#ভালোবাসার_রোজ[পর্ব-০৮]
#আফরোজা_আনজুম
সকাল আটটায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে তৈরি হয়ে নিলাম। সাড়ে আটটায় ভার্সিটির গাড়ি আসে। বেশিরভাগ সময়ই ঘুমের কারণে মিস করে ফেলি। তখন অন্য গাড়িতে যেতে হয়। একা একা চলাফেরা করলে আব্বু আম্মু ভয়ে তটস্থ থাকে। তাই তাঁরা বলে ভার্সিটির গাড়িতেই যেন যায়। তৈরি হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি রুবা আর তিশা খেতে বসেছে। দুজনে মুখ ফুলিয়ে রেখেছে। হাতে পাউরুটি আর কলা। দেখেই আমার বমি পেলো। সবচেয়ে অপছন্দের খাবার। রুবা আমাকে দেখে প্লেট এগিয়ে দিলো। দাঁত দেখিয়ে হেসে বললো, ” আপু, এগুলো তোমার ভাগের। খাও।”
চোখ পাকিয়ে তাকালাম তার দিকে। চেয়ারে টেনে বসে উঁচু গলায় বললাম অন্যকিছু থাকলে আনতে, দেরি হয়ে যাচ্ছে। রান্নাঘর থেকে আম্মুর চিরাচরিত ডায়লগ শুনতে পেলাম ‘ ভাত খা ‘। রান্নাঘরে গিয়ে সমুচা নিলাম। নিঠুল ভাইয়ের পছন্দের খুব। গ্যাস্ট্রিকের সমস্যার জন্য বাইরের ভাজাপোড়া খায় না সে। তবে ঘরে বানানো সমুচা খেতে পছন্দ করে। ভাবলাম তার জন্য নিয়ে যায়।
” চাচী আম্মু, কয়েকটা সমুচা একটা বক্সে করে দাও না!” ছোট চাচীকে বললাম আমি।
আম্মু বাঁকা চোখে তাকিয়ে বললো, ” স্কুলে থাকতে তো জোর করেও কোনোদিন টিফিন নেওয়াতে পারলাম না। তোর পছন্দের কিছু রান্না করলেও নিতি না। আর আজকে তুই টিফিন দিতে বলছিস?”
” ভালো হয়ে গেছি আম্মু। তখন নিতাম না বলে খুব কষ্ট পেতে না! এখন থেকে নিবো। তবে যেদিন পছন্দের খাবার বানাবে সেদিন। তোমার ভালো মেয়ে না আমি! ”
আম্মু বললো, ” আমার ভালো মেয়ে হলে ভাত খেয়ে যা।”
মুখ কুঁচকলাম আমি। আম্মুর এই কথা শুনতে শুনতে কান গেলো আমার। আম্মুদের একমাত্র লক্ষ্যই বোধ হয় আমাকে ভাত খাইয়ে খাইয়ে মোটা করা। রুবা দেখেই নাকিকান্না করে বললো, ” রোজা আপু যেটা খেতে চায় সবসময়েই সেটা খাওয়ায় তাকে। তার সব কথা শুনে। আমি আর তিশা ছোট বলে পঁচা খাবারগুলো দেয়। তিশাও শুরু করলো একই কথা। বললাম ছোট বেলায় আমার উপরও খাবার নিয়ে এমন অত্যাচার চলতো। তাহলে তোদের উপর কেন নয়! এগুলো খেতে খেতে বড় হয়েছি আমি। তোরাও খা! খা!
তাদের উস্কে দিয়ে চলে আসলাম।
ভার্সিটিতে যাওয়ার ঘন্টা দুয়েক পরও নিঠুল ভাইয়ের দেখা পেলাম না। তার জ্বর কী সারে নি! ভাবলাম বাসায় যাই। নিঠুল ভাই আমাকে দেখে অবাক হলো। দরজার হাতল ধরে আমার দিকে ঝুঁকে জিজ্ঞেস করলো, ” আমাকে দেখতে এসেছিস?”
হাসছেও সে। আমি সোজা গলায় ‘না’ বললাম। সে ভ্রু কুচকে বললো, ” তাহলে কেন এসেছিস?”
আমার কিছু বলতে হলো না। আন্টিকে দেখলাম। আন্টি নিঠুল ভাইকে সরিয়ে দিয়ে রাগী গলায় বললো, ” কেন এসেছে মানে? এটা কী ধরনের কথা! তুই কেন যাস ওদের বাড়িতে প্রতি সপ্তাহে?!”
” শ্বশুরবাড়ির প্রতি আমার একটা দায়িত্ব আছে না! খবরাখবর নিতে যাই। ” আমার দিকে তাকিয়ে কথাটা বলে সোফায় গিয়ে বসলো সে।
আন্টি অবাক হয়ে বললো, ” শ্বশুরবাড়ি মানে!”
” ভাইয়ার শ্বশুরবাড়ি। সেটাই বললাম। ”
আন্টি ভেতরে নিয়ে গেলো আমাকে। তাঁর কাছ থেকে জানলাম আজ নিলু আপু আসবে।
” এখানে আয়।” আদেশের সুরে ডাকলো।
গেলাম না আমি। একটু আগে আসার কারণ জানতে চায়লো। কেন আমি আসতে পারি না এমনি! গত সন্ধ্যার মুহূর্তগুলো সে ভুলে গেছে! কোথায় একটু প্রেমিকাকে মতো আচরণ করবে, প্রেমময় চোখে তাকাবে তা না ; সারাক্ষণ কাট কাট গলায় কথা বলবে। রান্নাঘরে গিয়ে দেখলাম রিনি আপু খুবই ব্যস্ত। সাথে নিলয় ভাইও আছে। অনেকদিন পর দেখলাম। চাকরির জন্য শহরের বাইরে থাকতে হয় তাকে। আমাকে দেখে হেসে ভালো মন্দ জিজ্ঞেস করলো। আন্টি এসে নিলয় ভাইকে জোর করে পাঠিয়ে দিলো।বললো, ” তুই যা। তোর বউয়ের সাথে আমি আছি তো! কথা শুনছিস না কেন? রোজার সাথে কথা বল, যা।”
নিঠুল ভাই সোফায় আধশোয়া হয়ে বসে রিমোট হাতে নিয়ে টিভি দেখছে। নিলয় ভাইকে দেখে নাটকীয় ভঙ্গিতে বললো, ” চারপাশের মানুষজনের প্রেম পিরিতি দেখতে দেখতে গা জ্বলে গেলো আমার। ঘরে এসে দেখি রান্নাঘরেও প্রেম চলছে। কোথায় যাই আমি!”
‘ চুপ ফাজিল’ বলে নিলয় ভাইয়া রিমোটটা কেড়ে নিয়ে নিলো। নিলয় ভাই লাজুক, শান্ত প্রকৃতির। নিঠুল ভাই ঠিক তার উল্টো। রিনি আপু আসলে টিফিনবাক্সটা তাকে দিলাম। রিনি আপু বাক্স খুলে দেখে বললো, ” কী এনেছিস এগুলো? ”
আমি হেসে উত্তর দিলাম, ” সমুচা। চাচী আম্মু বানিয়েছিলো সকালে।”
” সমুচা! ছোট চাচীর বানানো সমুচা, না সমুচা না ছোট চাচীর রান্নার হাতটাই ভালো। দাও ভাবী। ” নিঠুল ভাইদের বললো।
রিনি আপু বাক্স নিচু নেমে দেখাতেই মুখ হা হয়ে গেলো আমার। এরাও একে অপরের দিকে তাকালো। তারপর সশব্দে হেসে উঠলো হু হু করে।
” কী এনেছিস রে রোজ? ছেঁড়া পাউরুটি আর অর্ধেক খাওয়া কলা! আম্মা দেখে যাও তোমার রোজ মামনি কী এনেছে? কন্জুস কী আর সাধে ডাকি!” হা হা হা করে হাসতে হাসতে বললো নিঠুল ভাই। ততক্ষণে আমি বুঝে গেলাম এগুলো রুবা, তিশার কাজ যখন রুমে গেলাম তখনই করেছে। খেতে পারে নি বলে আধখাওয়া গুলো এখানে ঢুকিয়ে দিয়ে সমুচা গুলো তাদের পেটে চালান করেছে। সেজন্যই তো আসার সময় রুবা ভদ্র মেয়ের মতো বললো, “আপু, টিফিনবাক্স ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। তুমি আবার নিতে ভুলে যাবে।”
আন্টিও এসে হাসিতে যোগ দিলো। লজ্জায় আমার কান্না চলে এসেছে। “সমুচা’ই দিয়েছিল। রুবা, তিশা করেছে এগুলো “, বলে ব্যাগ নিয়ে বের হয়ে গেলাম।
নিঠুল ভাই এসে আঁটকালো। বললো, ” কিছু না খেয়ে যাচ্ছিস কই! এতো কিছু এনেছিস। খালি মুখে যাবি?”
ধাক্কা দিয়ে সরিয়ে দিলে সে আমার হাত ধরে আটকালো। হেসে বললো, ” আরে মজা করছি। কাঁদছিস কেন গাধীর মতো?”
” রুবা, তিশা করেছে এগুলো। জানতাম না আমি। জানলে আনতাম না।”
” তুই জেনে শুনে এনেছিস এমন বলেছি নাকি আমরা! দেখে একটু হাসি আসলো তাই…”।
” একটু হেসেছো! হা হা করে হেসে আমাকে লজ্জায় ফেলেছো।”
” ঘরের মানুষ’ই তো আমরা।” আবারও হাসলো সে।
তার হাসি দেখে রেগে বললাম, ” সরো! আর কোনোদিন আসবো না আমি।”
” তোর আসতে হবে না। বিয়ে করে আমিই নিয়ে আসবো।”
এই কথায় লজ্জা পেলেও দেখালাম না তা। তবে রাগ কমলো। সে আমার হাত টেনে নিয়ে গেলো। দরজার সামনে যেতেই আবার বললো, ” তুই’ই মনে হয় প্রথম যে ছেঁড়া পাউরুটি, অর্ধেক কলা নিয়ে প্রেমিককে দেখতে এসেছে।”
কথা বাড়ালাম না আমি। কিছু বললেই উল্টো আরেকটা বলবে। আন্টিরা দেখে স্বাভাবিকভাবেই অন্য কথা চালিয়ে গেলো। আর নিঠুল ভাই! সে পাউরুটি, কলার বক্স নিয়ে মজা করতে লাগলো।
.
.
.
নিলু আপুুর সাথে সিয়াম ভাইয়া আর দিশা আপুও এসেছে। সিয়াম ভাইয়া আমাকে দেখে অবাক হয়ে হয়ে বললো, ” তোমাকে এখানে পাবো ভাবিনি। এসে ভালোই করেছি দেখছি।”
নিঠুল ভাই শুনে আমার দিকে কটমট চোখে তাকালো। সেদিন একটুখানি শুনতে পেলাম যে সিয়াম ভাইয়ার জন্য নাকি আমার কথা বলেছে হালকা পাতলা। আমি অবাক হলাম মাত্র কয়েকঘন্টা সাথে ছিলাম। এর মাঝেই সে আমাকে নিয়ে ভেবে ফেললো আর আমি বুঝতেই পারি নি! নিঠুল ভাই কয়েকবার বললো আমাকে, ” তোর ক্লাস নেই! ক্লাস মিস করছিস কেন? চল দিয়ে আসি।”
আন্টিরা বাঁধ সাধলো তাই তারও চুপ থাকতে হলো। কিছুক্ষণ পর সে রুমে ডাকলো। আমি যেতেই আমার হাত চেপে ধরে বললো, ” সিয়াম ভাইয়ের আশেপাশে ঘুরঘুর করছিস কেন বেয়াদব মেয়ে! জানিস না সে বিয়ের প্রপোজাল পাঠিয়েছে তোর জন্য!”
” হ্যা জানি। এখন কী তার থেকে পালিয়ে বেড়াবো? আমাকে তুলে নিয়ে বিয়ে করে ফেলবে?” মনে মনে হেসে বললাম আমি।
” আবার বড় বড় কথা! আমার জিনিসের দিকে চোখ দিচ্ছে সে। জানেনা বলেই এতো সাহস হয়েছে তার। বিমান থেকে টুপ করে পড়ে মেয়েদের পিছু লেগেছে। আর তুই… তুই তার সামনে সামনে হাঁটছিস বলেই তো পিছু নিয়েছে! ”
” কী আশ্চর্য! এক ঘরে উপস্থিত থাকলে সামনে পিছু তো হবোই। চলে যাওয়াই উচিত ছিলো আমার।” রাগ দেখিয়ে বললাম। তখন তো অনেক হাসলো, মজা নিলো। এবার জ্বেলাসিতে জ্বলুুক।
তাকে দেখিয়ে দেখিয়েই সিয়াম ভাইয়ার সাথে কথা বললাম, হাসলাম, আপ্যায়ন করলাম। পরে দেখলাম সেও দিশা আপুর সাথে কথা বলছে। তাকে রুমে নিয়ে গেলো আমার সামনেই। বেচারা মনে করেছে আমি জ্বেলাসিতে জ্বলবো। কিন্তু আমি তো জানি দিশা আপুকে একদমই নিতে পারে না সে। কিছুক্ষণ পর আমাকে ডাকলো। দিশা আপু বারান্দায় ফোনে কথা বলছিলো তখন। আমাকে এক টানে তার পাশে বসিয়ে বললো, ” আমি ডিসিশান নিয়েছি দিশাকে একটা চান্স দিবো। বেচারী আমার পেছনে অনেক ঘুরেছে।”
আমি হেসে বললাম, ” তো যাও। আমাকে ডেকেছো কেন? ”
নিঠুল ভাই সত্যি সত্যিই গেলো। দিশা আপুর পেছনে দাঁড়িয়ে রেলিঙে হাত রাখলো। তার নাকটা দিশা আপুর চুল ছুঁইছুঁই। খুব কাছে। মুহূর্তেই বুকটা কেমন করলো আমার। এরমধ্যে দিশা আপু পেছনে ফিরে হঠাৎ নিঠুল ভাইকে জড়িয়ে ধরলো। দিশা এমন করবে তা নিঠুল ভাই নিজেও ভাবতে পারে নি হয়তো। সে চমকে উঠে ছাড়িয়ে নিলো জোর করে। আমিও দৌড়ে চলে আসলাম সেখান থেকে। হঠাৎ কান্না পেলো আমার। রিনি আপুর রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। একটু পর দরজায় কড়া নাড়লো। নিঠুল ভাই এসেছে ভেবে খুললাম না। রিনি আপু ওপাশ থেকে বললো দরজা খুলতে। সে’ই কড়া নেড়েছে। অমন দৃশ্য দেখে আমার মনের অবস্থা কী হতে পারে সেটা জেনেও নিঠুল ভাই আসলো না একবারও। তাহলে কী সত্যি সত্যিই..। আর ভাবতে পারলাম না। খেতে বসলে নিঠুল ভাই আমার পাশে বসে ফিসফিস করে বললো, ” সিয়াম ভাইয়ের পাশে বসিস নি কেন? যা, আপ্যায়ন কর।”
খাবার টেবিলেও দিশা আপুকে নিয়ে আদিক্ষেতা দেখালো। তাদের আশেপাশে গেলাম না আর। বিকেলের দিকে তারা চলে গেলে নিঠুল ভাই রিনি আপুকে বলে, ” ঘরে মন টিকছে না ভাবী একদম। তারা চলে যাওয়ার সাথে সাথে আমার মনটাও নিয়ে গেলো।”
রিনি আপু হেসে বললো, ” দিশাই তাহলে সে। এতোদিন লুকিয়ে রেখেছিস। আজ তো সব দেখলাম। ”
আমি বললাম, ” আপু, চলে যাবো আমি। আব্বু মন খারাপ করবে।”
সবাই থাকতে বললো নিঠুল ভাই ছাড়া। রুম থেকে ব্যাগ আনতে গেলে পেছনে নিঠুল ভাই এসে দরজা বন্ধ করে দেয়। আমাকে তার কাছে টেনে মুখ কাছাকাছি এনে বলে, ” যাওয়ার আগে একটা চুমু দিয়ে যা তো! দিশাও দিয়েছে। কোনটার ফ্লেভার কেমন টেস্ট করি!”
আমি দাঁতে দাঁত চেপে তার দিকে তাকালাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বললো, ” আন্ডা চোখে এভাবে তাকাস কেন? দিশা চোখে এক সমুদ্র প্রেম নিয়ে কী সুন্দর তাকায়! চোখের দিকে তাকিয়েই থাকতে ইচ্ছে করে। ”
আমি এবার ঠোঁট টিপে কেঁদে দিলাম। নিঠুল ভাই হেসে আমাকে জড়িয়ে ধরে বললো, ” আমাকে জেলাসিতে জ্বালাতে আসবি তো নিজে দশগুণ জ্বলবি জেলাসিতে।”
” সে তোমাকে জ..জড়িয়ে ধরেছে। ” বললাম আমি।
সে বললো, ” আচ্ছা আমিও ধরবো..”
তার কথা শুনে আমি ছাড়ানোর চেষ্টা করলে সে আরো জোরে চেপে ধরে তার বুকের সাথে। হাসছে সে আর বললো, ” তোকে।”
#চলবে…