গল্প – আমার আমি যে তুমি
পর্ব – ০৩
লেখিকা – ইশানুর তাসমিয়া
রুহি ভয়ে নিজেকে গুটিয়ে নিয়েছে,,তার সামনে দাঁড়িয়ে আছে রুহান,,,রুহি যে রুমে থাকে,,, সে রুমের দরজা হলো রিমোর্ট কান্ট্রোল,,,তাই চাইলেও রুহি দরজাটা আটকাতে পারিনি,,,আর এ সুযোগে রুহান রুমে ডুকে যায়,,,,
রুহানঃ রুহি,,,[ রুহির একটু কাছে গিয়ে ]
রুহিঃ প্লিজ আমাকে আমার বাসায় যেতে দিন,,,[ কান্না করতে করতে ]
রুহানঃ প্লিজ,,ভয় পেয়ো না,, আমি তোমার কিচ্ছু করব না,,,
রুহিঃ প্লিজ আমাকে যেতে দিন,,আমার মা-বাবা আমার জন্য টেন্সন করছে,,,,
রুহানঃ মিথ্যা কথা বলে লাভ নেই রুহি,,আমি জানি তোমার মা-বাবা নেই,,তুমি একজন এতিম,,,,
রুহিঃ মা,,নে,,??আপ,,নি,,কিভাবে,,,।।কিভা,,বে,, জানেন,,,,??
রুহানঃ তোমার কি মনে হয়,,,আমি তোমাকে ভুল করে এখানে এনেছি,,,??না,, তোমাকে এখানে আনা হয়েছে আমার কথায়,,,তুমি এতক্ষন যা যা দেখেছো,, সব আমার প্লেন ছিল,,,শুধু এ মানুষ মারাটা ছাড়া,,,আর আমার পরিচয় ছাড়া,,,,
রুহিঃ মানে,,,,??[ অবাক হয়ে ]
রুহানঃ তুমি কি জানো,,আমি তোমাকে ১ বছর আগে থেকে জানি,,,??হয়তো জানো না,,,,
তোমাকে আমি প্রথম দেখেছিলাম ১ বছর আগে,, শপিংমলে,,,তোমাকে প্রথম দেখায় আমার ভালো লাগে,,,বাট এতে এত পাত্তা দেয়ই নি,,,,কিন্তু এর আরও কয়েকদিন পর আমি তোমাকে আবার দেখি একটা ব্রিদ্ধা আশ্রমে,,,তারপর মেলায়,,,এভাবে অনেকবার তোমাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে দেখি,,,প্রতিবারই তোমাকে আমি নতুন নতুন রুপে দেখতাম,,যা আমাকে তোমার প্রতি টানতো,,সারাদিন তোমার চিন্তায় মশগুল থাকতে ভালো লাগতো,,,এটা ভালোবাসা,, নাকি অন্য কিছু আমি জানিনা,,,তবে এতটুকু জানি আমি তোমাকে ছাড়া অচল,,আর এ কথাটা আমি তখনই জানতে পারি,,যখন তুমি তোমার অনাথ আশ্রম ছেড়ে এ শহরে চলে আসো,,,তোমার সাথে দেখা করার পর থেকে আমি প্রতিদিন তোমাকে শুধু একবার দেখতে তোমার আশ্রমে যেতাম,,,কিন্তু তুমি এখানে চলে আসায় তোমাকে আর দেখতে পারতাম না,,,,তোমাকে না দেখলে কেমন যেন লাগতো নিজেকে,,,,মনে হতো শ্বাস নিতে পারছি না,,দিনরাত তোমাকে খুঁজতে ব্যস্ত হয়ে যাই,,,অবশেষে একদিন তোমার দেখা পাই,, তাও আবার এক্টা ছেলের সাথে,,,বিশ্বাস করো,,,ওকে আমি জানে মেরে ফেলতে চেয়েছিলাম,,,শুধু সাহেলের জন্য পারি নি,,,যাই হোক,, তোমাকে আমার কাছে একেবারে নিয়ে আসতে চেয়েছিলাম,,,তাই এ প্লেন করি,,,,তাছাড়া আমার যেটা চাই আমি সেটা নিজের করেই নি,,,আর এখন আমি তমাকে চাই,,,সো এটা করতে হয়েছে আমার,,,,,😏😏
রুহিঃ আপনি আমাকে বললেও তো পারতেন,,, এত নাটক করার কি দরকার ছিলো,,,,
রুহান এটা বাঁকা হেসে বলে,,,,,
রুহানঃ তুমি কেমন মেয়ে সেটা আমি জানি,,,,তোমাকে যদি আমি তখন কিছু বলতাম তাহলে তুমি বকবক করে আর তোমার পাগল মার্কা কাজে আমার মাথা খেয়ে ফেলতা,,,তাছাড়া আমি যদি বলতাম আমি তোমাকে আমার কাছ থেকে আর দূরে যেতে দিবো না,, তাহলে এতক্ষনে তুমি এ বাড়ি থেকে পালিয়ে যেতে,,, এখনও বলতে চাই নি,,,, কিন্তু তোমার ভয়ের কারনে বলতে বাধ্য হই,,,আই গেস,,,এটা শুনার পর,, তোমার মাথা থেকে আমি যে তোমাকে মেরে ফেলব,, তা ঝেড়ে ফেলবে,,,,,
রুহিঃ আপনি কি মনে করেন আমি আপনাকে ভয় পাই,,জীবনেও না,,,,!!আমি পালিয়ে যাবো এখান থেকে,,,, আর……[ বলতে না দিয়ে ]
রুহানঃ সে ভুল জীবনেও করবে না,,,আর যদি করো,, তাহলে তোমার সাথে যা হবে তার জন্য শুধু তুমি দায়ি থাকবে,,,,
বলেই রুহান চলে যায়,,,আর রুহি বিছানায় বসে বসে ভাবছে,,,,
রুহিঃ ব্যটা বান্দর,,,,আল্লাহ জানে ও-ই গোবর মিয়াটা এরকম কয়টা খুন করছে,,এর সাথে থাকা যাবে না,,, কিন্তু এখান থেকে কিভাবে যাবো,,,??তাছাড়া ও-ই গোবর মিয়া তো আমাকে থ্রেট দিয়ে গেছে,,,যদি পালাতে গিয়ে ধরা খাই,,তাহলে তো ও-ই গুন্ডাটা আমারে আস্ত রাখবে না,,,,উফফ,,কি একটা অবস্থা,,,,,!!!
এভাবে রুহি কিছুক্ষন ভাবতে থাকে,,, আর ঘরের এক কোণা থেকে অন্য কোণায় হাটাহাটি করা শুরু করে,,,,
রুহিঃ না,,এখান থেকে আমাকে পালাতে হবে,,,এ গুন্ডাটার সাথে থাকা যাবে না,,কে জানে কোন সময় আমার সাথে কোনো খারাপ কিছু করে ফেলে নাকি,,,আমাকে এখান থেকে পালাতেই হবে,,, কিন্তু পালাবো কিভাবে🤔🤔,,,আইডিয়া,,⚡ সাহেলকে দরকার আমার পালানোর জন্য,,ও-ই আমাকে নিজের অজান্তে পালানোর ব্যবস্থা করে দিতে পারে,,,কিন্তু ওকে তো আমার এখন দরকার,,,ও তো বলেছিলো ও রাতে আসবে আমাকে খাবার দিতে,,,এখনো আসছে না কেন,,,??😫😫
.
.
.
রুহি সাহেলের অপেক্ষা করতে করতে রাত প্রায় ৯টা হয়ে যায়,,,তখন সাহেল আসে রুহিকে খাবার দিতে,,,সাহেলকে দেখার সাথে সাথে রুহি খুশি হয়ে বলে উঠে,,,,
রুহিঃ সাহেল ভাইয়া তুমি আসছো,,,,😁😁
সাহেলঃ কেন,,?? কিছু কি হইছে,,,??🙄🙄
রুহিঃ না মানে বলছিলাম কি,, তুমি কি আমাকে তোমার পেন্ট,,সার্ট আর কেপ দিতে পারবা,,,সাথে কলম আর খাতা,,,,,😁😁
সাহেলঃ কেন,,,??তোমার জামা লাগলে আমি মার্কেট থেকে কিনে আনছি,,?? আর হাঠাৎ খাতা কলম কেন,,,??
রুহিঃ না আমি তোমার জামা কাপড় পড়ব,,আর আমার লেখতে ইচ্ছা করছে,,, তাই আমি এখন লেখবো আর সেটার জন্য আমার খাতা কলম লাগবে,,,,,😤😤
সাহেলঃ কিন্তু,,,,
রুহিঃ আপনি যদি চান আমি খাবার টা খাই তাহলে আমি যা যা বলেছি,, তা সব আমাকে এনে দিন,,,,😤😤
সাহেলঃ আচ্ছা বাবা আনছি,,,,😒😒
রুহিঃ😁😁,,,,
তারপর সাহেল রুহি যা যা বলেছিলো সব এনে দেয়,,,,আর রুহি ভালো মেয়ের মতো খাবারটুকু খেয়ে নেয়,,,আর তারপর শুরু হয় তার প্লেন,,,,,😎😎
সাহেল যেতেই রুহি সাহেলের পেন্ট,, সার্ট আর কেপ পরে ফেলে,,,,তারপর কলম দিয়ে মুখে দাড়ি বানায়,,,যাতে ওকে দেখতে ছেলে ছেলে লাগে,,,সব করা শেষে সে জানালা থেকে লাফ মেরে বাইরে চলে আসে,,,
রুহিকে যেখানে রাখা হয়েছে,, সেটা হলো নিচ তালা,, তাই তার লাফ দিতে সমস্যা হয় নি,,কিন্তু এখন পালা গার্ডদের,,,ওরা যদি চিনে ফেলে রুহিকে,,, তাহলে তো তার প্লেন নালায় গিয়ে পরবে,,আর তাকে রুহানের কাছে বন্ধি থাকতে হবে,,সেটা সে কিছুতেই চায় না,,,,
রুহি গেটের কাছে যেতেই গার্ডরা তাকে আটকিয়ে ফেলে,,, তার যেটা ভয় ছিলো সেটাই হয়,,,,
রুহিঃ কি হয়েছে,, আমাকে এখানে আটকানোর মানে কি,,,??😠😠[ ছেলের আওয়াজ করে বলল ]
গার্ডঃ না মানে স্যার,,, আপনাকে কেমন যেন মেয়ে মেয়ে লাগ,,,[ বলতে না দিয়ে ]
রুহিঃ কি হ্যাঁ,,,,, আমাকে কি,,,??😠স্যারদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না,,,,আমাকে আটকানোর সাহস কে দিয়েছে তোমাকে,,,😠😠😠
গার্ডঃ সরি স্যার,,,
রুহি কিছু না বলে চলে যেতে নেয়,,তারপর কিছু একটা মনে পড়ায়,, আবার গার্ডদের কাছে এসে বলে,,,,
রুহিঃ এইযে,, শুনো,,,,[ একটা গার্ডকে ডাক দিয়ে ]
গার্ডঃ জ্বী স্যার বলুন,,,,,
রুহিঃ না মানে,,তোমার কাছে কি ১ হাজার টাকা হবে,,,,
গার্ডঃ কি স্যার,,?? [ অবাক হয়ে ]
রুহিঃ কি বলছি শুনো নাই,,,তোমাকে কি বলছি আমি,,থাকলে আমাকে দাও একটু,,আমি পরে দিয়ে দিচ্ছি,,,,[ রাগি ভাব নিয়ে ]
গার্ডঃ এ-ই যে নিন স্যার [ ১ হাজার টাকার নোট দিয়ে ]
রুহি টাকা পাওয়া মাত্রই দৌড় দেয় বাস স্টেসনের দিকে,,এ ১ হাজার টাকাই যেন তার জন্য ১ কোটি টাকার সমান,,,,তাড়াতাড়ি বাস স্টেসনে এসে চট্টগ্রামের একটা টিকিট কিনে,,তারপর বাসে বসে যায়,, চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে,,,,
কিছুক্ষনের মধ্যেই বাস চলা শুরু করে,,আর রুহি চোখে ভর করে রাজ্যের ঘুম,,সবসময় ওর এমন হয়,,,বাসে উঠলেই কোথা থেকে রাজ্যের ঘুম চলে আসে চ্চোখে,,,না চাইতেও সে তার চোখ বন্ধ করে ফেলে,,ধীরে ধীরে পারি দেয় ঘুমের দেশে,,,,
আর যখন ঘুম ভাঙ্গে তখন যা দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না,,,,
রুহান রুহির পাশে বসে আছে,,, আর রুহিকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে গলায় মুখ গুজে,,,,আশেপাশের সব বেসেঞ্জান তাদের দিকে ড্যাব ড্যাব করে দাড়িয়ে আছে,,,
কি হচ্ছে রুহি কিছুই বুঝতে পারছে না,,,,রুহান এখানে কেন,,??তাহলে কি ও ধরা পরে গেছে,,,,??
…………..
…………………
[বাকিটা পরবর্তী পর্বে……….]
#আমার_আমি_যে_তুমি #Ishanur_Tasmia