#মন_তোমাকে_ছুঁয়ে_দিলাম – ২৯
#আভা_ইসলাম_রাত্রি
____________________________
বাঁধন চলে যাবার পর সবার ভ্রমণের আনন্দ ময়লা হয়ে পড়ে। আহনাফ আর এক মুহুর্ত সেখানে থাকে না। সবাইকে নিয়ে চলে আসে হোটেলে। আসার পথে ক্ষুধা লাগায় মৌলভীবাজার পানসি রেস্টুরেন্টে উঠে সবাই টুকটাক খাওয়া দাওয়া করে। হোটেলে ফিরে যে যার কক্ষে ঢুকে গোসল সেরে নেয়। আভা গা চুলকাচ্ছে। তাই সেও গোসলে ঢুকে। আভার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাঁধন ওভাবে চলে গেল কেন? আহনাফের মুখ পুরো রাস্তা বেশ মলিন ছিল। কোনো কথা বলেনি। চিত্রা খাবার কথা বলায় চুপ কর গাড়ি থেকে নেমে সবাই খাবার খেয়েছে। রাস্তায় আভা নানা কথা বলেছে। সব কথার উত্তরে আহনাফ হু, হা করেছে। আহনাফের কি মন খারাপ? একজন বন্ধু চলে যাওয়ায় বাকিদের সে চোখে দেখছে না? এমন কেন সে? আহনাফের মন খারাপ আভা সহ্য করতে পারে না। মন কাঁচের টুকরোর ন্যায় ভে’ঙে গুড়িয়ে পড়ে। হৃদয়ে কা’মড় দিয়ে উঠে যেন। কোনো এক ম্যাজিক হতে পারে না? সে ম্যাজিকের ছোঁয়ায় আহনাফ আবারও আগের ন্যায় হাসুক, বাঁচুক, চিন্তামুক্ত হোক।
আহনাফ গোসল থেকে বেরিয়ে আসে। কোমড়ে টাওয়াল পেঁচানো। আয়নার সামনে দাঁড়িয়ে। ফুলো বাহু, প্রশস্ত দেহ খানা যেন সাক্ষ্য দিচ্ছে প্রতিদিন নিয়মমাফিক ওয়ার্কআউটের। আহনাফ বাঁধনের মোবাইলে কল করেছে। অনেকবার, বারবার বাঁধনের ফোন বন্ধ দেখিয়েছে। শেষবারের মত চেষ্টা করল আহনাফ। এবারও একই কাহিনী। আহনাফ রাগে পাগল হয়ে গেল। ফোন বিছানার উপর আ’ছাড় দিয়ে ফেলে দুহাতে ঘন চুল খা’মছে ধরল। যে ভয়টা পেয়েছিল, সেই ভয়ই শেষ অব্দি সত্যি হল। নিয়তি এমন ধুরন্তর কেন? একহাতে বন্ধুত্ত্ব অপরহাতে ভালোবাসা। দুটোকে সবসময় এক পাল্লায় মাপতে চেয়েছিল আহনাফ। চেষ্টাও করেছিল। অথচ আজ সবকিছু কেমন উল্টেপাল্টে গেল।
আহনাফ টিশার্ট প্যান্ট পড়ে বিছানায় বসল। ফোন হাতে নিয়ে দেখে বাবার ফোন থেকে কল এসেছে এগারোটা। আহনাফ হকচকিয়ে গেল। এতবার বাবা কল করেছে? কেন? কোনো সমস্যা হয়েছে? আহনাফ সঙ্গেসঙ্গে কল ঘুরাল। প্রথমবারেই কল রিসিভ হল।
‘ বাবা, কল ক…..’
‘ স্যার, বড় স্যার স্ট্রোক করেছেন। আপনি জলদি অ্যাপোলো হসপিটালে আসেন। আমরা সেখানেই ভর্তি করছি স্যাররে। ‘
আহনাফের মাথায় সমস্ট পৃথিবী যেন ধ্বসে পড়ল। আহনাফ বিস্মিত কণ্ঠে শুধাল,
‘ কখন হয়েছে এসব?
‘ সকালের দিকে। রুমের মাটিতে পড়ে ছিলেন। আমরা ধরাধরি করে উঠাইসি। এখনও ডাক্তার কিছু বলে নাই। আপনি আসেন স্যার। আমার খুব ভয় করতাসে। ‘
‘ আম.আমি আসছি শহিব। এক ঘণ্টার মধ্যে আসছি। ‘
‘ জ্বি আইচ্ছা। ‘
আহনাফ ফোন কাটে। পাগলের ন্যায় বিছানা ছেড়ে উঠে। ঝড়ের বেগে লাগেজ সকল কাপড় চোপড় এলোমেলো ভাবে ঢুকিয়ে কক্ষ থেকে বেরিয়ে যায়। আভার দরজায় এসে কড়া নাড়ে। আভা মাত্রই গোসল থেকে বেরিয়েছে। চুলে গামছা পেচানো। আহনাফের বারবার ডাকাডাকিতে সে দ্রুত এসে দরজা খুলে।
‘ বাবা স্ট্রোক করেছে, আভা। আমি ঢাকা যাচ্ছি। তুমি যাবে ঢাকা? না যেতে চাইলে কামরুলদের সাথে চলে যেও। ‘
আহনাফের কণ্ঠ কাঁপছে। চোখ লালচে হয়ে আছে। বড্ড অস্থির দেখাচ্ছে তাকে। আভা কোনোরকম আহনাফের কাঁধে হাত রাখল। বলল,
‘ আমি দু মিনিটে তৈরি হচ্ছি। একসঙ্গে যাব। চিন্তা করো না। আঙ্কেল ঠিক হয়ে যাবেন। ‘
আভা দ্রুত কক্ষে ঢুকে তৈরি হয়ে লাগেজ নিয়ে বেরিয়ে পড়ল। প্লেনের টিকেট পাছে না। শেষ অব্দি ডাবল টাকা দিয়ে টিকেট কিনেছে। প্লেনে উঠে আহনাফ মুখাখনা থমথম করে বসে রয়েছে। আভা পাশে একনজরে আহনাফের দিকে চেয়ে আছে। আহনাফের চিন্তাগ্রস্ত চেহারা বড্ড মলিন। আভা আহনাফের কাঁধে হাত রাখে। আহনাফ বিড়বিড় করে আওড়ায়, ‘ আমার খুব টেনশন হচ্ছে আভা। বাবা ঠিক না হলে.. উফ! ‘
আহনাফের অস্থিরতা বলে দিচ্ছে, সে তার বাবাকে কতটা ভালোবাসে। আভা আহনাফের হাতে হাত রাখে। মৃদু চাপ দিয়ে ভরসা দিয়ে বলে,
‘ সব ঠিক হয়ে যাবে। চিন্তা করো না। ‘
____________________________
আহনাফের বাবা এই মুহূর্তে আইসিইউ থেকে আছেন। অবস্থা বেগতিক। বাঁচা মরার সাথে লড়ে যাচ্ছেন প্রতিনিয়ত। আহনাফের মুখের দিকে চেয়ে দেখা যাচ্ছে না। লাল হয়ে আছে সম্পূর্ণ মুখ। থমথমে মুখে একবার আইসিইওর দরজার দিকে তাকাচ্ছে আরএকবার মেডিকেল রিপোর্ট দেখছে। হয়ত আশা খুঁজে বেড়াচ্ছে। আভা সেই কখন থেকে আহনাফের পাশে বসে আছে। আহনাফ একসময় বলল,
‘ বাসায় চলে যাও, আভা। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? ‘
‘ যতক্ষণ তুমি আছো। ‘
‘ কষ্ট হবে। ‘
‘ হোক। নিজের পরিবারের জন্যে কষ্ট করলে কিছু হয় না। ‘
আহনাফ আর কথা বাড়াল না। চেয়ার থেকে উঠে ডাক্তারের কাছে চলে গেল। আভা সেখানেই স্থির হয়ে বসে রইল। চোখ মেলে পুনরায় দেখল আহনাফের অসুস্থ বাবাকে।
কিছুক্ষণ পর আহনাফ ক্লান্ত পায়ে এসে বসে আভার পাশে। হাতে খাবারের প্যাকেট। প্যাকেট থেকে একটা মাঝারি আকারের কেক বের করে আভার দিকে এগিয়ে দেয়। বলে,
‘ খেয়ে নাও। ‘
‘ তুমি খাবে না?
‘ না। ‘
‘ কেন? না খেলে এত দৌঁড়াদৌঁড়ি কি করে করবে?
‘ খেতে ইচ্ছে করছে না। বেশি প্রশ্ন না করে খাও। ‘
আভা আর কথা বাড়াল না। চুপ করে কেক নিয়ে খেতে লাগল। আহনাফের মুখে কেক তুলে দিলে আহনাফ মুখ সরিয়ে নেয়। আভা আর জোড় করে না। মন ভালো নেই তার। এখন শত জোড় করলেও খাবে না।
খানিক পর আইসিইউ দরজার পাশে এসে দাঁড়ালেন এক মধ্যবয়স্ক মহিলা। আভা লক্ষ্য করল মহিলা আহনাফের বাবার দিকে চেয়ে কাঁদছেন। গা ছুঁয়ে রয়েছে সাধারণ সুতি শাড়ি। চেহারা ক্লান্ত, অস্থির, অবসন্ন। আভা ভাবল, একবার জিজ্ঞেস করবে কে তিনি? কিন্তু জিজ্ঞেস করার পূর্বেই আহনাফকে দেখা গেল। হন্তদন্ত পায়ে মহিলার দিকে এগিয়ে এসে বলল,
‘ মা তুমি এখানে? ‘
মহিলা তাহলে আহনাফের মা। ভীষন সুন্দর তিনি। এই বয়সেও রূপ যেন উপচে পড়ছে। আহনাফ তাহলে তার মায়ের গড়ন পেয়েছে। আহনাফের মা কান্না করে ছেলের বুকে ঝাঁপিয়ে পড়লেন। আহনাফ বেশ দক্ষ হাতে মাকে সামলে নিল। মাথায় হাত বুলিয়ে মৃদু স্বরে বলল,
‘ কান্না করো না। বাবা সুস্থ হয়ে যাবেন। ‘
তবুও আহনাফের মায়ের কান্না থামল না। আজ যখন খবর পেলেন তার স্বামী স্ট্রোক করে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, অভিমান সব যেন নিমিষেই তুচ্ছ হয়ে গেল। স্বামীকে হারিয়ে ফেলার যন্ত্রনায় চোখ বেয়ে অঝোরে জল গড়িয়ে পড়তে লাগল। এতদিন এক জ্বালায় স্বামীর থেকে দূরে ছিলেন। এখন একেবারে হারিয়ে ফেললে তিনি আর বেঁচে থাকতে পারবেন না। যন্ত্র’নায় ছটফট করে ম’রে যাবেন। আল্লাহ নিশ্চয়ই তাকে আর কষ্ট দিবেন না। আল্লাহ!
________________________
দশ ঘন্টা পর আহনাফের বাবার জ্ঞান ফেরে। তাকে কেবিনে দেওয়া হয়েছে। সবার প্রাণে যেন পানি এসেছে এবার। ডাক্তার এসে দেখে গেছে মাত্রই। যাবার আগে আহনাফ ও তার মাকে বলে গেছে,
‘ দেখো আহনাফ, তোমার বাবা মারাত্মক পরিমাণে টেনশন করেন। তাছাড়া অতিরিক্ত সিগারেট খাওয়া দরুন উনার ফুসফুসে সমস্যা দেখা গেছে। দেখে রাখবে যেন উনি টেনশন ফ্রি থাকেন। আর সিগারেট থেকে দূরে রাখবে। আশা করি, ইউ ক্যান ডু ইট প্রপারলি। ‘
আহনাফ একপল মায়ের দিকে তাকাল। আহনাফের মায়ের চোখে জল। বারবার দূর থেকে কেবিনে শুয়ে থাকা স্বামীর দিকে তাকাচ্ছেন। কে বলেছে এত চিন্তা করতে থাকে? চিন্তা করতে করতে একবারে চিন্তাবিদ হয়ে গেছে? নিজের শরীরের যত্ন নেয় না ঠিকমত। দেবদাস হয়ে গেছে? রাগ হচ্ছে ভীষন। রাগে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে তার।
ডাক্তার চলে গেলে আহনাফ মায়ের দিকে চায়। বলে,
‘ কিছুসময় বাবার কাছে থাকো তুমি। আমি আর আভা একটু বাইরে যাচ্ছি ঔষধ আনতে। ‘
আহনাফের মা বিস্ময় গলায় বললেন,
‘ আভা কে? ‘
আহনাফ মৃদু হেসে আভাকে বলে,
‘ এদিকে এসো। ‘
আভা গুটিগুটি পায়ে আহনাফের পাশে এসে দাঁড়ায়। শির নত করে রাখা। গালে এক চিমটি লজ্জা। আহনাফ মায়ের দিকে চেয়ে বলে,
‘ তোমার হবু বউ। ‘
‘ হবু বউ? ‘
আহনাফের মা চমকে উঠেন। আভা আহনাফের মাকে জড়িয়ে ধরে। আহনাফের মা ছেলের দিকে চেয়ে আভার পিঠে হাত রাখেন। মুচকি হেসে বললেন,
‘ সুখী হও। ‘
‘ ধন্যবাদ , মা। ‘
‘ মা? ‘
আভা সরে দাঁড়ায়। মৃদু হেসে বলে,
‘ বিয়ের পর হুট করে মা ডাকতে পারব না। তাই এখন থেকেই অভ্যাস করছি।
আহনাফের মা হেসে ফেলেন। বলেন,
‘ মা বলেই ডেকো। ভালো লাগছে শুনতে। ‘
আহনাফ আর আভা কেবিন ছেড়ে বেরিয়ে পড়ে। কেবিনের সামনে নিজের বন্ধুমহলকে দেখে খানিক অবাক হয় আহনাফ। দিহান, কামরুল, চিত্রা এগিয়ে আসে। আহনাফকে প্রশ্ন করে,
‘ আঙ্কেল কেমন আছে এখন?
‘ আগের চেয়ে ভালো। ‘
কামরুল বলে,’ শালা, দু ঘন্টা জ্যামে বসে ছিলাম। জ্যাম না হলে আরো দু ঘন্টা আগেই পৌঁছে যেতাম। ‘
দিহান আহনাফের কাঁধে হাত রেখে বলে,
‘ আন্টি এসেছে?
আহনাফ মৃদু হেসে বলে, ‘ হ্যাঁ, বাবার কাছেই বসে আছে। ‘
এ কথা শুনে আহনাফের সকল বন্ধুরা জোরে চিৎকার করে উঠে। আহনাফকে জড়িয়ে ধরে বলে, ‘ কংগ্রাচুলেশন বন্ধু। তোমার তো লটারি লেগে গেছে। খুব খুশি তুই, না? ‘
আহনাফ ক্ষুদ্র নিঃশ্বাস ছেড়ে বলে,
‘ মনে হচ্ছে আমার জীবন অনেকদিন পর পূর্ণতা পেল। ‘
সবার সঙ্গে কথা বলতে বলতে আহনাফের চোখ গেল দূরের কর্নারে। বাঁধন দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। গভীর চোখে আহনাফকে দেখছে। হঠাৎ হঠাৎ আভাকে পরখ করছে। আহনাফ এগিয়ে আসে। বাঁধনের সামনে এসে দাঁড়িয়ে আচমকা শক্ত করে বাধনকে জড়িয়ে ধরে। বাঁধন কিছুটা পিছিয়ে যায়। আহনাফ বিড়বিড় করে আওড়ায়, ‘ সরি রে। বড্ড স্বার্থপর হয়ে পড়েছিলাম। ‘
বাঁধন মৃদু হেসে আহনাফের পিঠে হাত রেখে বলে,’ ইটস ওকে। ‘
আহনাফ বাঁধনের কাঁধে হাত রেখে বন্ধুদের দিকে এগিয়েছে। আভার সামনে এসে দাঁড়িয়ে দুজনের দিকে চেয়ে বাঁধন মলিন হেসে বলেছে,
‘ দুজনের জন্যে শুভকামনা। আভা, ট্রিট দিতে হবে কিন্তু। ‘
আভা হেসে বলে,
‘ বিরিয়ানি চলবে?
আহনাফের বাকি বন্ধুরা চেঁচায়,
‘ চলবে না দৌড়াবে। ‘
চিত্রা পাশে দাড়িয়ে থাকে। কান্না পাচ্ছে। আজ বাসে করে ঢাকা আসার পথে কামরুল আভা এবং আহনাফের রিলেশনের কথা সবাইকে বলেছে। বাকিরা এতে খুশি হতে পারলেও চিত্রা পারেনি। বুকে মোচড় দিয়ে ধরেছে। কষ্টে ছারখার হয়ে যাচ্ছে। ইচ্ছে করছে এখনি গলা টিপে নিজেকে মেরে ফেলতে। আহনাফ তার কথা রাখেনি। সে বলেছে, সে কাউকে ভালোবাসবে না। অথচ আভাকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছে। চিত্রা কি দোষ করেছে? ওর কি আহনাফের ভালোবাসা পাওয়ার যোগ্যতা ছিল না? চিত্রা এগিয়ে আসে। বুকে পাথর চেপে আভাকে জড়িয়ে ধরে।
‘ কংগ্রাচুলেশন, আভা। আহনাফকে সুখে রেখো। ও তোমায় বড্ড ভালোবাসে।
আভা মিহি হেসে উত্তর করে, ‘ চেষ্টা করব। ‘
#চলবে