গল্প:-মনের_মহারাণী
লেখিকা:-Sohani_Simu
পর্ব:-২৭

সকালে ঘুৃম থেকে উঠে দেখি প্রীতি আপু সোফায় বসে কফি খাচ্ছে।আমি অলস ভঙ্গিতে আবার চোখবন্ধ করলাম।হঠাৎই ব্যালকনি থেকে উমানের কন্ঠ পেয়ে ফট করে চোখ খুললাম।উমান রুমে আসতেই দেখি প্রীতি আপু কফির মগ টেবিলে রেখে ল্যাপটপের দিকে তাকিয়ে বলল,

‘আমি এসব কিছুই বুঝতে পারছিনা।’

‘তোকে বুঝতে হবেনা।’

বলতে বলতে উমান যেয়ে সোফায় প্রীতি আপুর পাশে বসলেন।ল্যাপটপ কোলের উপর নিয়ে বললেন,

‘ভার্সিটিতে যাওয়া বাদ দিয়ে এখানে কি তোর?’

প্রীতি আপু ল্যাপটপে উঁকি দিয়ে বলল,

‘আজকে ভার্সিটিতে যাবনা।তুমি কি কর দেখব।আচ্ছা তুমি এই রুমে কি করছ বল তো?’

উমান ল্যাপটপের দিকে তাকিয়ে কিঞ্চিত ভ্রু কুচকে বললেন,

‘মিতির সাথে ইম্পরট্যান্ট কথা আছে।তাই বসে আছি।’

প্রীতি আপু সোফায় পা তুলে বসে বলল,

‘কিন্তু ও তো ঘুমোচ্ছে।না উঠা পর্যন্ত এখানেই বসে থাকবা?তুমি কেমন যেন হয়ে যাচ্ছ।একটা কথা বলি?’

উমান কফির মগ হাতে নিয়ে চুমুক দিয়ে বললেন,

‘না।’

‘তুমি না বললেও বলব।’

উমান আরেক চুমুক কফি নিলেন।আমি প্রথমে ব্যাপারটা ধরতে পারিনি এখন ধরতে পেরেছি।প্রীতি আপু চুরি করে উমানের খাওয়া কফি খাচ্ছিল এখন আবার উমান একই কফি খাচ্ছে।এসব কি?প্রীতি আপু উমানকে এটো খাওয়াচ্ছে কেন?প্রীতি আপু কি হ্যাংলা!কফি দেখেই খাওয়ার জন্য লাল পরছে।ছিঃ!একদম বাজে লাগছে আমার কাছে।ধুড়মুড় করে উঠে বসে উমানের দিকে তাকিয়ে বললাম,

‘আমিও কফি খাব।’

উমান প্রীতি আপু দুজনেই অবাক।ঘুম থেকে উঠেই এমন কথা বলব কেউ আশা করেনি।উমান প্রীতি আপুর দিকে তাকিয়ে বললেন,

‘যা ওর নামে একমগ নিয়ে আয়।’

প্রীতি আপু মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বলল,

‘তুই তো আচ্ছা হ্যাংলা,আনছি দাঁড়া।’

নিজে হ্যাংলা হয়ে আমাকে হ্যাংলা বলছে।আমি কোনদিন উমানের খাবার এভাবে চুরি করে খাইনি।প্রীতি আপু যেতেই আমি বিছানা থেকে নেমে ধপ ধপ করে হেঁটে গিয়ে উমানের হাত থেকে মগ কেড়ে নিয়ে ঠাস করে ফ্লোরে ফেলে দিয়ে বললাম,

‘একদম আমাকে ভাঙ্গা বলবেন না।আমার রাগ হচ্ছে তাই ভেঙ্গেছি।’

উমান ল্যাপটপ রেখে আমার সামনে দাঁড়িয়ে আমার গালে কপালে হাত দিয়ে বললেন,

‘সকাল সকাল কেন রাগ হচ্ছে?জ্বর নেই তো।’

গাল থেকে উনার হাত সরিয়ে দিয়ে উল্টো দিকে ঘুরে বললাম,

‘কথা বলবেন না আমার সাথে।’

উমান আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন,

‘সকাল সকাল আমার মহারাণীর কি হল?’

থমথমে মুখ করে বললাম,

‘ঢাকায় যাব চলুন,এখানে আমার একটুও ভাল লাগছেনা।’

উমান আমার গালে গাল ঠেকিয়ে মৃদু হেসে বললেন,

‘কেন ভাল লাগছেনা?’

আমি নড়ে চড়ে উঠে বললাম,

‘আপনি আর কখনও কফি খাবেন না।’

উনি আমাকে উনার দিকে ঘুরিয়ে আমার গালে হাত রেখে শান্ত চোখে আমার দিকে তাকিয়ে বললেন,

‘কি হয়েছে?’

প্রীতি আপু যে উনার কফি চুরি করে খেয়েছে সেটা উনাকে বলতে ইচ্ছে করছেনা।গাল থেকে উনার হাত সরিয়ে দিয়ে সোফায় বসে ল্যাপটপের দিকে তাকালাম।ল্যাপটপের স্ক্রিন কালো হয়ে আছে।দেখার মত কিছু নেই।উমান আমার পাশে বসে বললেন,

‘কাল পুকুরে গিয়েছিলি কেন?একা যেতে নিষেধ করেছিলাম না?’

আমি অন্যদিকে তাকিয়ে রাগ করে বললাম,

‘আমার ইচ্ছে হয়েছে গিয়েছি আপনার কি?’

উনি আমার গাল টিপে ধরে উনার দিকে মুখ করে বললেন,

‘বেশি ত্যাড়ামি করলে মাইর খাবি।সবাইকে পেয়ে সাহস বেড়েছে?’

গাল থেকে উনার হাত সরানোর চেষ্টা করতে করতে বললাম,

‘আপনি খুব খারাপ।ব্যথা করছে ছাড়ুন।’

উনি আমার গাল ছেড়ে দিলেন।আমি গালে হাত বুলিয়ে রেগে বললাম,

‘যান এখান থেকে।’

উনি একবার দরজার দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকালেন।উনি এভাবে তাকাচ্ছেন কেন?কি করতে পারেন বুঝতে পেরে ভয় ভয় লাগছে আমার।উঠে চলে আসবো তার আগেই উনি খপ করে আমার হাত ধরে ফেললেন।ভয় পেয়ে কাঁপা কন্ঠে বললাম,

‘আআআম্মুর ককাছে যাব।’

উমান মৃদু হেসে আমাকে ছেড়ে দিয়ে ল্যাপটপ নিয়ে রুম থেকে যেতে যেতে বললেন,

‘ভীতুর ডিম কোথাকার!!এই সাহস নিয়ে উমানকে রাগাতে আসে।’

উনি কিছু করলেন না।হাফ ছেড়ে বাঁচলাম।তাড়াতড়ি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি কাজের মহিলা কফির মগ ফেলা জায়গাটা পরিষ্কার করছেন।আমাকে দেখেই বললেন,

‘তোমার মা কইল আগে নাস্তা করতে তারপর কফি খাইতে।ডাকছে তোমারে যাও।’

তারমানে প্রীতি আপু যেয়ে আম্মুকে বলে দিয়েছে আমি কফি খেতে চেয়েছি।রুম থেকে বেরিয়ে আসলাম।বাসা এখনও পুরোটা দেখায় হয়নি।ডাইনিংরুম কোনদিকে সেটায় চিনতে পারছিনা।ড্রইংরুমে এসে দাঁড়াতেই দাদির সাথে দেখা।আমাকে দেখেই উনি কাছে ডাকলেন।আমি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে উনার সামনে দাঁড়ালাম।উনি সিঙ্গেল সোফায় বসে চা খাচ্ছেন।আমাকে বললেন,

‘বস এখানে।’

উনার পাশের সোফায় বসলাম।উনি গম্ভীর কন্ঠে বললেন,

‘পুকুরে কেন গিয়েছিলি?’

আমি মাথা নিচু করে আড় চোখে উনার দিকে তাকিয়ে বললাম,

‘মাছ দেখে পানির কাছে গিয়েছিলাম তারপর পা পিছলে পরে গিয়ে আর উঠতে পারিনি।’

দাদি চায়ের কাপ টেবিলে রেখে বললেন,

‘বাবাকে বলেছিস এসব?’

মাথা নাড়ালাম।দাদি ভ্রু কুচকে বললেন,

‘বাবাকে বলবিনা,শুধু শুধু চিন্তা করবে।শোন আজকে থেকে তুই বড় দীঘিতে গিয়ে সাঁতার শিখবি।এই বাসার তিনদিকে তিনটে পুকুর আছে তাই এখানে থাকতে হলে সাঁতার শিখতেই হবে নাহলে কখন পানিতে পরে দূর্ঘটনা ঘটবে কে জানে।তোর বোনকেও নিবি সাথে আমি মালেককে বলে দিচ্ছি।মালেক!মালেক!’

দাদির ডাক শুনে মালেক নামের কম বয়সী কাজের লোক এসে হাজির।দাদি আমাকে দেখিয়ে দিয়ে বললেন,

‘ওকে আর ওর বোনকে ভাল করে সাঁতার শিখাবি।যা নিয়ে যা ওকে।’

মালেক আমার দিকে তাকিয়ে বললেন,

‘আসেন আফা।’

বুড়ি তো আচ্ছা খারাপ।কালই পানিতে পরে মরতে বসেছিলাম আজই আবার বলছে পানিতে যেতে।আমি সোফা থেকে দাঁড়িয়ে দাদির দিকে তাকিয়ে মিনমিন করে বললাম,

‘আম্মুর কাছে যাব।’

তখনই আম্মু দক্ষিণের করিডোরের দিক থেকে ডাক দিল।আমি আম্মুর ডাক অনুসরণ করে এক দৌঁড়।করিডোরের শেষ মাথায় এসে আম্মুকে দেখতে পেয়ে হাঁপাতে হাঁপাতে জোরে জোরে বললাম,

‘আম্মু দাদি না অনেক পঁচা।আমাকে আর মিনিকে সাঁতার শিখতে আবার ওই পুকুরে যেতে বলছে।আমি আর পুকুরে যাবনা।ওখানে ভূত আছে।তুমি প্লিজ দাদিকে বল আমি ওখানে যাবনা।’

হাসির শব্দ শুনে বাম পাশে তাকিয়ে দেখি এখানে সবাই আছে।ডাইনিং টেবিলে বসে সবাই ব্রেকফাস্ট করছে।আমি অপ্রস্তুত হয়ে আম্মুর পেছনে দাঁড়ালাম।উমান খাচ্ছেন আর আমার দিকে তাকিয়ে মুচকি হাসছেন।উনি টেবিলের প্রস্থের দিকটায় একা বসেছেন।উনার বামপাশে সাদ ভাইয়া ডানপাশে প্রীতি আপু বসেছে।বড়াব্বু টেবিলের অন্য প্রস্থে বসেছেন,উনার একপাশে মিনি অন্যপাশে উর্মি আপু।শিপন ভাইয়া প্রীতি আপুর পাশে বসেছেন।ফুপ্পি আর বড়াম্মু খাবার সার্ভ করছে।উর্মি আপু হাসতে হাসতে আমাকে বলল,

‘কাল তুই পুকুরে ভূত দেখেছিস নাকি?’

আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে আম্মুর শাড়ির আঁচল ধরে বললাম,

‘না।’

সাদ ভাইয়া চিন্তিত হয়ে বলল,

‘তোমরা সবাই থাকতে এরকম একটা এক্সিডেন্ট হল কি করে?’

বড়াম্মু দাঁড়িয়ে থেকে বলল,

‘আমার তো মনে হচ্ছে মিতিকে ওখানে যেতে দেওয়ায় ঠিক হয়নি।পুকুর ভাল জায়গা হয়না।তারউপর ছোটবেলায় তোর নানি ওকে ওখানে ফেলে দিয়ে যা সব কথাবার্তা বলেছিল।ছোট বাচ্চার প্রতি আকর্ষণ বেশি থাকে।’

আম্মু আমাকে নিয়ে এসে সাদ ভাইয়ার পাশের খালি চেয়ারে বসিয়ে দিয়ে প্লেটে নাস্তা দিতে লাগলো।প্রীতি আপু খাওয়া থামিয়ে কৌতূহলি হয়ে বলল,

‘নানি মিতিকে পুকুরে ফেলে দিয়েছিল?কেন?কি বলেছিল নানি?’

বড়াব্বু খাওয়া থামিয়ে বললেন,

‘ওসব কথা কেন উঠছে আবার?মিতির পানিতে পরার সাথে ওসবের কোন সম্পর্ক নেই।’

উর্মি আপু বড়াব্বুর দিকে তাকিয়ে বলল,

‘বাবা তুমি যতই বল সম্পর্ক নেই,সম্পর্ক কিন্তু আছে।দাদি কাল পুকুর ঘাটে গিয়ে কেন বসে ছিল বল?ভয়েই তো ওখানে গিয়ে বসে ছিল যাতে অভিশাপটা ফলে না যায়।আমার তো মনে হয় আগুনের ওটাও হবে কবে জানি।’

আম্মু আমার মাথা বুকের সাথে চেপে ধরে কান্না মুখ করে বলল,

‘এসব কি বলছো উর্মি?মা মন থেকে সেরকমভাবে কিছু বলেননি।আমরা কিছু মনেও করিনি।কাল যা হয়েছে সেটা একটা এক্সিডেন্ট,অন্যকিছু নয়।’

ফুপ্পি একটা ছোট্টশ্বাস ফেলে আমার দিকে গ্লাস ভর্তি প্রোটিন শেক এগিয়ে দিয়ে বলল,

‘তুই চিন্তা করিসনা মোহনা সেসব কিছুই হবেনা।এসব কথা থাক মা শুনলে কষ্ট পাবে।’

ওসব কথা থাকলো কিন্তু আমার পায়ে সুরসুরি দিচ্ছে কে?আমার একপাশে সাদ ভাইয়া অন্যপাশে উর্মি আপু আর একদম সামনে শিপন ভাইয়া।আমি আড় চোখে উমানের দিকে তাকালাম।উনি আমার দিকেই তাকিয়ে ছিলেন।আমি উনার দিকে তাকাতেই চোখটিপ দিলেন।অপ্রস্তুত হয়ে পা চেয়ারে তুলে বসলাম।লম্বুটার পা এতদূর চলে এসেছে!!পা তোলার পর উমানের দিকে তাকালাম।দারুণ জব্দ হয়েছেন।আমার দিকে রাগী চোখে তাকাচ্ছেন।আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে খেতে লাগলাম।প্রীতি আপু উনার পাশে বসে আছে সেজন্য কেমন যেন রাগ লাগছে।ইচ্ছে করছে প্রীতি আপুকে গিয়ে বলি আপু উঠোতো এটা আমার জায়গা,এখানে আমি বসবো।কিন্তু হঠাৎ করে মিনি আমার কপালে সেদ্ধ ডিম ছুড়ে মারায় সেই কথা আর বলা হলনা।কপালে হাত দিয়ে রাগী চোখে মিনির দিকে তাকাতেই ভয় পেয়ে কাঁদতে শুরু করল।আম্মু ওকে বকা দিচ্ছে।সবার সামনে পুচকিটা আমাকে এভাবে ইনসাল্ট করল!ভেবেই ওকেও একটা ডিম ছুড়ে মারলাম কিন্তু আমার নিশানা কোনদিন ঠিক হয়না।ডিমটা গিয়ে মিনির পেছনে দাঁড়িয়ে থাকা ফুপ্পিকে লাগলো।আম্মু তো আমাকে বকা দিলই সাথে মারতে তেড়েও আসল।আমি আগেই ভ্যা ভ্যা করে কান্না জুরে দিয়েছি।উর্মি আপু আমাকে একপাশ থেকে জড়িয়ে ধরে আম্মুর থেকে প্রটেক্ট করল আর ওড়না দিয়ে আমার কপালে লেগে থাকা ডিম মুছে দিল।প্রীতি আপু হা হা করে হাসতে হাসতে বলল,

‘এরা দুজন তো দেখছি টম এন্ড জেরি।কি কিউট!’

মিনি প্যানপ্যান করে কান্না করতে করতে বলল,

‘আমি টম ভাইয়া নয়।’

সাদ ভাইয়া হো হো করে হাসতে হাসতে বললেন,

‘টমকে তোরা ভাইয়া বলিস?তা টম ভাইয়াকি আমাদের উম নাকি?’

উমান খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বললেন,

‘মিতি চল,কথা আছে তোর সাথে।’

চোখ মুছে নাক টেনে বললাম,

‘যাব না।’

আম্মু রেগে বলল,
‘দিন দিন অভদ্র হয়ে যাচ্ছ তুমি।যাও বলছি।’

মুখ ফুলিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে উমানের পেছন পেছন হাঁটা দিলাম।দোতলায় এসে উমান আমার হাত ধরে নিজের রুমে নিয়ে এসে দরজা লাগিয়ে দিলেন।পেছন ফিরে আমার দিকে এগুতে এগুতে বললেন,

‘তুই সব থেকে বেশি কাকে ভালোবাসিস?’

আমি পেছাতে পেছাতে বললাম,

‘বাবাকে।’

‘তারপর?’

‘আম্মু।’

‘তারপর?’

‘মিনি?’

‘তারপর?’

পেছাতে পেছাতে বিছানায় এসে ঠেকে গিয়েছি।উমান আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে বললেন,

‘তারপর কাকে ভালোবাসিস?’

আমি উঠার চেষ্টা করতেই উনি আমার উপর গা এলিয়ে দিয়ে বললেন,

‘আমাকে?’

উনাকে ঠেলতে ঠেলতে বললাম,

‘ছাড়ুন।’

উনি আমার গলার নিচে হালকা করে কামড় দিয়ে বললেন,

‘মেরে ফেলব তোকে।’

ভয় পেয়ে উনাকে ঠেলতে ঠেলতে বললাম,

‘না,কেন?’

এবার জোরে একটা কামড় দিয়ে বললেন,

‘আমাকে একটুও ভালোবাসিসনা সেজন্য।’

কামড় দেয়া জায়গায় হাত দিয়ে ফুঁপিয়ে উঠে বললাম,

‘আম্মু???’

উনি আমার মুখ চেপে ধরে ধমক দিয়ে বললেন,

‘শাট আপ।কিসের আম্মু?সব সময় আম্মু আম্মু করিস কেন?বিয়ের পর সব মেয়েরা বর বর করে আর তুই শুধু আম্মু আম্মু করিস।বড় হোসনি এখনও?শোন,বড় হলে হয়েছিস নাহলে না হয়েছিস আমার তোকে আদর করতে ইচ্ছে করলেই আদর করব।তুইও করবি নাহলে কামড়ে মাংস তুলে নিব।’

এরপর উনি আমার মুখ থেকে হাত সরিয়ে গাল এগিয়ে দিয়ে বললেন,

‘কিস মি।’

এটায় সুযোগ,কামড় দিয়ে উনার গাল ছিড়ে নিব কিন্তু কামড় দেওয়ার জন্য মুখ খুলতেই উনি আমার উপর থেকে উঠে বসে বললেন,

‘আচ্ছা কিস করতে হবেনা,তুই শুধু বল আমাকে ভালোবাসিস কিনা?ইয়েস ওর নো।’

আমিও উঠে বসে ভ্রু কুচকে উনার দিকে তাকিয়ে বললাম,

‘আপনার না গার্লফ্রেন্ড আছে?’

উনি বালিশে হেলান দিয়ে বললেন,

‘তো থাকবেনা?তোর মতো বউ থাকলে গার্লফ্রেন্ড থাকায় উচিত।ইনফ্যাক্ট আরেকটা বিয়ে করা উচিত।’

ভ্রু কুচকে বললাম,

‘আরেকটা বিয়ে করবেন?’

উনি আমার নাক টেনে আমাকে উনার বুকে ফেলে জড়িয়ে ধরো বললেন,

‘হুম করব।তোকে দিয়ে হচ্ছেনা।ষোল বছর এগারো মাস পনেরো দিন বয়স তোর আর একবছর পরই আঠারো হবে তাও কিছুই বুঝিসনা কিছুই জানিসনা।শুধু জানিস তোর পেছনে হাজার হাজার ছেলে ঘুরে।কেন ওরা ঘুরে সেটা জানিস কিছু মাথামোটা?’

‘আমি অনেক সুন্দর দেখতে সেজন্য।’

উমান আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বললেন,

‘কচু সুন্দর।বুঝিসনা যখন,চুপ থাক।আমার কথা মন দিয়ে শোন।’

উনার বুক থেকে মাথা তুলে সোজা হয়ে বসে বললাম,

‘কি কথা?’

উমান একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন,

‘সামনের মাসে আমি কানাডা চলে যাচ্ছি।একবছরের আগে ফিরতেই পারবোনা।’

আমার মুখ মলিন হয়ে গেল।মন খারাপ করে বললাম,

‘আমি যাবনা?’

উনি ভ্রু কুচকে বললেন,

‘তুই কেন যাবি?’

থমথমে মুখ করে বললাম,

‘আপনি তো বলেছিলেন নিয়ে যাবেন।’

উনি সটান হয়ে শুয়ে মাথার নিচে দুইহাত দিয়ে বললেন,

‘তোর বাবা-মা তোকে আমার সাথে যেতে দিবেনা।তাছাড়াও তুই যেয়ে কি করবি?ভালো তো বাসিস না আমাকে একটুও।এরা সবাই চায় প্রীতির সাথে আমাকে বিয়ে দিবে,ভাবছি প্রীতিকে বিয়ে করে নিয়ে যাব।প্রীতি তোর থেকে সুন্দরীও আছে,পড়াশুনাও ভাল পারে আবার বয়সও চব্বিশ-পঁচিশ।আমার জন্য পারফেক্ট।’

হাঁটু গেড়ে বসে উনার দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বললাম,

‘কিন্তু প্রীতি আপু ভাল নয়।আপনার কফি চুরি করে খায় তারপর আপনাকে এটো কফি খাওয়ায়।সকালেই তো আপনার কফি চুরি করে খেয়েছে।’

উমান ধড়মড় করে উঠে বসে বললেন,

‘কি বলছিস?সত্যি?ইয়াক!!’

উনার হাঁটুর উপর একহাত রেখে বললাম,

‘হ্যাঁ নিজের চোখে দেখেছি আমি।’

বুঝতে পারছি উনার গা ঘিনঘিন করছে।বুকে হাত বুলিয়ে বেডসাইড টেবিল থেকে হাত বাড়িয়ে এক গ্লাস পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে গ্লাস রেখে আমার দিকে তাকিয়ে রেগে বললেন,

‘তুই আসলেই একটা মাথামোটা।অসম্ভব রকমের গাধী তুই।প্রীতি খেয়েছে দেখেও তুই আমাকে ওটা খেতে দিলি কেন?উফ্ গড এটা কোন লেভেলের বোকা মেয়ে!!প্রীতি চোর নয় রে গাধী,ভালোবেসে খেয়েছে।ভালোবাসা বলে ওটাকে বুঝেছিস?’

বলেই উনি আমার কপালে ধাক্কা দিলেন।পেছন দিকে উল্টে পরে গেলাম।শুয়ে থেকেই চিন্তিত হয়ে বললাম,

‘প্রীতি আপু আপনাকে ভালবাসে?’

উমান কিছু না বলে আমার উপর ঝুকে আমার ঠোঁটে কিস করতে লাগলেন।উনার চুলগুলো আমার চোখের উপর এসে পরছে বিরক্ত হয়ে উনাকে ঠেলতে লাগলাম।উনি আমার হাত বিছানার সাথে চেপে ধরলেন।এবার লজ্জা লাগছে খুব।এমন করছেন কেন!

কিছুক্ষণ পর উনি আমাকে ছেড়ে দিয়ে উঠে বসে বললেন,

‘আমি তাহলে প্রীতিকেই বিয়ে করব।ও আমাকে অনেক ভালোবাসে।আজকেই ওকে প্রপোজ করব।’

হাঁটুতে ভর দিয়ে দাঁড়িয়ে দুইহাত কোমড়ে রেখে রেগে বললাম,

‘আমি কিন্তু রেগে যাচ্ছি।’

উমান দায় সাড়া ভাবে বললেন,

‘তুই রাগলে আমার কি?যা বের হ আমার রুম থেকে।’

থমথমে মুখ করে বিছানা থেকে নামলাম।ভাবছি উনি আমাকে আটকাবেন কিন্তু আটকাচ্ছেন না।দরজার কাছে গিয়েও আবার ফিরে এসে কান্না মুখ করে বললাম,

‘আমি কিন্তু বাবাকে বলে দিব।’

উমান সটান হয়ে শুয়ে বললেন,

‘আচ্ছা বলিস।’

ধপ করে উনার পাশে সামান্য জায়গায় শুয়ে উনাকে জড়িয়ে ধরে বললাম,

‘এখানেই থাকব আমি।’

উনি আমাকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নামতে নামতে বললেন,

‘থাক তুই, আমার থাকতে ইচ্ছে করছেনা।’

বলেই উনি দরজা খুলে বেরিয়ে গেলেন।আমিও উনার পেছন পেছন গেলাম।একা ছাড়া যাবেনা উনাকে।প্রীতি আপুকে যদি সত্যি প্রপোজ করে!!আরেকটা বিয়ে করবে বললেই হল নাকি?প্রীতি আপুর দিকে তাকালে চোখ ফুটো করে দিব একদম।

চলবে……………….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here