#Gangster_Husband
#Part_2
#writer_Fariha_Jannat_Oriddhi
,
বর্ণ:::মনিমা,,,,,,,,,,,
,
মনিমা::: মেয়েটি কে,,,,,,,,,,
,
বর্ণ::: বর্ণ কাউকে কৈফিয়ত দেয় না,,,,,,,,, [ চলে যেতে নেয় ]
,
মনিমা::: চুপ,,,,, বেয়াদব কিছু বলি না বলে এই না যে তুমি মাথায় চড়ে বসবে,,,,,,,, আগে যানতাম তুমি গুণ্ডামি করলেও মেয়েদের সন্মান দিতে যান,,,,,,, কিন্তু না আমি ভুল,,,,,,,, কোথা থেকে কোন মেয়েকে জোর করে নিয়ে এসেছো,,,,,,,,,,
,
বর্ণ::: ব্যাচ তোমার কথা বলা শেষ,,,,,,,[ ভয়ঙ্কর রূপ ধারণ করে]
,
মনিমা::: নাহ্,,,,,, তুমি এখনি মেয়েটাকে সসম্মানে তার বাড়িতে দিয়ে এসো,,,,,,, ভুলে যেও না আমি আনোয়ায়া চৌধুরী এখনও বেঁচে আছি,,,,,, আমি বেঁচে থাকতে আমার ছেলের করে যাওয়া শকের বাড়িতে এইসব গুণ্ডামি তো করতে দিবা না,,,,,,, গুণ্ডামি যদি করতেই হয় তাহলে বাহিরে যেয়ে করো,,,,, এই বাড়িতে না,,,,,,,,
,
[ বিন্দু এই সব শুনে চোখ অফ করে আছে,,,,,,, বাসার সবাই নিরব দর্শকের মতো দেখছে,,,, কারণ এখানে যে দুইজন কথা বলছে তাদের দেখে এই বাফার সবাই ভয় করে,,,, মনিমা এই ভদ্র মহিলাটি হচ্ছে বর্ণের দাদি,,,, এই বাড়ির সবকিছু,,,, তার কথামতো সবাই চলে শুধু বর্ণ ছাড়া ]
,
বর্ণ::: মানিমা,,, আমি কোন মেয়েকে তুলে নিয়ে আসি নি ও হচ্ছে এই বাড়ির বউ,,,,,,, তোমার নাথ বউ,,,,,,, বরণ করে ঘরে নেওয়ার ব্যবস্থা করো,,,,,,,, ডাক সবাইকে,,,,,,,,,,,, বর্ণ বউ নিয়ে এসেছে তো,,,,,, [ জোড়ে শয়তানি হাসি দিয়ে ]
,
মনিমা সহ উপস্থিত সবাই বড় সড় শক খায়,,,,,,,, কারণ সবাই জানে বর্ণ চৌধুরীর মেয়ের প্রতি কোন ইন্টারেস্ট নাই,,,,,,,, হঠাৎ আজকে একটা মেয়ে কোলে করে নিয়ে এসে বলছে ওর বউ এট কেউ বিশ্বাস করতে পারছে না,,,,,,,,,,
,
মনিমা::: এই বাড়ির বউ মানে,,,,,,, রাস্তা থেকে যাকে তাকে তুলে নিয়ে এসে বলবি এই বাড়ির বউ,,,,, বরণ করে ঘরে তোল,,,,, তা তো হবে না,,,,,,,, যেখান থেকে ঐ মেয়েকে নিয়ে এসেছিস আবার সেখানে রেখে আয়,,,,,,,,,,
,
বর্ণ::: আমি যাকে তাকে এই বাড়ির বউ করে নিয়ে আসিনি মনিমা,,,,,,,, আমি বেলাল জামানের মেয়ে বিন্দু জামানকে বিয়ে করে নিয়ে এসেছি এতে
তুমি বরণ করে ঘরে নিবা না নিবা না তা তোমার ব্যাপার আমার না,,,,,,,,, আমি প্রতিশোধ চাই কঠিন প্রতিশোধ,,,,,,,, [ বলে বিন্দু কে উপরে নিজের রুমে নিয়ে যায় বর্ণ ]
,
এদিকে আনোয়ারা চৌধুরী ভাবছে,,,,,,বর্ণ এই মেয়েকে বিয়ে করেছে প্রতিশোধ নিতে,,,,,, কিন্তু বিন্দুর তো এতে কোন দোষ নেই তাহলে ওকে শাস্তি দেওয়া ঠিক হবে না,,,,,,,,, দেখি যদি বর্ণকে বুঝাতে পারি,,,,, মেয়েটাকে ছেরে দিতে,,,,,, [ বর্ণের রুমের দিকে যায় ]
,
এদিকে বর্ণ বিন্দুকে রুমে নিয়ে এসে খুব জোরে বেডে ফেলে দেয়,,,,,, একটা মানুষের উপর সবচেয়ে বেশি ঘৃণা করলে তাকে এইভাবে ছুড়ে ফেলে দেওয়া যায়,,,,,,,,,
,
বিন্দু ::: আহ্,,,,,, আউচচচচচচচ,,,,,,,, এভাবে কেউ ফেলে দেয়,,,,,, ও মা গো আমার হাড় গুড় সব গেলো গো,,,,,,,, রাক্ষস, উগান্ডা,জলহস্তি,,,,,,, লাগে না আমার,,,,,,,,,
,
বর্ণ::: লাগবে জান,,,,,,, আর বেশি করে লাগবে,,,,,, সবে তো শুরু,,,,, নিজেকে তৈরি করে নাও আমার প্রতিশোধে আগুন সহ্য করার জন্য,,,,,,,, আমি নিজে যে আগুনে জ্বলছি তোমাকেও সেই আগুনে জ্বলতে হবে,,,,,,,,, আই প্রোমিস,,,,,,,,, [ওর খুব কাছে যেয়ে]
,
বিন্দু বুঝতে পারছে না বর্ণ কিসের প্রতিশোধের কথা বলছে,,,,,,,, ও তো কিছু করে নি তাহলে,,,,,,, এমন করছে কেন বর্ণ,,,,,,, বিন্দু বর্ণকে চেনে তিন মাস যাবৎ প্রথমে বর্ণ বিন্দুকে তার বাবার ফ্রেন্ডের ছেলে বলে পরিচয় দেয়,,,,,, বাট বিন্দু বিশ্বাস করে না,,,,,, পরে আস্তে আস্তে বর্ণ ওদের ফ্যামিলির সব কথা বলে,,,,,,, বর্ণের বাবার সাথে বিন্দুর বাবার ছবি দেখায়,,,,,,,,, আর কিছু ফ্যামিলি ছবি দেখায়,,,,,, সেই ছবি গুলোতে দুই ফ্যামিলির সবাই আছে,,,,,,,,,,,, তার পর থেকে বিন্দু বর্ণের সাথে মাঝে মাঝে কথা বলতো কিন্তু সেভাবে না,,,,,,,,, আজ বিন্দু কলেজ ছুটির পরে বাহিরে এসে গাড়িতে উঠতে যাবে আর তখনি বর্ণ তাকে জোড় করে তুলে নিয়ে আসে,,,,,,,, [ তারপরের ঘটনা গুলো তো আপনারা জানেন]
,
বর্ণ বিন্দুর খুব কাছে চলে আসে,,,,,,, বিন্দু রেগে যেয়ে বর্ণের শার্টের কলার ধরে বলে,,,,,, তুই গুণ্ডা হতে পারিস,,,,, কিন্তু আমার কাছে দেখাতে আসবি না,,,,,, ভুলে যাস না আমি বিন্দু জামান আমি ও দেখে নিবো তুই কি করতে পারিস,,,,,,, আর সাবধান করছি আমায় ছোয়ার চেষ্টা করবি না,,,,,,, তাহলে ভালো হবে না,,,,,, আর তুই কিসের প্রতিশোধের কথা বলছিস হ্যাঁ,,,,,, আমি তোর কোন জন্মের পাকা ধানে মই দিছি,,,,,,, [ রাগ করলে বিন্দুর মাথা ঠিক থাকে না তাই সে রাগের মাথায় কথা গুলো বলে দেয় ]
,
বর্ণ::: আমার কলার ছাড়ো,,,,,,, বর্ণ চৌধুরীর কলার ধরা এতো বড় সাহস তোমার,,,,,,, মুখে,,,,, তোতাপাখির মত কথা ফুটেছে তাই না,,,,,,,,, কথা থাকবে না,,,,, আর কি যেন বলছিলে কিসের প্রতিশোধ কোন জন্মের প্রতিশোধ,,,,,, পরে বুজতে পারবে,,,,,,, আর তোমা ছোঁয়া যাবে না,,,,, বলছো তো,,,,,,, রেডি থেকো আজকে রাতের জন্য,,,,,,,, [ওর হাত শক্ত করে ধরে বললাম কথা গুলা ]
,
বর্ণ কথা গুলো বলে ওয়াশরুমে যায়,,,,,,, আর বিন্দু এইদিকে কাদছে আর বলছে তার সাথে এমন কেন হলে,,,,,, তার কি অপরাধ,,,,,,,, কোন অপরাধে বর্ণের মত একজনকে তার স্বামী হিসাবে পেল তার লাইফে,,,,,,,,,,,
,
এদিকে আনোয়ারা চৌধুরী এসেছিলে বর্ণকে রাজি করানোর জন্য যাতে তার অন্ধ জীবন ও প্রতিশোধের সাথে যেন বিন্দুর মতো নিষ্পাপ মেয়েকে না জড়ায়,,,,,, কিন্তু বিন্দুর আর বর্ণের বলা কথা গুলো সে শুনতে পারে,,,,,,,,,
এই সেই মেয়ে যে বর্ণের মত গুন্ডা রাগি জেদি ছেলেকে ঠিক করতে পাররে,,,,,,, ও ওর ভালোবাসা দিয়ে বর্ণের প্রতিশোধের আগুন নিভিয়ে দিবে,,,,,,, যদি আমি মেয়েটা কে ভুল না চিনি,,,,,,, মেয়েটাকে যে করেই হোক এই বাড়িতে রাখতে হবে,,,,,,,, বলে নিচে গেল,,,,,,,
,
কুসুম,,,,, ভোলা কোথায় তোরা,,,,,,, বাসায় নতুন বউ এসেছে,,,,,,, সেই দিকে কি তোদের খেয়াল আছে,,,,,,,,
,
কুসুম কোন মনিমা কি করতে হইবো,,,,, আর ভোলা তো বাহিরে গেছে ফুল আনতে,,,,,,, আজ আমগোর ছোট সাহেবের বাসর হইবো সেই জন্য,,,,,,, ছোট সাহেব নিজেই দিয়া পাঠাইছে,,,,,,,,,
,
কুসুম আর ভোলা হলো এই চৌধুরী বাড়ির কাজের মেয়ে ও ছেলে খুব বিশ্বস্ত তারা,,,,,,,,
,
মনিমা::: ওহ্,,,,,, তুই বর্ষাকে আমার কাছে দেকে নিয়ে আয়,,,,,,,,,
,
আছ্ছা,,,,,,,,,,
,
কিছুক্ষণ পর,,,,,,,,
মনিমা আমায় ডেকেছিলে,,,,,,,,
,
হুম,,,,, দিদি মনি,,,,,,, এসো আমার কাছে,,,,,,,, এই নাও,,,,,,
,
মনিমা এগুলো দিয়ে আসি কি করবো,,,,,,,,,
,
মনিমা::: এই বেনারসী আর গহনা গুলো দিয়ে তোমার বৌমনি কে সাজিয়ে দাও,,,,,,,,
,
বর্ষা::: কিন্ত,,,,,,,,
,
মনিমা :::: কোন কিন্তু না,,,, আমি বিয়েটা মেনে নিয়েছি,,,,,,, আর তোমরা সবাই বিন্দুকে ঐই বাড়ির বউমনি হিসেবে মেনে নিবা,,,,,,,,
,
ওকে মনিমা,,,,,,,,,
,
বর্ষা হচ্ছে বর্ণের একমাত্র ছোট বোন,,,,,,, খুব মিষ্টি দেখতে,,,,,,,, বর্ণ যতোটা দেদি ও তোতা শান্ত,,,,,,, সবার আদরের সে,,,,,,,,,,
,
বিন্দু বসে থেকে কাঁদছে,,,,,,,, বর্ণ ওয়াস রুম থেকে বের হয়ে,,,,,, সজোরে দড়জা লাগিয়ে দিয়ে বাহিরে যায়,,,,,,,,,
,
এহেম,,,,,,,,
,
বিন্দু করো গলার আওয়াজ পেয়ে সেই দিকে তাকায় দেখে তার মত বয়সের মিষ্টি একটা মেয়ে,,,,,,,,
,
বর্ষা::: কি তুমি আমায় চিনতে পারছো না তাইতো,,,,,, আমি হচ্ছি রায়বাঘিনী,,,,,,, বলে হেসে দেয়,,,,,
,
বিন্দু ওর দিকে জিজ্ঞাসার ভঙ্গিতে তাকিয়ে থাকে,,,,,,,,, ,
বর্ষা ::: ওহ্ সরি বুঝতে পারছো না তো,,,,, আমি তোমার একমাএ ননদ,,,,,, বর্ষা,,,,,, বৌমনি,,,,,,,,, বলে জরিয়ে ধরে,,,,,,,,
,
বিন্দু বর্ষা এভাবে জড়িয়ে ধরাতে খুব ভালো লাগছে,,,,, মনে হচ্ছে ও যেনে বিন্দুর আপন জন,,,,, অথচ আজ ত2কে প্রথম দেখেছৈ,,,,,,, বর্ষা আরও অনে মজার মজার কথা বলে বিন্দু কে হাসাচ্ছৈ,,,,, বিন্দু যেন এইবাড়িতে কাছের ও কথা বলা মতো মানুষ পেলো,,,,,,,,,
,
বর্ষা::: বৌমনি দেখ তোমাকে কতো সুন্দর করে সাজিয়েছি,,,,,,,,,,
,
বিন্দু কথা আর হাসির তালে এতোটা মগ্ন ছিলো যে সে বুঝতেয় পারে নি,,,,,, সাজ হয়ছ গেছে,,,,,,,,,, সে আয়নায় নিজেকে দেখে,,,,,,, মেরুন কালারের শাড়িতে তাকে অসম্ভব সুন্দর লাগছে,,,,,,, ভারি গহনাও পরিয়ে দিছে,,,,,, গহনা গুলো মনে হচ্ছে আগের হবে,,,,,, কজ আনেক ভারী কিন্তু কাজ গুলো অনেক সুন্দর,,,,,,,,,,,, চোখে কাজল,,,,, ঠোঁটে লিপস্টিক,,,,,, কপালে ছোট একটা স্টনের টিপ,,,,,, হালকা মেক আপ,,,,,, সব মিলিয়ে বিন্দু কে পরীর মত লাগছে,,,,,,,,,,
,
বৌমনি,,,,,,
,
হুম বলো,,,,,,
,
আজ ভাইয়া তোমাকে দেখে ফিদা হয়ে যাবে,,,,,, যা সাজিয়েছি না,,,,,,,,, নজর না লেগে যায়,,,,,,,,,,,
,
বর্ণের কথা বলতেই বিন্দুর মুখটা ছোট হয়ে যায়,,,,,,,, কারণ ওকে তো আজকে বর্ণের জন্য এভাবে সাজিয়ে দেওয়া হয়েছে,,,,,,, বর্ণ জানোয়ারের মত তার উপর ঝাপিয়ে পড়বে,,,,,,,, নাহ্ এ হতে দেওয়খ যাবে না আমায় কিছু একটা করতেই হবে,,,,,,,,,,,
,
কি হলো বৌমনি,,,,, কোথায় হারিয়ে গেলা,,,,,,

ক ইইইই না তো,,,,,
,
কি নাহ্,,,,,,,,,
,
কিছু না,,,,,,,,,
,
আচ্ছা চলো তোমায় ভাইয়ার ঘরে দিয়ে আসি,,,,,,,,
,
এ কথা শুনে বিন্দুর বুকের ভিতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে,,,,,,, মানুষ রূপী জানোয়ারের থেকে ও নিজেকে আজ কি ভাবে রক্ষা করবে,,,,,,,,,,
,
বর্ষা বিন্দুকে বর্ণের রুমে দিয়ে যায়,,,,,,,, বিন্দু ঘুরে ঘুরে রুমটা দেখে,,,,,,, অনেক রকমের ফুল ও ছোট ছোট লাইট দিয়ে রুমটা সাজিয়েছে,,,,, এতটুকু সময়ের মধ্যে এতকিছু,,,,,,,,, বিন্দু বেডে যেয়ে ফুলে মধ্যএ বসে আছে,,,,,,, আর ভাবছে সব মেয়ের এই রাতটা নিয়ে কত সপ্ন থাকে,,,,,,,, যে তার সপ্নের রাজকুমারেঋ সাথে এই রাতটা উপভোগ করবে কিন্তু তা আর হলো না,,,,,,, বর্ণ সব শেষ করে দেয়,,,,,,,,,, যাকে ঘৃণা করি তাকে কি ভাবে স্বামীর অধিকার দেব,,,,,,,, এসব ভাবতে ভাবতে কেউ রুমে এসে দরজা লক করে দেয়,,,,,, সে টা আর কেউ না,,,,, বর্ণ নিজেই,,,,,,,
,
শয়তানি হাসি দিয়ে বর্ণ বিন্দুর দিকে এগতে থাকে,,,,,,,,, ,
বিন্দুর হাত পা কাপছে,,,,,,,,,, এক্ষুনি যে তাকে ছিড়ে খাবে মানুষটি,,,,,, এই গুন্ডাটার উপর কোন বিশ্বাস নেয় তার,,,,,,,,,,,
,
বর্ণ বিন্দুর খুব কাছে চলে যায়,,,,,,,,,,
,
বিন্দু ::::আমার কাছে আসবেন না দোহাই আপনার,,,,,,, প্লিজ আমায় ছেড়ে দেন,,,,,,,,,,
,
নাহ্হ্হহ্হ্হহ্হ্,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,
চলবে,,,,,,,,,,,,,,,
[ বিঃদ্রঃ ভুল ত্রুটি ক্ষমা করবেন ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here