মধুচন্দ্রিমা
পর্ব ৭
তানিয়া রহমান

ইরিন রুমে এসে বিছানায় উপুর হয়ে শুয়ে পরলো। না চাইতেও অবাধ্য চোখের জলে বালিশ ভিজে যাচ্ছে। মেহবুব রুমে এসে ইরিনকে এলোমেলো হয়ে কাঁদতে দেখে তার ভিতরে ঝড় বয়ে গেল। পাশে বসে আবেগ নিয়ে বলল – স্যরি,সকাল থেকে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ফেলার জন্য সত্যি দুঃখিত।
ইরিন মেহবুবকে জরিয়ে ধরে কান্নার বেগ কমিয়ে বলল- ইটস ওকে
সেতু রুমে এসে এই দৃশ্য দেখে সহ্য করতে পারলো না। তার আপার সংসারে অন্য কারো আধিপত্য মানতে কষ্ট হচ্ছে। ক্ষোভ নিয়ে বলল – দোষ যখন আমার সরিটাও আমাকে বলতে দিন দুলাভাই
সেতুকে দেখে ইরিন মেহবুবকে ছেড়ে সরে বসলো আর মেহবুবও অপ্রস্তুত হয়ে গেল, উঠে দাঁড়িয়ে বলল- কারো রুমে ঢোকার আগে যে নক করতে হয় সেই বোধটাও গিলে খেয়েছো
– দরজা খোলা রেখে ঐ রাস্তার মেয়ের সাথে
মেহবুব কথা শেষ করতে দিল না সেতুকে,ক্রোধে ফেটে পরে বলল- হোয়াট ডু ইউ মিন বাই রাস্তার মেয়ে? তুমি আমার বাসায় দাঁড়িয়ে আমার সামনে আমার ওয়াইফকে অপমান করছো! হাউ ডেয়ার!
জাস্ট গেট লস্ট
বাবার চিৎকার শুনে অপু দৌড়ে এল,মনে মনে বলল” সকাল থেকে কি যে হচ্ছে বাসায় ”
ইরিন লাগেজ থেকে কামিজ বের করে ওয়াশরুমের দিকে যাচ্ছিল মেহবুব ইরিনের হাত থেকে কাপড়গুলো নিয়ে বেডে ছুড়ে ফেলে ইরিনকে বলল- আমার বউকে আমি যে পোশাকে চাইবো সেই পোশাক পরবে অন্য কারো ইচ্ছেতে কস্টিউমস চেঞ্জ হবে না।
মেহবুব ঘড় থেকে বেরিয়ে গেল তার পিছনে পিছনে অপুও বের হলো যেভাবেই হোক বাবাকে শান্ত করতে হবে।
সেতু একবার ইরিনের দিকে তাকিয়ে স্থান ত্যাগ করলো।

বাসায় এখন মোটামুটি শান্তি বিরাজ করছে। অপু,মেহবুব আর ইরিন ডিনার করছে। ইরিন প্লেটের ভাত নেড়ে চেড়ে যাচ্ছে কিন্তু মুখে দিচ্ছে না। অপু ইরিনকে খেয়াল করে বলল – খাচ্ছ না কেন আন্টি সারাদিনতো না খেয়েই কাটালে
মেহবুব আর চোখে ইরিনকে দেখে বলল- আম্বিয়া খালা
– জ্বে খালুজান
– এক বাটি চিকেন স্টু বানিয়ে ফেলুন

চিকেন স্টুর বাটি নিয়ে ঘড়ে এসে দেখলো ইরিন ভাবলেশহীন ভাবে সোফায় বসে আছে। মেহবুবকে দেখে ইরিন বলল- হাতে কি
– চিকেন স্টু,নিন ঝটপট খেয়ে নিন
– খেতে ইচ্ছে করছে না
মেহবুব ইরিনের পাশে বসে বলল – হা করুন আমি খাইয়ে দিচ্ছি
– আমকে দিন আমি খাচ্ছি
– উঁ হুঁ, আমি যখন বলেছি আমি খাইয়ে দিব তখন আমিই খাইয়ে দিব
ইরিনের খাওয়া শেষ হলে মেহবুব বলল- এবার আপনি ঘুমিয়ে পরুন আমি আমার রুমে যাচ্ছি
ইরিন দরজা আগলে বলল- সবার অপমান সহ্য করতে পারবো কিন্তু আপনার অপমান নয়,ঠিকঠাক মতো বেডে যান
মেহবুব এ মেয়ের মতিগতি ঠিক বুঝতে পারছে না, তীক্ষ্ণ চোখে ইরিনের দিকে তাকালো। ইরিন বলল- বেডে যাবেন নাকি অপুকে ডাকব
– অপুকে কেন
– বারে আপনার গার্ডিয়ানতো অপুই
মেহবুব হেসে বলল – তাও ভাল আমিতো ভেবেছিলাম — যাকগে
– কি ভেবেছিলেন
– আপনার মাথার তারতো আবার ছেড়া কি থেকে কি বলেন
– কি ছেড়া
– কিছু না ঘুমাতে আসুন
ইরিন মেহবুবের দিকে পাশ ফিরে শুলো আর মেহবুব ইরিনের সঙ্গে যথেষ্ট দূরত্ব রেখে চিৎ হয়ে শুলো
ইরিন বলল- আপনি নাকি খুব সুন্দর গান জানেন
মনির বলেছে
– মনির আর আমাকে বন্ধুরা ঢুলি গায়েন বলে ডাকতো,মনির খুব ভাল তবলা বাজায় জানেনতো
– একটা গান শোনান সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে
– অনেক দিন গাওয়া হয় না
– তবুও
– হাসবেন না কিন্তু
– হাসবো কেন
মেহবুব দরদ দিয়ে গাইতে শুরু করলো
শেষ করোনা শুরুতে খেলা
না ভেঙ্গো না
দ্বীপ জ্বেলে নিভে দিও না
মন যদি নাহি দাও
মন তবে নিও না —–
– গানটা কি আমার জন্য
মেহবুব ইরিনের দিকে ফিরে বলল- আপনার কি মনে হয়
– আমাকেতো আপনি ওয়াইফ মানতে চাচ্ছেন না তবে রিং পরালেন যে
– হারিয়ে গেলেও যেন স্মৃতি রয়ে যায়
– হারিয়ে যাবেন মানে? ডিভোর্স করবেন
– ঐ জঘন্য কাজটি আমি কখনো করব না, মনিরকে আমি আগেই বলেছি।আপনাকে করতে হবে
– আমিও করবো না, এখন কি হবে
– প্রেমে পরেছেন
– বলতে পারেন
– আমার কিন্তু সেরকম মনে হচ্ছে না
– কি মনে হচ্ছে
– রিভেঞ্জ নিতে চাইছেন
ইরিন দেয়ালের দিকে মুখ ফিরে বলল- রাত হয়েছে ঘুমিয়ে পরুন
মেহবুব ইরিনকে নিজের দিকে ঘুরিয়ে চোখে চোখ রেখে বলল- বলির পাঠা আমি কেন হব
– স্বেচ্ছায় এসেছেন
– আমি কিন্তু হিপনোটাইজ করতে জানি
– কাকে
– ঐ যে ছুরি কাচি নিয়ে যে আছে আমাকে বলি দিতে
– ভালোইতো রিভেঞ্জ নিতে সহজ হবে
– আপনি কমিটমেন্ট নষ্ট করছেন
– আমি কি কোন ডিল করেছি আপনার সঙ্গে
– না–
– যে করেছে তার সাথে বুঝুন, তাছাড়া সেই কমিটমেন্ট নষ্ট করছিল থার্ড রিলেশন শুরু করে
– আপনিও কিন্তু তাই করছেন
– মোটেই না,তার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই, তার চেয়েও বড় কথা আমরা হাসবেন্ড – ওয়াইফ
– খেলা খেলা সম্পর্কে অভ্যস্থ হতে চাচ্ছেন
– আপনার কাছে খেলা হতে পারে আমার কাছে জীবন
– আমাকে আপনি কতটুকু চেনেন
– যতটা আপনি আমাকে
– অন্ধকারের আমি কিন্তু ভীষণ খারাপ
– আলো জ্বেলে রাখবো
– নিভাতেও জানি
– বেশতো নিভিয়ে আসুন
– রনে ভঙ্গ দিচ্ছেন যে
– সুযোগ করে দিচ্ছি
– মেহবুব কখনো সুযোগ নেয় না অর্জন করে
– আলো জ্বেলে অর্জন করবেন
মেহবুব পাশ ফিরে বলল- সময় হলে দেখতে পাবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here