#অভিশপ্ত_জীবন
পর্ব ১০
লেখিকা #Fabiha_Busra_Borno

ধাক্কা দেওয়ার সাথে সাথে মুহিতের মাথা,, চেয়ারের কোনা লেগে কেটে যায় এবং উঁচু বারান্দা থেকে নিচের উঠোনের পড়ে যায়। আকস্মিক এমন ঘটনায় আমিও ঘাবড়ে গেলাম। আমি কখনো চাইনি এমন কিছু ঘটুক। মুহিতের হাত কিভাবে যেন মুচড়ে গিয়ে পড়েছে, হাতের কুনুই নাড়াতে পারছে না। আমি সাথে সাথে মুহিত কে টেনে তোলার চেষ্টা করি কিন্তু মুহিত ব্যাথা পেয়ে হিংস্র বাঘের মতো রেগে যায় আর অনেক জোরে চিল্লাচিল্লি করে। এতো রাতে কোন বাড়িতে চিল্লাচিল্লি মানে নিশ্চয়ই ভয়ংকর কিছু তাই আশেপাশের কয়েকটি বাড়ির মানুষ চলে এসেছে। রুনার বাবা মা রুনা সবাই আসছে। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে এখন,, সবার বুঝা শেষ কি হয়েছে, রুনা আর বড় ভাবি মুহিতের ফুলে যাওয়া হাতে পানি দিয়ে দিচ্ছে। পাড়া প্রতিবেশী সবাই যে যার ইচ্ছে মতো আমাকে কথা শোনাচ্ছে। আমি নির্বাক দর্শক দাঁড়িয়ে সবকিছু দেখছি আর সবার কথা শুনে যাচ্ছি।

মুহিতের হাত ফুলে গেছে তাই সকালে মেডিক্যাল নিয়ে গেছে। বেহায়া মন বারবার মুহিতের কি অবস্থা তা জানতে চাইছে কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতেও পারছি না। তাছাড়া আমার সাথে কেউ কথাও বলছে না। মুহিতের হাত বেন্ডেজ করে ও মাথায় সেলাই দিয়ে নিয়ে আসছে। পাড়ায় সবাই বলাবলি শুরু করলো আমি নাকি মুহিতকে রাতে মেরে ফেলার চেষ্টা করছি। এজন্যই লোকে বলে,, “কিছু টা বটে কিছু টা রটে”।
মুহিতের সাথে ওইদিনের পরে থেকে আর কোন কথা বলি নি মুহিত ও বলে নি।

রুনার ব্যাথা হচ্ছে, কোন প্রকার রিক্স নিতে চাই না। তাই সাথে সাথে রুনাকে মেডিক্যাল নিয়ে গেলো। দুই ব্যাগ রক্ত লাগবে। আমার সাথে ব্লাড ম্যাচিং হয় বলে আমি রক্ত দিলাম। যদি ও আগে থেকেই জানতাম ছেলে হবে। ছেলে টা কি সুন্দর। রুনার মায়ের কোলে আছে। আমি কোলে নিলাম অনেক আদর করলাম।বাড়িতে হাঁস মুরগী গরু আছে তাই আমি সন্ধ্যার আগে চলে আসছি। চার দিন ছিলো ওরা মেডিক্যাল, আমি প্রতিদিন রান্না করে দিতাম রুনার বাবা বা ভাই খাবার নিয়ে যেতো। বাচ্চা নিয়ে মুহিত বাসায় আসার পরে সব সময় বাচ্চাকে অনেক কিছু বলে আদর করে। কত্ত রকম খেলনা কিনে আনে।

এখন প্রতিদিনের সমস্ত কাজ আমাকে করতে হয়। রুনা একটা কাজও করে না। নিজের অবস্থা অনেক খারাপ, শুকিয়ে কাঠ হয়ে গেছি,চোখ গুলো বড় বড় হয়ে গেছে। যেহেতু নিজে রান্না করি তাই কোন কিছু খেতে বাঁধা নেই কিন্তু মুখে রুচি না থাকলে খাবার পেটে যাবে কিভাবে।

শামিম ফোন দিয়ে বললো আমি নাকি ফুপি হবো। অনেক খুশি লাগছে, পপির ছেলে হয়েছে, আমাকে আদর করে মাম্মা ডাকে। শামিমের ও যেন একটা ছেলে হয়। দুইদিন পরে আমি আব্বার বাড়িতে আসি। যদিও আসার সময় রুনার বকবকানি শুরু হয় বাড়ির কাজ করা নিয়ে কিন্তু আমি সেইসবে কান না দিয়ে চলে আসছি। আমার শরীরের অবস্থা দেখে সবাই মুহিতের কাছে যেতে নিষেধ করে। আমার নিজের ও ওই বাড়িতে কেমন চাকরানী চাকরানী মনে হয়।

আজ মুহিতের মোবাইল থেকে কল আসছে, রিসিভ করতেন রুনার কান্নার আওয়াজ পেলাম। সামির( মুহিত ও রুনার ছেলের নাম সামিউল ইসলাম সামি, নামটা আমার সাথে মিলিয়ে রেখেছে) নাকি খুব জ্বর। মনটা কেমন যেন করছে,, ছোট মানুষ হয়তো অবস্থা খুব খারাপ তাই পরের দিন সকালে বাড়ি গেলাম। সামির নিউমোনিয়া হয়েছে অথচ আমি রুনাকে পানিতে হাত দিতেই দিই না, বাচ্চার শরীর খারাপ হবে ভেবে । অথচ সব দোষ পড়লো আমার উপর।

বাড়িতে আসতে না আসতেই রুনা খোঁচা মেরে বললো,
আমার ছেলে তাই সব কিছু আমার করা লাগে, শীতের সময় সকাল বেলা বাচ্চার সব প্রসাবের কাথা, জামা কাপড় সব কিছু ধুই, বাড়ির কাজ না করলে আরেকজনের মুখ কালো দেখতে হয় বলে, সারাদিন এটা সেটা করি,, নিজের ছেলের যত্ন নেওয়ার সময় থাকে না তাও পুরো পাড়াতে আমার নামে গীবত গেয়ে বেড়ায়,, আমি নাকি কাজ করি না।

আর সহ্য করতে পারলাম না, সাথে সাথে আমিও উত্তর দিলাম,,
বাচ্চার কাঁথা কতদিন আগে ধুইছিস বল,আর বাড়ির কোন এটা সেটা কাজ তুই করিস সেটাও বল,বাচ্চার নিউমোনিয়া হয়েছে তোর বাড়ির কাজ বা অন্য কিছু করার জন্য না, হয়েছে প্রতিদিন রাত-বিরেতে গোসল করার জন্য। বর কে হাতের মুঠোয় রাখার জন্য কানের কাছে ফুসমন্তরের পাশাপাশি এমন কোন কাজ আছে যা তুই করতে বাকি রাখছিস??

মুহিতের সামনে ঝাড়ু পড়ে ছিলো,, সেটা দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। হতভম্ব হয়ে গেলাম এমন আচরণ দেখে। মুহিত চিল্লায়ে বলছে,

বাজী(বন্ধা মেয়েকে গ্রামের ভাষা বাজী বলে) মা*গী,,সব সময় বাপ ভাইয়ের টান টানিস,, বাড়িতে এতো কাজ ফেলে রেখে ভাইয়ের সাওয়াল হওয়ার উৎসব পালন করতে গেলি কেন? তোর বাপ ভাই তোকে খাওয়ায় নাকি পড়ায়? মাসের মধ্যে কয়বার তোর বাপের বাড়ি যাওয়া লাগে? নাকি পুরান না/ঙ্গের কথা মনে পরে তাই অজুহাত পেলেই ছুটে যাস??

ঘিন্নায় বমি আসছে এমন কথা শুনে।
আমিও বললাম, যে যেমন, তার চিন্তা ভাবনা ও তেমন। যদি না/ঙ্গ থাকতো তাহলে তোর সংসারে এতো অশান্তি সহ্য করে পড়ে থাকতাম না। আর আমি বন্ধা কার জন্য হলাম সেটা একটু ভেবে দেখ, উত্তর পেয়ে যাবি। আর হ্যাঁ আজ বন্ধা বলেই ভাতারখাকি এক সাওয়ালের মাকে তোর বউ হিসেবে পেয়েছিস।

মুহিত কয়েকটা লাথি মারে আমার মুখে,, ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে আমার,ইচ্ছে করছিলো পড়ে থাকা ঝাটা দিয়ে আমি দিই কয়টা। যেহেতু এর আগেকার স্বামী কে মারার দুর্নাম আছে আমার তাই নিরবে সহ্য করলাম। বড় জা এসে আমাকে ছাড়িয়ে নিয়ে গেলো। ঝাটার খিলাল গুলো আমার হাতে ফুটেছে। বিনা অপরাধে মার খেয়ে খুবই রাগ হলো। আর না এখানে, দরকার হয় মানুষের বাড়িতে একবেলা কাজ করে একটা পেটের ভাত জোগাড় করবো তবুও নিজের অস্তিত্ব খোয়াইয়ে এখানে থাকবো না। রাতেও বাড়িতে যায় নি।

পরের দিন সকালে শামিম এসে থানায় নারী নির্যাতন মামলা দেবে বলে আমাকে নিয়ে যায়। এইসব কোট-কাচারি আমার ভালো লাগে না। তাই গ্রামের মেম্বার চেয়ারম্যান নিয়ে বসার আয়োজন করা হয়। যেহেতু সমস্যা টা সেই শুরু থেকে তাই কোন কিছু শোনার আগেই সব দোষ মুহিতের বলে সাবস্ত হয়।
ওই বৈঠকে আমার যাবতীয় কিছু ফেরত দিয়ে আমাকে ডিভোর্স করে।

আমি আবারও অভিশপ্ত জীবন নিয়ে সংগ্রাম শুরু করি। মা আব্বার বয়স হয়েছে,, শামিমের উপর সংসারের সমস্ত দ্বায়িত্ব। প্রথম প্রথম ৩/৪ মাস শামিম এত বউ (ফাহিমা) আমার সাথে খুব মিলে মিশে ছিলো। কি রান্না করবে না করবে আমাকে জিজ্ঞেস করতো। বুঝতাম ফাহিমা আমাকে বেশ ভয় করে।

শামিমের বিয়ে হয়েছে পাশের গ্রামে,, মাঝেমধ্যে মাঝে শশুর বাড়ি থেকে এ ও আসে। কিন্তু আমার সাথে কেমন ভাবে কথা বলে। যদি আমি তাদের জিজ্ঞেস করি কেমন আছেন তাহলে শুধু উত্তর দেয়। ফাহিমা ও রাগ রাগ করে আমার সাথে। যাওয়ার কোন যায়গা নাই তাই সব কিছু বুঝেও না বোঝার মতো থাকি। কিন্তু এভাবে আর কতদিন। প্রায়-ই দিনের মতো আজও, মায়ের সাথে ফাহিমার ঝগড়া হয়। কোন মেয়ের সামনে যখন মায়ের সাথে ভাইয়ের বউয়ের ঝগড়া হয় তখন প্রতিটি মেয়েই মায়ের পক্ষ নিবে। আমিও তার ব্যাতিক্রম নই। তখন ফাহিমা আমার মুখের উপর বলে, সতীনের জীবন জ্বালিয়ে খেয়ে হয় নি এখন মায়ের সাথে মিলে আমার জীবন তছনছ করতে আসছে।

সাথে সাথে শামিম ফাহিমাকে থাপ্পড় মারে আমিও শামিম কে থাপ্পড় দিলাম। কেন সে গর্ভবতী মেয়ের গায়ে হাত তুলবে। আমি বাইরের বাগানে বসে কান্না করছি। ফাহিমা হয়তো ঘরে সুয়ে আছে। মা এখনো থামেনি,, শাশুড়ীরা একটু বেশিই বলে ছেলের বউদের। হোক না সে নিজের মা, কিন্তু সেও অন্য মেয়ের শাশুড়ী। ফাহিমার-ই বা দোষ কই, নিজের সংসারে আমার মতো উটকো ঝামেলা কেউ-ই চাই না।

কোন রকম কেটে গেছে আরো কিছু দিন। ৮ মাস শেষ না হতেই হঠাৎ এক রাতে ফাহিমার খুব ব্যাথা উঠে। গ্রাম থেকে রাতের বেলা মেডিক্যাল যাওয়া সম্ভব না তাই সকালের অপেক্ষায় থাকি। কিন্তু রাত শেষ না হতেই শামিমের মেয়ে হয়েছে। শামিমের শাশুড়ী, চাচি শাশুড়ী সহ কয়েকজন মেয়ে মানুষ সকালে এসে তিনদিন পরে ফাহিমা কে উনাদের বাড়িতে নিয়ে যাবে বলে সন্ধ্যার আগে চলে যায়। যেহেতু পাশের গ্রাম তাই কোন প্রব্লেম নাই। কিন্তু যাওয়ার সময় উনারা নাকি আমাদের পাড়ার একজনের কাছে কি কি সব বলে গেছে,,

ওদের নতুন সংসার, আবার বাচ্চা হলো এখনই আয় উন্নতি করার সময় কিন্তু সুমি এসে বোঝা হয়েছে। একটা মানুষের কত খরচ, এখন সংসার টানবে নাকি বউ বাচ্চা টানবে নাকি বোন বাপ মাকে চালাবে, এইরকম অনেক কথা।

এই কথা গুলো ওই মহিলা আবার আমার মা কে বলে দিয়েছে।এই নিয়ে মা শুরু করেছে তুলকালাম। ফাহিমার সামনে ওর মাকে ইচ্ছে মতো বলে যাচ্ছে। মায়ের এইসব চিল্লাপাল্লাতে আমার সম্মান গুলো তুঙ্গে উঠছে। আমি যতই থামতে বলছি মা ততই আরো জ্বলে উঠছে, ফাহিমা সাথে সাথে ওর মায়ের কাছে ফোন দিয়ে সব বলে দেয়। সন্ধ্যার পরে পপিও এসেছে। মা রাতে বসে থেকে যা কিছু বাড়িতে হয়েছে সব কিছু বলে পপিকে।

আজ ফাহিমা কে নিতে আসবে। সকাল থেকে ব্যাস্ত সময় পার করছি। ওখান থেকে ৫০ জন লোক এসেছেন। সবার খাওয়া দাওয়া শেষে মা আর পপি সেই কাহিনী গুলো নিয়ে লেগে যায় আবারও ঝগড়া। যে যাদের ইচ্ছে মতো বলে যাচ্ছে। এভাবে আর বাঁচা সম্ভব না। আমি যেখানে যাবো সেখানেই এমন অশান্তি হবে তাই সিদ্ধান্ত নিলাম সেই মহাপাপ করার জন্য যা করলে কখনো জান্নাত পাবো না। জমিতে দেওয়া অনেক রকম কীটনাশক বাড়িতে সব সময় থাকে আমি সেগুলো থেকে,,,,,,

চলবে,,,,

বানানে ভুল হতে পারে 🙂
এতো সময় নিয়ে যারা গল্প পড়েন তারা যদি সামান্য দুই/এক সেকেন্ড সময় নিয়ে একটা কমেন্ট বা রিয়েক্ট দেন তাহলে লেখার আগ্রহ বাড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here