#Gangster
.
#পর্ব_১৫+১৬
.
#লেখক_Rashmik_Arifin_Asif
.
.
১৪ তম পর্বের পর থেকে…!!
.
.
অন্যদিকে দরজার বাইরে দাড়িয়ে থাকা একটি কালো অবয়ব ওদের কথা শুনে হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে গেলো!
.
তাফসির ফার্মিসীতে যাওয়ার পথে রাসমিককে একটা কল দিলো!
.
.
তাফসির,,,হ্যালো ভাই?
.
রাসমিক,,,হ্যা,বল!
.
তাফসির,,,ভাই আবির মাহিমকে এখন অন্ধের মতো বিশ্বাস করে!
.
রাসমিক,,,বাহ,একটা মিথ্যে নাটক যে এতো সহজে কাজটা করে দিবে তা ভাবিনি।(পৈশাচিক হাসি হাসতে হাসতে)
.
তাফসির,,,হুম!(একটু নরম কন্ঠে)
.
রাসমিক,,,আচ্ছা এখন রাখি পরে কথা বললো!আর আবিরের সব খবরা খবর আমাকে টাইম টু টাইম দিবি!
.
তাফসির,,,আচ্ছা ভাই ঠিকাছে!
.
.
তাফসির কলটা কেটে দিয়ে গভীর চিন্তায় নিমজ্জিত হয়ে গেলো!আসলেই কি এটা আসল রাসমিক?নাকি কোন বহুরূপী?রাসমিকের হাসিটা তাফসিরকে কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত!কারন সেই ছোটবেলা থেকে ও রাসমিকের সাথে আছে কিন্তু রাসমিককে কোনদিন এভাবে হাসতে দেখেনি ও।আর আজকে বিকালের কথাই বা ও কি করে ভুলে যাবে?রাসমিকের তো কোন দিন ওর নাম ভুল করার কথা না!নাহ আর ভাবতে পারছে না তাফসির,সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে ওর কাছে!হঠাৎ তাফসিরের ফোনটা বেজে উঠলো,ও ফোনের দিকে তাকিয়ে দেখে আবির কল দিয়েছে!
.
.
তাফসির,,,হ্যা আবির বল?
.
আবির,,,ওই বেটা কই তুই কখন গেলি অথচ এখনো আসতেছিস না!
.
তাফসির,,,এইতো খাবার কিনতেছিলাম,আসতেছি এক্ষুনি!
.
.
অতঃপর কিছু ওষুধ আর খাবার কিনে নিয়ে তাফসির কেবিনে চলে গেলো।খওয়া দাওয়া শেষে ডাক্তার এসে একবার মাহিমকে দেখে গিয়েছিলো,কালকেই মাহিমকে ডিসচার্জ করে দেওয়া হবে!রাতে কেবিনেই ওরা তিনজন ঘুমিয়ে পড়লো,কেউ আর বাসায় যায়নি।
.
পরেরদিন হাসপাতালের সকল পাওনাদি মিটিয়ে আবির আর তাফসির মাহিমকে নিয়ে বাসায় চলে আসে!
.
দেখতে দেখতে কেটে গেলো কয়েকটা দিন,মাহিম এখন মোটামুটি সুস্থ!তবে মাহিমের সুস্থতার পিছনে আবিরের অনেটা অবদান আছে।এই কয়দিন সে মাহিমের অনেক খেয়াল রেখেছে!তবে মাহিম এই কয়দিনে এটা বুঝে গেছে যে আবির এখন তাকে অন্ধের মতো বিশ্বাস করে আর রাসমিক তো তাকে এই সুযোগটাই কাজে লাগাতে বলছিলো!
.
তবে তাফসির এখন রাসমিকের রহস্য উদঘাটনে ব্যাস্ত!বলতে গেলে সে এখন প্রায় সময়ই বাসার বাইরে থাকে।রাসমিকের বিষয়টি সে অবশ্য মাহিমকে একবার বলেছিলো কিন্তু মাহিম তাতে অতটা গুরত্ব দেয় নি!আর মাহিমের শরীর অসুস্থ থাকায় ও আর এই বিষয় নিয়ে মাহিমের সাথে তর্কে লিপ্ত হয়নি !তবে মজার বিষয় হলো এই কয়দিনে সে এটা জেনে গেছে যে এখন যে রাসমিককে তারা দেখছে সে আসল রাসমিক না,সে একজন বহুরূপী।এখন ভাবার বিষয় হলো যে,ঐ লোকটা কে আর কি তার পরিচয়?আর সে কেন ই বা এসব করছে?কি তার উদ্দেশ্য?আসল রাসমিক আর নওরিনই বা কোথায়?সবকিছু যেন তাফসিরের সামনে কুয়াশার মতো জড়ো হয়েছে,যেখানে ধরতে যাবে সেখানেই হাওয়ায় মিলিয়ে যায়!
.
তাফসির রহস্যের পিছু নিতে নিতে এখন ঢাকায় এসে পৌছেছে।কিন্তু ঢাকায় নিজেদের বাসায় না গিয়ে একটা হোটেলে রুম ভাড়া করেছে থাকার জন্য,বাসায় যাওয়াটা কেন যেন তার কাছে ঠিক মনে হয়নি কারন হয়তো কেউ নজর রাখছে বাড়ির উপর।
.
তাফসির হোটেল রুমের মধ্যে পাইচারি করছে!আর নিজের চোখ বন্ধ করে এই কয়দিনে ঘটে যাওয়া সকল বিষয় এক এক করে কল্পনায় আনছে।
.
.
তাফসির,,,আচ্ছা আমি এতো কিছু না ভেবে যদি সবকিছু শুরু থেকে চিন্তা করি তাহলে হয়তো কোন রাস্তা বের করতে পারবো!
.
.
তাফসির একটা খাতা আর একটা কলম নিয়ে বিছানায় বসে পড়লো!প্রথম থেকে ঘটে যাওয়া সকল বিষয় সে খাতায় নোট করছে,ওদের ফোনে অপরিচিত নাম্বার থেকে ম্যাসেজ আসা,ব্লাস্ট হওয়া,রাসমিক আর নওরিনের সেখান থেকে বেরিয়ে যাওয়া!তবে ম্যাসেজের জটটা খুলতে হয়তো তাফসির সক্ষম হয়েছে কারন ম্যাসেজের কথাটা রাসমিক ওকে আগেই বলছিলো!তাই আর সাত পাঁচ না ভেবে তাফসির নিজের ফোনটা হাতে নিয়ে সেই ম্যাসেজ পাঠানো নাম্বারে কল দিলো!কিছুক্ষন রিং হবার পরে কেউ একজন ফোনটা রিসিভ করলো,তবে কন্ঠস্বর টা তাফসিরের কাছে বেশ পরিচিত!
.
.
অপরিচিত,,,হ্যা তাফসির বল?হঠাৎ এতোদিন পরে এই ভাই টাকে মনে পড়লো?
.
তাফসির,,,কে শ্রাবন ভাই?
.
শ্রাবন,,,কেন সন্দেহ আছে?
.
তাফসির,,,আরে ভাই কি যে বলো না,এইটা তোমার নাম্বার?
.
শ্রাবন,,,হুম কিন্তু কেন?আর তুই এভাবেই বা কথা বলছিস কেন?
.
তাফসির,,,ভাই তুমি এখন কোথায় আছো?তোমার সাথে অনেক জরুরি দরকার আছে!
.
শ্রাবন,,,আমি তো এখন গাড়িতে আছি,কুমিল্লা থেকে ঢাকায় আসতেছি!আর কিসের দরকার?
.
তাফসির,,,সেটা ফোনে বলা যাবে না!তুমি আমার সাথে দেখা করতে পারবে?
.
শ্রাবন,,,হুম পারবো,তুই বরং ২ ঘন্টা পরে টেক আউটে আয় ওখানেই কথা হবে!
.
তাফসির,,,আচ্ছা ঠিকাছে আমি আসতেছি!এখন তাহলে রাখি।
.
শ্রাবন,,,ওকে।
.
.
শ্রাবনের সঙ্গে কথা বলে কল কাটার সাথে সাথে তাফসিরের ফোনটা আবার বেজে উঠলো।স্ক্রিনে তাকিয়ে দেখে যে মাহিম তাকে কল করেছে।
.
.
তাফসির,,,হ্যা মাহিম বল?
.
মাহিম,,,অই বেটা বল মানে কি?কই তুই?
.
তাফসির,,,আমি একটু ঢাকা আসছি কাজের জন্য,খুব তাড়াতাড়ি এসে পড়বো!
.
মাহিম,,,তুই ঢাকা কখন গেলি?আর কি কাজ?আমাকে জানালি না কেন?
.
তাফসির,,,আমি তোকে পরে সব খুলে বলবো,তুই ঐ দিকের খেয়াল রাখিস,এখন রাখি ওকে?
.
মাহিম,,,আচ্ছা ঠিকাছে সাবধানে থাকিস।
.
তাফসির,,,হুম।
.
.
তাফসির মাহিমের কলটা কেটে দিয়ে ওয়াশরুমে চলে গেলো শাওয়ার নিতে।
.
ওয়াশরুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লো টেক আউটের উদ্দেশ্যে শ্রাবনের সাথে দেখা করতে।তবে রাস্তায় অনেক জ্যাম থাকার কারনে ২০ মিনিট লেট হয়ে গেলো পৌছাতে পৌছাতে!
.
রিকশা এসে থামলো টেক আউটের সামনে,তাফসির তড়িঘড়ি করে রিকশা থেকে নেমে ভিতরে গিয়ে দেখে….!!
.
.#Gangster
.
#পর্ব_১৬
.
#লেখক_Rashmik_Arifin_Asif
.
.
১৫ তম পর্বের পর থেকে…!!
.
.
রিকসা এসে থামলো টেক আউটের সামনে,তাফসির তড়িঘড়ি করে রিকসা থেকে নেমে ভিতরে গিয়ে দেখে যে শ্রাবন এখনো এসে পৌছায় নি।তাই সে কর্নারের একটা টেবিলে বসে শ্রাবনের আসার অপেক্ষা করতে থাকে।হঠাৎ তাফসিরের চোখ আটকে গেলো গেটের দিকে,কারন সে দেখলো যে গেট থেকে নওরিন কয়েকটা মেয়ের সাথে হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে।তাফসির তাড়াতাড়ি টেবিল থেকে উঠে দৌড়ে গেটের কাছে চলে আসে,গেট থেকে বেরিয়ে দেখে যে নওরিন আর সেই মেয়েগুলো একটা কালো গাড়িতে উঠতেছে।তাফসির যখনই দৌড়ে ওদের কাছে যাবে তখনই অন্য একটা কালো গাড়ি এসে থামলো ঠিক তার সামনে!তাফসির গাড়িটাকে অতিক্রম করে নওরিনের কাছে যেতে নিলে দেখে যে নওরিনদের গাড়ি চলে যাচ্ছে তাই সে আর বৃথা চেষ্টা না করে নওরিনের গাড়ির নাম্বারটা নিজের ফোনে নোট করে নিলো!হঠাৎ কেউ একজন তাফসিরের কাধে হাত রাখলো,তাফসির পিছনে তাকিয়ে দেখে যে শ্রাবন দাড়িয়ে আছে।তাফসির শ্রাবনকে দেখেই জড়িয়ে ধরলো!
.
.
শ্রাবন,,,কিরে তুই এভাবে রাস্তায় দাড়িয়ে কি করছিস?আর কখন এলি?
.
তাফসির,,,এইতো মাত্র এলাম!(নওরিনের কথাটা এখন ভাইকে না বলাটাই বেটার হবে,আগে আমি খুজে বের করি নওরিন এখানে কি করে এলো,আর ঐ মেয়েগুলার সাথেই বা কি করতেছিলো?আর নওরিন নিশ্চই জানে যে ভাই কোথায় আছে…মনে মনে)
.
শ্রাবন,,,কথা কি এখানে দাড়িয়েই বলবি?নাকি ভিতরে যাবি?(হাসতে হাসতে)
.
তাফসির,,,আরে ভাই কি যে বলোনা,চলো ভিতরে চলো!(একটা মুচকি হাসি দিয়ে)
.
শ্রাবন,,,হুম,চল!
.
.
অতঃপর শ্রাবন আর তাফসির ভিতরে গিয়ে কর্নারের একটা টেবিলে বসলো!
.
.
শ্রাবন,,,হুম,এবার বল কি তোর জরুরি কথা?
.
তাফসির,,,তুমি আমাকে আর মাহিমকে ম্যাসেজ পাঠিয়েছিলে?
.
শ্রাবন,,,হুম,আমাকে রাস পাঠাতে বলছিলো,কিন্তু হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন?
.
তাফসির,,,দরকার আছে,আচ্ছা রাস ভাই তোমাকে কি কি বলেছিলো এই ম্যাসেজের কথা?আর ভাই তোমাকে তার কোন প্লানের ব্যাপারে বলছিলো?
.
শ্রাবন,,,হুম,ব্লাস্টের কথা বলছিলো!আর ঐ ব্লাস্টাও আমি করিয়েছিলাম রাসমিকের কথায়!আর তোদের ম্যাসেজ পাঠানোর বিষয়টিও রাসমিক আমাকে বলেছিলো!কিন্তু হঠাৎ তুই আমাকে এগুলো জিজ্ঞেস করছিস কেন!কোন সমস্যা হইছে নাকি?
.
তাফসির,,,শুধু সমস্যা না অনেক বড় সমস্যা হইছে,আচ্ছা তুমি লাস্ট কবে ভাইয়ের সাথে কথা বলছিলা?
.
শ্রাবন,,,এইতো গত পরসু দিন!কেন?
.
তাফসির,,,তোমার কাছে ভাইয়ের কোন কিছু অস্বাভাবিক মনে হয়নি?
.
শ্রাবন,,,কোন কিছু কি বলছিস রে?আমার কাছে তো রাসমিকের সবকিছুই অস্বাভাবিক মনে হইছে,সবচেয়ে বড় বিষয় হলো ওর হাসি!আমি রাসমিককে কোন দিন এমন পৈশাচিক হাসি হাসতে দেখি নাই!
.
তাফসির,,,হুম জানি!ওটা আসল রাসমিক না ও একজন বহুরূপী।আর ও ভাইকে আটকে রেখে ওর জায়গায় নিজেকে বসিয়েছে!কিন্তু আমার প্রশ্ন হলো যে,কে ও?আর কেন এমন করছে?কি ওর উদ্দেশ্য?এই প্রশ্ন তিনটির উত্তর খুজতে খুজতে আজকে আমি এখানে!আর আমি জানি না যে এই প্রশ্ন গুলোর উত্তর কোথায় পাবো!(মাথা নিচু করে)
.
শ্রাবন,,,কিন্তু এটা কিভাবে সম্ভব?রাসমিককে কিডন্যাপ করা তো ইমপসিবল!
.
তাফসির,,,জানিনা কিভাবে করছে তবে যেভাবেই করুক আর যেখানেই রাখুক না কেন আমি তা খুজে বের করবোই!
.
শ্রাবন,,,আমি থাকবো তোর সাথে?
.
তাফসির,,,না ভাই কাজটা আমি একাই শেষ করতে চাই,কোন দরকার হলে তোমাকে জানাবো!
.
শ্রাবন,,,কিন্তু তুই একা কিভাবে করবি?আমি থাকি তোর সাথে!
.
তাফসির,,,না ভাই আমি একাই পারবো!
.
শ্রাবন,,,আচ্ছা ঠিকাছে তবে যেকোন দরকারে আমাকে জানাবি,ওকে?
.
তাফসির,,,হুম,জানাবো এখন চলো যাওয়া যাক?
.
শ্রাবন,,,হুম,চল!
.
.
অতঃপর শ্রাবন আর তাফসির টেক আউট থেকে বেরিয়ে শ্রাবনের গাড়ির সামনে এসে দাড়ালো!
.
.
শ্রাবন,,,কই যাবি এখন?
.
তাফসির,,,ছোট্ট একটা কাজ আছে,সেখানেই যাবো!
.
শ্রাবন,,,আচ্ছা গাড়িতে উঠ আমি তোকে পৌছে দিচ্ছি!
.
তাফসির,,,না,ভাই তার দরকার হবে না তুমি যাও!আমি চলে যেতে পারবো!
.
শ্রাবন,,,আচ্ছা ঠিকাছে,বাই!
.
তাফসির,,,ওকে,বাই!
.
.
শ্রাবন নিজের গাড়িতে উঠে চলে গেলো!আর তাফসির নিজের পকেট থেকে ফোনটা বের করে নোটকৃত গাড়ির নাম্বারটি একটা নাম্বারে ম্যাসেজ করে দিয়ে ঐ নাম্বারে কল দিলো!
.
.
তাফসির,,,হ্যালো!
.
অপরপ্রান্ত,,,হ্যা ভাই বলো!
.
তাফসির,,,তোকে একটা গাড়ির নাম্বার সেন্ড করেছি দেখ,ঐ গাড়ির ইচ এন্ড এভরি ডিটেইল’স আমার চাই,কে ঐ গাড়ির মালিক,কি করে,কোথায় থাকে,পরিবারে কে কে আছে?সব,বুঝলি?
.
অপরপ্রান্ত,,,আচ্ছা ভাই ঠিকাছে আমি তোমাকে ১ ঘন্টার মাঝে সবকিছু জানাচ্ছি!
.
তাফসির,,,ওকে!
.
.
১ ঘন্টা পর…
.
.
তাফসিরের নাম্বারে ঐ নাম্বার থেকে আবার কল আসলো!
.
.
তাফসির,,,হ্যা,বল কি জানতে পারলি?
.
অপরপ্রান্ত,,,ভাই ঐ গাড়ির মালিকের নাম আশরাফ চৌধুরি,পরিবার বলতে শুধু একটা মেয়ে আছে!আর ধানমন্ডি ৯/এ তে বাসা,বাড়ি নাম্বার ২০৫।
.
তাফসির,,,আচ্ছা ঠিকাছে রাখ!
.
অপরপ্রান্ত,,,আচ্ছা ভাই!
.
.
তাফসির কলটা কেটে দিয়ে রওনা দিলো ঐ বাড়ির উদ্দেশ্যে,কিন্তু অন্য একটা চিন্তা তাফসিরের মাথায় ঘুরপাক খাচ্ছে,আর সেটা হলো ও যতদূর জানে নওরিন এতিম ওর পরিবারে কেউ নেই তাহলে হঠাৎ ওর বাবা কোথা থেকে এলো?আর ও ঢাকাতেই বা কি করে এলো?ওর তো সিলেট থাকার কথা!নাহ আর ভাবতে পারছে না তাফসির,সবকিছু যেন তার কাছে গোলোকধাধার মতো লাগছে!ভাবতে ভাবতে কখন যে নওরিনের বাসার সামনে এসে পড়েছে তা ওর খেয়াল নেই।কিন্তু বাড়ির সামনে গিয়ে দেখে গেটে তালা ঝুলানো আর পাশে দারওয়ান বসে আছে!
.
.
তাফসির,,,চাচা গেটে তালা ঝুলানো কেন?
.
দারওয়ান,,,ওনারাতো বেড়াতে গেছেন,কালকে বিকাল নাগাদ এসে পড়বে!
.
তাফসির,,,আচ্ছা চাচা ঠিকাছে!
.
.
তাফসির বিষন্ন মন নিয়ে ওখান থেকে চলে আসে!ফুটপাত দিয়ে ধীর পায়ে এগিয়ে চলেছে সে,কিন্তু তার কাছে মনে হচ্ছে কে যেন তাকে ফলো করছে,কিন্তু পিছনে তাকাতেই দেখে কেউ নেই!
.
.
কালো অবয়ব,,,আমাকে খুজে লাভ নেই তাফসির,তুই বরং রাসমিককে খুজে বের কর!রাসমিককে আমার চাই এট এনি কস্ট!হা হা হা…!!
.
.
সবাই বলছেন বড় করতে,নেন করতেছি বড়,এখন বসে বসে ভাবেন যে এই কালো অবয়বটা আবার কে?
.
.
চলবে…!!
.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here