#আড়াল_কথা
#গুঞ্জন_চৈতি
#পর্ব_১৯

শুদ্ধ কথা শেষ করে আড়ালের পেছন থেকে আচল টেনে নিয়ে মাথায় দিয়ে বলে, ‘এবার ঠিক আছে। চলো।’
আড়ালকে আগে যেতে বলে শুদ্ধ পিছন পিছন যেতে থাকে। আড়াল ড্রয়িংরুমে গিয়ে সোফায় বসা মানুষটার মুখ দেখে আশ্চর্য নয়নে চেয়ে থাকে। মনে প্রশ্ন জাগে এই মানুষটা এতোদিন কোথায় ছিলো? মুখ থেকে অস্ফুটস্বরে বেড়িয়ে আসে একটি ডাক,

‘চাচা!’

সাত্তার সাহেব শুদ্ধর তিন চাচার সাথে কথা বলছিলো আড়ালের বিষয়ে। পরিচয় দিচ্ছিলো নিজের। হটাৎ আড়ালের ডাক শুনে চকিতে পাশ ফিরে তাকায়। চোখে পড়ে লাল জামদানী শাড়ি পড়নে মাথায় ঘোমটা দিয়ে দাড়িয়ে আছে একটি মেয়ে। যাকে দেখলে একটা সময় বুকের ভেতর ঠান্ডা হয়ে যেতো। তাকে দেখে আজ বুকটা কেঁপে উঠলো। সাত্তার সাহেবের আশ্চর্য নয়নে আবির্ভাব হলো নোনা পানির স্রোত। চোখ দুটো ছলছল করছে। আড়াল খানিক এগিয়ে গিয়ে সামনে দাড়ালে সাত্তার সাহেব উঠে দাড়ান। আড়ালের মাথায় হাত রেখে ফুপিয়ে কেঁদে ওঠেন।

আড়াল শাড়ীর আঁচল দু’হাতের মুঠোয় চেপে ধরে চোখ বন্ধ করে ফেলে। চাচার কান্না দেখে নিজেকে আটকাতে পারছে না আড়াল। চাচার হাতটা ধরে কাঁদতে ইচ্ছে করছে খুব। পুরোনো স্মৃতি গুলো তাজা হয়ে উঠছে। তার সাথে চোখে ভেসে ওঠছে চাচাকে নিয়ে হাজারো স্মৃতির মেলা। আড়াল ভাবতে থাকে, ছোটবেলা থেকে বাবাকে কাছে পাওয়া ছিলো স্বপ্নের মতোন। দুই এক বছর পর পর এসে পনেরো দিন এক মাস করে থেকে যেতো বাবা নামক মানুষটা। সারাবছরের বাবার না পাওয়া ভালোবাসা পেতো এই মানুষটার থেকে। সবসময় চোখে চোখে রাখতো, চাওয়ার আগেই সব হাজির করে দিতো। মাকেও অনেক সম্মান করতো। তার নিজের মেয়েদের থেকেও বেশি স্নেহ করতো সর্বদা এই আমাকে। শুধু মায়ের মৃত্যুর পর থেকেই চাচির সামনে কোন কথা বলতো না। চাচির কথার প্রতিবাদও করতো না। বিয়েতে মত না থাকা সত্ত্বেও চাচি বিয়ে ঠিক করলো তখনও চুপ করেছিলো। পালিয়ে যাওয়ার পরের দিন ফিরে আসার পর চাচির হাতে মার খাওয়ার সময়ও চুপ ছিলো। তবে সেদিন লুকুয়ে কাঁদতে দেখেছিলো চাচাকে। সামনে না এসে লুকিয়ে এসে দেখে যেতো তার আদরের মেয়েটা কেমন আছে কি করছে। চাচা আগে থেকেই নির্ভেজাল মানুষ। ছোটবেলা থেকেই চোখে পড়তো চাচি সারাদিন হাও কাও করলেও তার সাথে কখনো মুখ লাগাতো না। বড্ড শান্তি প্রিয় মানুষ। কিন্তু এতোদিন কোথায় ছিলো চাচা? প্রশ্নটা মনে না রেখে কান্না জড়ানো গলায় বলে ওঠলো আড়াল, ‘এতোদিন কোথায় ছিলে তুমি? আর তোমার মুখে চোখে এসব দাগ কিসের?’

সাত্তার সাহেব সোফায় বসে পড়লেন। চোখ মুছে আড়ালের দিকে চেয়ে রইলেন। আড়ালের করা প্রশ্নের উত্তর না দিয়ে নিজের মনে কাঁটার মতো বিঁধে থাকা প্রশ্ন করে বসলেন অবাক হয়ে,

‘এ তোর কেমন বেশ রে আরু মা? শাড়ি কেনো পড়েছিস? এসব ছেড়ে তোর জামা পড়ে আয়। আর একেবারে তোর ব্যাগ গুছিয়ে নিয়ে আসবি। আমি তোকে নিয়ে যাবো এখান থেকে। আমরা মা ছেলে মিলে দিন কাটিয়ে দিবো। যা মা। সব গুছিয়ে নিয়ে আয়। আর আপনাদের প্রতিও অনেক কৃতজ্ঞতা। এ দু’দিন আমার মেয়েটাকে দেখে রেখেছেন। অনেক ধন্যবাদ আপনাদের।’

চাচার কথা শুনে আড়াল একটু থম মেরে রইলো। এখন কি বলবে চাচাকে। এমন বিয়ের কথাই বা কি করে বলবে আর কোন মুখেই বা বলবে? আড়াল কি উত্তর দিবে বুঝতে না পেরে মাথা নত অবস্থায় হাসফাস করে কিছু বলতে গেলে আচমকা শুদ্ধ আড়ালকে কিছু বলতে না দিয়ে হাসি মুখে সালাম করে বলে ওঠে,

‘ও কোথাও যাবে না চাচা। এটাই এখন ওর নিজের বাড়ি। আমারা আজ বিয়ে করেছি চাচা। আমাদের জন্য দোয়া করবেন। বিয়ের আগে আপনার কথা ও কয়েকবার বলেছিলো। কিন্তু আমি খোঁজ করে কোথাও পাইনি আপনাকে। কোথায় ছিলেন আপনি? আর কিছু সময় আগে এলেই বিয়েতে উপস্থিত থাকতে পারতেন।’

সাত্তার সাহেবের মুখটা আকস্মিক বদলে গেলো। মুখাবয়ব দেখে বোঝা গেলো না মনের অভিব্যক্তি। প্রকাশ করলেন না চোখের দৃষ্টিতেও। আড়াল নীরবে চোখের জল ফেলছে নত মস্তকে দাঁড়িয়ে। শুদ্ধর কথা শুনে কোন প্রতিক্রিয়া জানালো না। শুদ্ধ আবারও বলে ওঠলো,

‘আজ এটাই ওর নিজের ঠিকানা। এখানেই থাকবে ও। চাইলে আপনিও আমাদের সাথে থাকতে পারেন চাচা। একা একা না থেকে। তাছাড়া বললেন না তো এতোদিন আপনি কোথায় ছিলেন?’

সাত্তার সাহেবের মুখাবয়বে আবার ফুটে ওঠলো বিষাদ এর ছাপ। করুন স্বরে বলে উঠলেন,

‘দু’দিন আগে আমায় কিছু লোক আটক করে নিয়ে কোথাও বেধে রেখেছিলো। এ দু’দিন অনেক মারধর ও করেছে। আজ আমি কোনমতে পালিয়ে বেঁচে এসেছি। আগে বুঝতে না পারলেও আজ বাড়ি এসে আশেপাশের মানুষের থেকে সবকিছু শুনে বুঝতে পেরেছি আমাকে কে বা কারা আটকে রেখেছিলো। এতোদিন কাল নাগিনী নিয়ে সংসার করেছি। বুঝতে পারিনি এভাবে আমার সব শেষ করে দেবে। কিন্তু আড়াল এমন একটা সময় কি করে তোমাকে বিয়ে করলো? ওর মত আছে তো এই বিয়ে তে?’

‘আমরা একে অপরকে অনেক আগে থেকেই ভালোবাসতাম চাচা। মাঝখানে আন্টির সাথে দুর্ঘটনা ঘটে যায় আর তারপর আমার সাথেও ওর যোগাযোগ বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও ওর সাথে যোগাযোগ করতে পারি নি। দু’দিন আগে ওর চাচিকেও গ্রেফতার করা হয়। আমার বাবা ওর কলেজের প্রফেসর। বাবাও গিয়েছিল সেখানে। বাবা ওকে একা দেখে নিয়ে এসেছিলো এখানে। আর তখন ওকে এ বাড়িতে দেখতে পেয়ে বাড়ির সবাইকে আমাদের সম্পর্কের কথা জানিয়ে দেই আমি। একটি অবিবাহিতা মেয়েকে বাড়িতে রেখে দিলে অনেকে অনেক রকমের কথা ছড়াতো। আর আমরা দুজন দুজনকে এমনিতেও ভালোবাসতাম। তাই আজ ঘরোয়া ভাবে বিয়েটা করে নিয়েছি। কিছুদিন যাক। তারপর আনুষ্ঠানিক ভাবে সবাইকে নিয়ে ছোটখাটো একটা অনুষ্ঠান করা যাবে নাহয়। তাছাড়া পরিস্থিতিও এখন ঠিক নয়। এদিকে আপনার খোজও ছিলো না। আর বাকি সবার কথা আর কি বলবো!

ড্রয়িংরুমের শোভাবর্ধক সোফায় বসা শুদ্ধর তিন চাচা একটুও চমকালেন না শুদ্ধর কথায়। যেনো শুদ্ধর বলা সমস্ত কথাই সত্য। এর মধ্যে ড্রয়িংরুমে আগমন হয় শুদ্ধর মা, চাচি ও আলম সাহেবের। আলম সাহেবকে বিদায় জানাতে এসেছেন সবাই। এতোক্ষণ ডাইনিং রুমে তার আতিথেয়তা চলছিলো। আর বাকিরা রান্নাঘরে ছিলো। বিয়েটা হটাৎ করে সাধারণ ভাবে হলেও রাতের খবারটা তো একটু স্পেশাল করাই যায়। সেই কাজেই এতোক্ষণ আলো বেগম তার জায়েদের কে নিয়ে ব্যাস্ত ছিলো। আলম সাহেব চলে গেলে সোফায় বসা অজ্ঞাত ব্যাক্তিকে চোখে পড়ে আলো বেগমের। চিনতে না পেরে শুদ্ধকে ইশারায় জিজ্ঞেস করে তার কথা। শুদ্ধ সবাইকে ডেকে পরিচয় করিয়ে দিয়ে বলে ওঠে,

‘ইনি হচ্ছেন আড়ালের চাচা। এতোদিন বিপদের মধ্যে ছিলেন। সম্ভবত চাচি ওনাকে আটকে রেখেছিলেন এতোদিন। আজ পালিয়ে এসেছেন কোনমতে।’

আলো বেগম এগিয়ে এসে বলে,

‘আপনি ঠিক আছেন তো ভাই? মুখ চোখ দেখে মনে হচ্ছে অনেক মারধোর করা হয়েছে আপনাকে। আপনি পুলিশের কাছে জানাননি আপনার কিডনাপিং এর কথা?’

‘আপনারা আমার জন্য চিন্তা করবেন না। আমি ঠিক আছি। আমি খবর পেয়েছিলাম আড়াল ওর কলেজের আসিফ স্যার এর বাসায় রয়েছে দু’দিন যাবত। তাই ওকে নিতে এসেছিলাম। ও যে আমার আরেকটা মেয়ে। ওকে নিজের মেয়ের মতো ভালোবেসেছি সবসময়। ওকে ছাড়া থাকবো কি করে?’

ও তো এখন আমাদের বাড়ির বউ। আমার ঘরের আলো। ওকে কি করে দিই বলুন। এসব কথা পড়ে হবে। আসুন, আপনি বরং আগে খেয়ে নিন।’

‘না না আমি খেয়েই এসেছি। আপনারা ব্যাস্ত হবেন না। আমি বরং আড়ালকে নিয়ে যাই। কাল না হয় আপনারা গিয়ে নিয়ে আসবেন ওকে। আমার বড় মেয়েও এসেছে বাড়িতে। আড়ালকে বড্ড ভালেবাসে। ওকে দেখতে চায়। আপনারা অনুমতি দিন।’

আড়াল এতোক্ষণ যাবত চুপচাপ সব শুনে যাচ্ছিলো কিন্তু এবার নাবিলা আপুর কথা শুনে আর চুপ রইতে পারলো না। আলো বেগমকে করুন স্বরে বলে ওঠলো,

‘মামনি আমি যাই? কাল গিয়ে না হয় কেউ নিয়ে এসো প্লিজ।’

শুদ্ধ তার মাকে কিছু বলতে না দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে আড়ালকে বলে ওঠে,

‘ঠিক আছে যাবে। কিন্তু সাথে আমিও যাবো। বিয়ের পর প্রথম বাবার বাড়ি যাবে বর কে ছাড়া? তাই কি হয় নাকি? আজ রাত না হয় চাচা থাকুক এখানে। কাল আমরা যাবো ও বাড়ি।’

‘না না। আজই যেতে হবে। তুমি যেতে চাইলে চলো বাবা। এ তো আমার সৌভাগ্য। কিন্তু আজই যেতে হবে আমাকে। আমার বড় মেয়েটা একলা রয়েছে বাড়িতে। রাতে হয়েছে অনেক।ভয় পাচ্ছে হয়তো। আর আসার সময় খেয়েই এসেছি আমি। তোমরা এখন চলো। রাত বেশি হয়ে যাচ্ছে।’

সবাই নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করা হলো এখনই আড়াল আর শুদ্ধকে নিয়ে সাত্তার সাহেব রওনা হবেন। আড়াল আর সাত্তার সাহেব সবাইকে বিদায় জানিয়ে রাস্তায় দাড়ানো শুদ্ধর গাড়ির দিকে অগ্রসর হয়। গাড়িতে ওঠার সময় শুদ্ধর ধাক্কা লেগে সাত্তার সাহেব এর বুক পকেট থেকে বাটন সেট এর ফোনটা পড়ে যায়। পাকা রাস্তার ওপর আচমকা ফোনটা আছড়ে পড়ায় ফোনের সব পার্টস গুলো আলাদা হয়ে পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। শুদ্ধ পার্টস গুলো তুলে দিতে সাহায্য করে। আড়ালও আশেপাশে খুজে ফোনের বডি পার্টস গুলো তুলে দেয়। কিন্তু সিম টার খোজ পাওয়া যায় না। সবাই মিলে খুজেও সিম এর হদিস মিললো না। রাস্তার অপর পাশে ছোট ছোট গাছ ও ঘাস লতা দিয়ে ভরপুর। তাই সবার মনে হলো হয়তো তার মধ্যেই হারিয়েছে। আর খোঁজাখুজি না করে রওনা হয় তিনজন ও বাড়ির উদ্দেশ্যে।

মাঝ রাস্তা বরাবর আসতেই হটাৎ সাত্তার সাহেব গাড়ি থামাতে বলেন। শুদ্ধ কারণ জিজ্ঞেস করলে বলেন, বাড়িতে নতুন জামাই নিয়ে যাচ্ছেন। একটু মিষ্টি কিনবেন। শুদ্ধ গাড়ি না থামিয়ে একি গতিতে গাড়ি চালাতে চালাতে বলে ওঠে,

‘তার কোন দরকার নেই চাচা। এখন যেরকম পরিস্থিতি চলছে তাতে এসবের কোন প্রয়োজন নেই। আপনি নিশ্চিন্তে বসুন। আমি নতুন জামাই হয়ে তেমন কিছু নিচ্ছি না। আপনাকে আর নিতে হবে কেনো? বাড়িতে চলুন। তাছাড়া বাড়ি থেকে তো কত রকমের খাবার প্যাক করে দিয়ে দিলো সাবার জন্য।’

‘না বাবা তা হয় না। বাড়িতে কিচ্ছুটি নেই। নতুন জামাই নিয়ে খালি হাতে যাওয়া ঠিক হবে না।’

‘বললাম তো দরকার নেই চাচা। এইতো আর দশমিনিট এর মধ্যেই পৌঁছে যাবো।’

হটাৎ সাত্তার সাহেব রেগে গেলেন। হিংস্রতা প্রকাশ পেলো তার চেহারা ও কন্ঠে। পিছন থেকে একটি ছুড়ি বের করে শুদ্ধর গলায় রেখে রা’গা’ন্বিত কন্ঠে বলে ওঠে,

‘তোর ম’রা’র শখ হয়েছে রে শা’লা । গাড়ি থামা বলছি। গাড়ি থামা শু*রে’র বা’চ্চা । তুই থানার রাস্তা দিয়ে কেনো যাচ্ছিস রে? স্কুল রোড দিয়ে কেনো গেলি না? এদিক দিয়ে তো আরও বেশি দুর হয়। আমায় বোকা পেয়েছিস? তুই নিশ্চই পু’লি’শের লোকেদের সাথে মিলে আছিস। পিছনের গাড়িটাও সেই কখন থেকে ফলো করছে। আমি বুঝিনি ভেবেছিস?’

আড়াল আচমকা তার চাচার এমন পরিবর্তন দেখে স্ত’ম্ভি’ত হয়ে যায়। শুদ্ধর গলায় ছু’ড়ি ধরা দেখে ঘা’বড়ে চি’ৎ’কার করে ওঠে। দিশেহারা হয়ে চিৎকার করতে করতে গাড়ি থামাতে বলে শুদ্ধকে। তখনই আচমকা আড়ালের চোখে মুখে র’ক্ত ছিটকে আসে। হাত দিয়ে মুখ হাতড়ালে ভিজে আসে হাত। চোখের সামনে হাত দুটো মেলে ধরলে আড়াল বুঝতে পারে সে আবারও কিছু হারালো। আবারও ঠ’কে গেলো কাছের মানুষের থেকে। আড়াল হালভাঙা হয়ে চিৎকার দিয়ে জ্ঞান হারায়। নেতিয়ে পড়ে পিছনের সিটে।

#চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here