মিমঃসরি রবি আমাকে ক্ষমা করে দিও আমি পরিস্থিতির স্বীকার। ভালো থেকো তুমি।আল্লাহ হাফেজ।

(এই বলে সে চলে গেল,শুধু চেয়ে আছি তার যাওয়ার দিকে, কিছুই বলতেছি না,কি বা আর বলব অনেক ভালোবাসতাম তাকে।সে এভাবে চলে যাবে ভাবিনি)

কি আপনার কিছুই বুঝতেছেন না তো,তো চলুন বুঝিয়ে বলছি……

দাড়ান দাড়ান কোথায় যাচ্ছেন, পরিচয় টা তো নিয়ে যান।

(আমি রবিউল হাসান,মায়ের বড় পোলা এই বার ইন্টার ২য় বর্ষে পড়ি। বাকিটা পরে জানতে পারবেন)
তো চলুন গল্পে ফিরা যাক।

অতীত…………..

মামার বাড়ি গেছিলাম।সাত দিন মতো হল এখন বাসায় ফিরতেছি।বাসে বসে আছি সাথে কানে হেডফোন তো আছেই…
কিছুদূর আসার পরে বাস কন্ট্রাকটারের চিল্লানি শুনতে পেলাম।ঐ বেটা একটা সুন্দরী মেয়ের সামনে দাড়িয়ে চিল্লাছে।ভাবলাম মেয়েটা হয়তো চিনতায় কারী হবে।(আজকাল তো আর সুন্দরী চিনতায়কারীর অভাব নেই)
তাদের কথা শুনতে মনোযোগ দিলাম
(আমার এক সিট সামনে ছিল তাই শুনতে সমস্যা হচ্ছে না।)
কন্ট্রাক্টরঃদেখেন আপা আমার ভাড়া দিতেই হবে,কিভাবে দিবেন আপনি জানেন,এতটুকু আসছেন ভাড়া দিবেন না তা কেমনে হয় আপনি বলেন…..?দেখি টাকা বের করেন।
মেয়েটাঃআমি টাকা কিভাবে দিব আপনাকেতো বলছি আমার পার্স হারিয়ে গেছে।সব টাকা পার্সে ছিল, এখন আপনি বলেন আমি টাকা কোথাথেকে দিব?
কন্ট্রাক্টরঃসেটা আমার জানার কথা না, আপনি জানেন দেখি টাকা বের করেন…
(মেয়েটা কিছু বলতেছে না চারপাশে দেখতেছে যদি কেউ হেল্প করে)
কন্ট্রাক্টরঃকি হল আপা (মেয়েটাকে বলল)
(মেয়েটা আমার দিকে আর নিচের দিকে তাকাচ্ছে, তাদের কথা শুনে যতটুকু বুঝলাম মেয়েটা সত্যি পার্স হারিয়ে পেলছে।মনে মনে প্রচুর হাসলাম যাকে চিনতায়কারী ভাবলাম তার থেকে উল্টো চিনতায় হয়ে গেল)

আমিঃএই যে মামা শুনেন(বাস কন্ট্রাক্টরকে বললাম)
কন্ট্রাক্টরঃহ্যাঁ মামা বলেন?
আমিঃআচ্ছা মামা ওনার ভাড়া কত?আমি দিচ্ছি ভাড়াটা।
কন্ট্রাক্টরঃ……..টাকা।
আমিঃএই নিন (টাকা দিয়ে)
(মেয়েটা কিছু বলতেছেনা শুধু তাকিয়ে আছে)
কন্ট্রাক্টর ভাড়া নিয়ে চলে গেল।
মেয়েটাঃTnx…..(আমাকে বলল)
আমিঃআরে না tnx বলতে হবে না,এটাতো আমার কর্তব্য…
মেয়েটাঃতাও কয়জনে বা এমন হেল্প করে?
আমিঃ তাও ঠিক।তা আপনি কোথায় যাবেন?
মেয়েটাঃ……..এই যায়গায়(একটা নাম বলে),তা আপনার নাম কি?
আমিঃরবিউল হাসান।আচ্ছা শুনেন আমি সামনে নেমে যাব এই নিন আপনার লাগবে(১০০০ টাকা দিয়ে)
মেয়েটাঃনা না লাগবে না,আমি মেনেস করে নিব।
আমিঃআরে রাখেন আপদ বিপদে বলে কিছু আছে তো নাকি?(এই বলে আমি টাকাটা দিয়ে গাড়ি থেকে নেমে আসলাম)
মেয়েটাঃকি লোকরে বাবা আমার নামটাও জানার প্রয়োজন করলো না(মনে মনে)

আমি বাসায় এসে হালকা নাস্তা খেয়ে ঘুমিয়ে পড়লাম।হঠাৎ ফোনটা বেজে উঠল, রিসিভ করে সালাম দিলাম।
অপর পাশ থেকেঃকোথায় রে তুই?(ভাবলাম ভুল নাম্বার চলে আসছে তাই রং নাম্বার বলে কেটে দিলাম)
সাথে সাথে আবার ফোন(রিসিভ করলাম)

অপর পাশ থেকেঃঐ হারামি ফোন কাটিস কেন?তাড়াতাড়ি আড্ডার জায়গায় চলে আয়।
আমিঃঐ কে বলছেন আপনি(ঘুমের ঘুরে)

To be continue…..
#অপূর্ণ_ভালোবাসা
#লেখকঃরবিউল_হাসান।
#পর্বঃ০১
#RK9023DXWC
#অনুমতি_ছাড়া_কপি_করা_নিষেধ।
#সবাই_নিয়মিত_নামাজ_আদায়_করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here