিপস্টিকের দাগ খানিক লেগেছে। আহনাফ আঙ্গুল দিয়ে নিজের ঠোঁট মুছে ফেলে। সাবধানতা অবলম্বন না করলে, বন্ধুরা লজ্জা দিবে। অবশ্য আহনাফের এমন লজ্জায় কিছু হয় না। নির্লজ্জ কি না। তবে আভা নিশ্চয়ই লজ্জায় মারা যাবে। মেয়েটা লজ্জা একদম সহ্য করতে পারে না। কেমন যেন গুটিয়ে যায়। আহনাফ মুচকি হাসে। আরো এক চুমুক ডাবের পানি খেয়ে সঙ্গেসঙ্গে ভদ্র সেজে দাড়ায়।

‘ এই নিন আপনার জ্যাকেট। ‘
আভার সুন্দর হেসে আহনাফের দিকে গতরাতের দেওয়া জ্যাকেট এগিয়ে দেয়। আহনাফের ভ্রু কুচকে যায়। জ্যাকেট ফেরত দেওয়া আহনাফের পছন্দ হল না বটে। আহনাফ ডাব আভার হাতে ধরিয়ে দিয়ে বলে,
‘ লাগবে না। রেখে দাও। ‘
আহনাফ আর একমুহুর্ত দেরি করে না। গটগট পা ফেলে ডাবের বিল মেটাতে চলে যায়। আভা জ্যাকেট হাতে নিয়ে বোকার ন্যায় দাড়িয়ে থাকে। নিজের জ্যাকেট নিল না কেন? দেখে মনে হচ্ছে জ্যাকেটটা বেশ দামী। অ্যাডিডাসের জ্যাকেট। দাম তো হবে বটে। এত দামী জ্যাকেট আভাকে দিয়ে দিল? কেন? এখন আভা এই জ্যাকেট নিয়ে কি করবে? ছেলেদের জ্যাকেট তো আর সে পড়তে পারবে না। লোকে হাসবে। অদ্ভুত মানুষ।
আভা জ্যাকেটটা ব্যাগে রাখতে গিয়েও থেমে যায়। জ্যাকেট উচু করে তার ঘ্রাণ শুকে। আহনাফের গায়ের গন্ধ লেগেছে আছে জ্যাকেটে। কি আদুরে গন্ধ। আভার চোখ বুজে আসছে আদরে, মায়ায়। গা শিরশির করছে। আভা হাত দিয়ে জ্যাকেটটা ছুঁয়ে দেয়। মনে হচ্ছে আভা তার দুহাত দিয়ে আহনাফকে ছুঁয়ে দেখছে। জ্যাকেটটা গায়ে দিলে মনে হয় আহনাফ আভাকে জড়িয়ে রেখেছে। কেমন যেন একটা অন্যরকম অনুভূতি। আভা জানে না, এই অনুভুতির নাম কি? তবে সদ্য অনুভব হওয়া এই অন্যরকম অনুভুতি আভার আজকাল বেশ লাগে। আভা জ্যাকেট ব্যাগে রেখে দিল। এখন মনে হচ্ছে, আহনাফ তার জ্যাকেট আভাকে দিয়ে ভুল করে নি। বরং আভার খুশির মাত্রা দ্বিগুণ করেছে।
‘ আভা, গাড়ি ছেড়ে দিবে। দ্রুত চল। ‘
দিহানের কথা শুনে আভার ধ্যান ভেঙে যায়। আভা দৌঁড়ে যায় গাড়ির পানে।

#চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here