#Gangster_Husband
#Part_1
#Writer_Fariha_Jannat_Oriddhi
,
আমি আপনাকে কিছুতেই বিয়ে করতে পারব না,,,,,,,,, বিয়েটা কি ছেলে খেলা নাকি,,,,, যে যখন যাকে খুশি বিয়ে করবো,,,,,,,, আর ইচ্ছা হলো না ছেড়ে দিব,,,,,,,,[রেগে কথা গুলো বললো বিন্দু ]
,
ব্যাচ অনেক হয়েছে তোমার বড় বড় লেকচার,,,,,,,,, আমি পিচ্চি মেয়ের কাছে থেকে লেকচার শুনতে রাজী না,,,,,,,, আমি বর্ণ,,,,,,, বর্ণ চৌধুরী আমি কারো কথা শুনি না,,,,,,,, আমি যা চাই তা পাই আর না পেলে তা জোর করেই ছিনিয়ে নেয়,,,,,,,,,, তোমায় তো বিয়ে করতেই হবে জান,,,,,,,,,,,,
,
আমি মরে গেলেও আপনার মতো Gangster কে বিয়ে করবো না,,,,,,, যে কি না আমার চোখের সামনে একটা মানুষ কে মেরে ফেলল,,,,,,, আমি তাকে বিয়ে করবো,,,,,,,,,,, এর থেকে আমার মরণ ভালো,,,,,,,,,,,,
[ বিন্দু ]
,
সুইট হার্ট,,,,,,,,, বেশি কথা না বলে এই পেপার এ সাইন করে দাও,,,,,,,,, আর যদি না করো তার ব্যবস্থা ও আমার কাছে আছে,,,,,,,,,,
,
আমি সাইন করবো না,,,,, আপনি যা ইচ্ছা করতে পারেন,,,,,,, আমি আপনাকে ভালো জানতাম,,,,,,,,আপনি আমার বাবার বন্ধুর ছেলে তাই আমি আপনাকে ভাইয়া বলে ডাকতাম আর আপনি কি করলেন আমার বিশ্বাসের এই মুল্য দিলেন,,,,,,,,,,,, আমি আপনাকে দেখে নিবো,,,,,,,,, ছিঃ
,
আরে জান পরে দেখে নিও,,,,,, আগে সাইনটা কর,,,,,, রাতে দেখো যত খুশি ততো,,,,,,,,,,, [চোখ টিপ মেরে]
,
নাহ্ আমি সাইন করবো না,,,,,,,,,,,
,
ওকে,,,,,,,, এই জনি রনি,,,,,,,, come in
,
বিন্দু সামনে তাকিয়ে চমকে যায় কারণ দুইটা লোক তার বাবার মাথায় গান ধরে চোখ মুখ বাধা অবস্থায় নিয়ে এসেছে,,,,,,, ওর বাবা বলছে তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছো,,,,,,, এভাবে,,,,,, আমার চোখের বাঁধন খুলে দাও,,,,,,, আমি বেলাল জামান,,,,, বিশিষ্ট বিজনেস ম্যান,,,,,,,, এক বার শুধু চোখের বাঁধন খুলে দাও তারপরে দেখবো তোমাদের কে বাঁচাবে,,,,,, আমার গায়ে হাত,,,,,,,,, কার এত বড় সাহস,,,,,,,,,,,,,
,
জনি রনি উনার বাঁধন খুলে দাও,,,,,,,,
,
ইয়েস স্যার,,,,,,
,
শশুড় মশাই দেখে নেন,,,,,,,,, আপনার একমাএ মেয়ে জামাইকে,,,,,,,,, আমার
সাহসের জন্য আমি আপকে নিয়ে এসেছি,,,,,,,, কি চিনতে পারছেন,,,,,,,,, বর্ণ
,
বর্ণ তুই,,,,,,,,,, আমাকে এইভাবে ধরে এনেছিস,,,,,,, লজ্জা করে না তোর,,,,,,, বাবার বয়সী একজনকে গুন্ডা দিয়ে এ ভাবে ধরে এনেছিস,,,,,,,,,,,
,
নাহ্ লজ্জা করে না,,,,,,,,, সেই দিন আপনার লজ্জা করে নি,,,,,, এইভাবে বড় বড় ডায়ালগ দিচ্ছেন,,,,,,,,,
,
কি চাস তুই,,,,,,,,,
,
চাই তো অনেক কিছু,,,,,,, কিন্তু এখন শুধু আপনার মেয়ে হলেয় চলবে,,,,,,, আপনার মেয়েকে চাই আমি,,,,,,,,,,, [জোরে বললাম ]
,
বিন্দুর বাবা তখন খেয়াল করে বিন্দু চেয়ারে বসে কাঁদছে,,,,,,,,,, মা মরা মেয়ে বিন্দু,,,,,, বাবা তাকে খুব বেশী ভালবাসে,,,,,, বাবার জান হচ্ছে বিন্দু,,,,,,,,,,, খুব জেদী,,,,,, যখন যেটা চাই তখন সেটাই দিতে হয়,,,,,,,, দেখতে একদম পুতুলের মত,,,,,গায়ের রং ফর্সা,
চোখ দুটো মায়ায় ভরা,, ঠোঁটের নিচে ছোট একটা তিল রয়েছে যার জন্য তার তার সৌন্দর্য আরও বৃদ্ধি করছে,,,,,,,,, বয়স সতেরো বছর,,,,,,, ইন্টার সেকেন্ড ইয়ারে পরে,,,,,,,,, সবার চোখের মনি বিন্দু,,,,,,,,
,
পাপা তুমি এসেছ আমায় এখান থেকে নিয়ে যাও পাপা ও আমায় মেরে ফেলবে,,,,,,, দেখ না তোমার বন্ধুর ছেলে আমায় বিয়ে করতে চাচ্ছে,,,,,,,,, বলেই বিন্দু ওর পাপার কাছে যেতে নেয় আর বর্ণ তার হাত টেনে নিজের কাছে নিয়ে আসে,,,,,,,,,,,,
,
বেলাল জামান ::: মামনি তুমি চিন্তা করো না আমি তোমায় নিয়ে যাব এখান থেকে,,,,,,,, আর তুমি কি সব বলছো ও আমার বন্ধুর ছেলে না,,,,,,,,,,
,
কিন্তু ঐ Gangster টা তো তাই বলেছে আমায় পাপা,,,,,,
,
বর্ণ আমার মেয়ে কে ছেড়ে দে ওর যদি কিছু হয় আমি কিন্তু তুকে ছেড়ে দিবো না আমি বুঝতে পারছি এই সবকিছু তোর সাজানো,,,,,,,, ভালোই ভালই বলছি ছেড়ে দে,,,,,,,,,,
,
ছেড়ে তো দিবো পাপা তার আগে বিয়েটা করে নেই সবে তো শুরু,,,,,, তোর বিনাসের দিন গুনতে থাক জামান,,,,,,,,, আমি ফিরে এসেছি,,,,,,, তোর পাপের বিন্যাস করতে,,,,,,,,, Gangster রূপে ছাড়ব না কাউকে আমি,,,,,,,,,,,, [কানে কনে বলে বর্ণ ]
,
নাও সাইন করো,,,,,,,,,
,
নাহ্,,,,,,,,,,,,
,
রনি জনি স্টার্ট নাউ,,,,,,,,
,
রনি জনি বিন্দুর বাবার মাথায় গান চালাতে নেয়,,,,,,,
,
বিন্দু বলে উঠে নাহ্ আমি রাজি আমার পাপা কে মেরো না,,,,,,,,,,,
,
বেলাল জামান::: নাহ্ মামনি তুমি এই বিয়ে করো না,,,,,,,, ও তোমার ক্ষতি করবে,,,,,,,, বর্ণ তুই আমার উপর প্রতিশোধ নে,,,,,, আমার উপর তো তোর ক্ষোভ তুই আমার মেয়ের এতো বড় ক্ষতি করিস না,,,,,,,,,, ও কে ছেড়ে দে ও এখনো ছোটো আছে,,,,,,,,
,
নো নো,,,,,,,, আমি এতো বড় কাচা খেলোয়াড় না,,,,,,,, তোর দুর্বলতা হচ্ছে তোর মেয়ে সো তোর মেয়েকেই আমি চাই,,,,,,,,,,,,, নাও,,,,,, সাইন করো,,,,,,,
,
ভাইয়া প্লিজ আমাদের ছেড়ে দেন,,,,,,, বিন্দু কেঁদে কেঁদে বলে কথাটা,,,,,,,
,
ওর মুখ থেকে ভাইয়া শুনে বর্ণ আর ও রেগে যায়,,,,,,, এই মেয়ে আমি তোমার কোন জন্মের ভাই লাগি,,,,,,,,,, আর এই ভাবে বানরের মতো লাফাচ্ছো কেন ধমক দিয়ে,,,,,,
,
বিন্দু কেঁদে কেঁদে বলে,,,,, আপনি আমার এই জন্মের ভাই লাগেল,,,,,,, কে জানে ঐ জন্মে হয়তো,,,,,, আপনি বানর ছিলেন আমি আপনার কলা খেয়ে ফেলছিলাম বলে আপনি প্রতিশোধ নেয়ার জন্য এই জন্মে মানুষ হয়ে আমায় বিয়ে করছেন,,,,,,,, আমি আবার Banana থেতে বেশি লাইক করি,,,,,,,,,, আমি আপনাকে অনেক গুলো দিবো বানর ভাই আপনি আমায় ছেড়ে দেন,,,,,,,
,
বর্ণ ওর কথা শুনে হাসবে না কাঁদবে বুজতে পারছে না,,,,,,, এতো বোকা বোকা কথা যে ও বলে তা জানা ছিল না,,,,,,,, ও অনেক কষ্টে হাসিটা চেপে রেখে পেপার এগিয়ে দেয়,,,,, সাইন করার জন্য,,,,,,,,,,,
,
বিন্দু বাচ্চাদের মতো কাঁদছে আর ওর বাবার দিকে তাকাচ্ছে,,,,,, কোন মেয়ে চাই না যে তার বাবা মা তার জন্য জীবন দেক,,,,,,,,,,, তেমন বিন্দু ও চায় না তার বাবার কোন ক্ষতি হোক তার জন্য,,,,,,, ও কিছু একটা ভেবে,,,,,,, সাইন করে দিলো,,,,,, বর্ণ আগেই সাইনটি করেছে তাই বিয়েটাও হয়ে গেল,,,,,,, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে,,,,,, দুই জনই তিন বার কবুল বলে বিয়েটা স্বীকার করে,,,,,,,,,,,,
,
বিন্দু কেঁদে কেঁদে ওর পাপার কাছে যেয়ে জড়িয়ে ধরে,,,,,,,,,,
,
বেলাল জামান::: মামনি আমি কিছু করতে পারলাম না তোমার জন্য,,,,,,,,, আমার সামনে ও তোমায় বিয়ে করলো জোর করে,,,,,,,,, আমি বেঁচে থেকে কি করলাম আমার মেয়ে সর্বনাশ আমায় দেখতে হলো কেন বেঁচে আছি আমি,,,,,,,,,
,
বর্ণ বলে উঠে নিজের সর্বনাশ দেখার জন্য শশুড় মশাই,,,,,,, আজ থেকে শুরু আপনার কাছে থেকে একে একে সব কেড়ে নিবো আমি,,,,,,,,,,, বিন্দুর হাত ধরে বলে,,,,,, চলো,,,,,,,
,
বিন্দু ::: না আমি কোথাও যাবো না আমার পাপাকে ছেড়ে,,,,,,,,,
,
এই মেয়ে আমার সাথে চলো আজ থেকে আমি যা বলব তুমি তাই শুনবে,,,,,,,, আজ থেকে আমি তোমার স্বামী,,,,,,,, তুমি মিসেস বর্ণ চৌধুরী,,,,,,,,, বিন্দু জামান না,,,,,, সো চলো আমরা সাথে গান বের করে,,,,,,,,,,,
,
মামনি তুমি যাও,,,,,, আমি তোমায় আমার কাছে নিয়ে আসবো,,,,,,,,, চিন্তা করো না,,,,,, একদিন সহ্য করো,,,,,,
,
জনি রনি উনাকে সসম্মানে বাসায় দিয়ে এসো,,,,,,,,,
,
জ্বী স্যার,,,,,,,,,
,
জান চলো আমরা সাথে বলে বর্ণ বিন্দুকে,,,,, কোলে নিয়ে গাড়িতে বসিয়ে স্টার্ট করে,,,,,,,,, গাড়ি যায় চৌধুরী নিবাসে,,,,,,,,,,
,
বিন্দুকে কোলে করে গাড়ি থেকে নামিয়ে সামনের দিকে হাটটে শুরু করে বর্ণ,,,,,,,,,,,,
,
বিন্দু দেখছে,,,,,,, কতো সুন্দর মনে হচ্ছে ফুলের বাগান,,,,,,, অনেক গুলো ফুল,,,,,,,, চারিদিকে ফুলের গন্ধে মোহ মোহ করছে,,,,,,,,,, মাঝে একটি দোলনাও আছে,,,,,,,, পাশে রয়েছে ঝর্ণা,,,,,, সব মিলিয়ে খুব ভালো লাগছে বিন্দুর,,,,,,,,,,, ও ভুলেই গেছে ও বর্ণের কোলে আছে,,,,,,,,,,,
,
বর্ণ বিন্দুকে নিয়ে বাড়ির মেইন গেটে পা রাখে,,,,,,,,,,,
,
,
,

দাড়াও,,,,,,,,,,,,,,,,,,
চলবে,,,,,,,,,,,,
[ ভুল ত্রুটি ক্ষমা করবেন,,,,,,,,, কেমন হয়েছে কমেন্টে জানাবেন ]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here