#অপরিচিত_প্রিয়জন
#পর্ব_২
#এম_এ_নিশী
ট্রাক চলছে হেলেদুলে। রূপসীর এখন আর ভয় করছে না। ভিষণ কষ্ট হচ্ছে। মাকে দেখতে ইচ্ছে হচ্ছে। কাল মাছের তরকারি দিয়ে ঠিকমতো ভাত খেতে পারেনি বলে বাবা বলেছিলেন আজ গরুর মাংস কিনে আনবেন। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় বাবা হাটে গেলেন। সকাল সকাল হাটে গরুর মাংস পাওয়া যায়। মা হয়তো সেই গরুর মাংসের ঝাল ঝাল ভুনা রান্না করে বসে আছেন। মেয়েকে যত্ন করে খাওয়াবেন বলে। ভাবতে ভাবতে রূপসীর দু গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তার মোটেও উচিত হয়নি মিথ্যে বলে বেরোনো। আর কখনোই সে এমন কাজ করবে না। শুধু একবার সে বাড়ি ফিরে যেতে চায়। মা-বাবা আর মৌটুসীকে দেখতে চায়।
রফিকউদ্দিন গ্রামের এ মাথা থেকে ও মাথা হাজার ছুটোছুটি করে, একে ওকে ধরেও মেয়ের খোঁজ উদ্ধার করতে পারলেন না। বাড়িতে ফিরে ধপ করে উঠোনে বসে পড়লেন। হাউমাউ করে কেঁদে ওঠেন। রফিকউদ্দিনের কান্নার আওয়াজে মরিয়ম বিবি, মৌটুসী দু’জনেই ছুটে আসে। দুজনের কেউই ঘুমোয়নি। রূপসীর চিন্তায় কেঁদে কেঁদে চোখ ফুলিয়েছে এতক্ষণ। রফিকউদ্দিন কাঁদতে কাঁদতে বলেন,
–মাইয়াটারে বুঝি হারাইয়া ফালাইলাম গো রূপসীর মা। আমার আম্মাজানডা বাঁইচা আছে তো?
মরিয়ম বিবি স্বামীর পাশে বসে হু হু করে কেঁদে দেন। তার কলিজার টুকরা মেয়েটাকে কি সত্যি আর ফিরে পাবে না। মৌটুসীও ফুঁপিয়ে কাঁদছে। বুবুকে ছাড়া তার একমুহূর্তও ভালো লাগছে না।
__________
খন্দকার বাড়িতে উৎসব উৎসব ভাব। কতদিন পর ইফাদ বাড়ি ফিরেছে। ইফাদের মা খন্দকার আফিয়া নুর আহমেদ কত বলে বলেও ছেলেকে বাড়ি আনতে পারছিলেন না। ছেলে তার এতোই ব্যস্ত। আফিয়ার দিন বড় কষ্টে কাটে বললেই চলে। তিন ছেলে তার ইয়াদ, ইফাদ, ইমাদ। বড় ছেলে ইয়াদ জার্মানি থাকে বউ-বাচ্চা নিয়ে। ইফাদের পোস্টিং অন্য এলাকায় হওয়ায় সে ও সেখানেই থাকে। ইমাদ তো মেডিকেল পড়াশোনার জন্য হোস্টেলেই রয়েছে। এদিকে স্বামী খন্দকার ইউনুস আহমেদ সচিবালয়ে কর্মরত হওয়ায় তিনিও আফিয়াকে খুব একটা সময় দিতে পারেন না। বাড়িতে যদিও শ্বাশুড়ি আর ছোট জা রয়েছেন। তবে তাদের সাথে সময় কাটানো আর স্বামী সন্তানদের সাথে সময় কাটানোর মধ্যে বিস্তর ফারাক। তার ভরা সংসার। শ্বাশুড়ি খন্দকার নুরজাহান বেগমের দৌলতে যৌথপরিবার হয়ে টিকে আছে এই খন্দকার পরিবার। তার দুই ছেলে এক মেয়েকে তিনি সেভাবেই মানুষ করেছেন। বড় ছেলে ইউনুস সচিবালয়ে কর্মরত হলেও ছোটো ছেলে ইদরীস খন্দকার বাড়ির ঐতিহ্যবাহী পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন। বড় ছেলের ঘরে তিন তিনটে ছেলে হলেও ছোটোটার ঘরে দুটো মেয়ে। সবাইকে নিয়ে এই ভরপুর সংসারেও আফিয়ার নিজেকে একলা মনে হয়।
আজ ছেলে বাড়ি ফিরায় তিনি দিশেহারা হয়ে পড়েন। কি করবেন আর কি করবেন না ভাবতে ভাবতে সব গুলিয়ে ফেলছেন। ইফাদ মায়ের দু বাহু জড়িয়ে ধরে তাকে সোফায় বসিয়ে দেয়। তারপর নিজে আরাম করে মায়ের কোলে মাথা রেখে শোয়। আফিয়া পরম মমতায় ছেলের মাথায় হাত বোলাতে থাকেন।
–কতদিন হলো তোমার এই আদর খাইনা বলোতো মা। এখন তুমি আমাকে এভাবেই আদর করে যাবে শুধু।
–বা রে। তা করলে কি হয়। তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো। তোর পছন্দের ছোট মাচের চচ্চড়ি করি। নাকি খিচুড়ি খাবি। নইলে বল একটু পরোটা বানিয়ে দেই। তুই তো পরোটা খেতে বেশি ভালোবাসিস।
–আহ মা। রাখো তো সব। খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন নেই। এই মুহুর্তে তোমার আদরটার ভিষণ প্রয়োজন। খুব ক্লান্ত লাগছে। একটু বিশ্রাম নিয়ে নেই। বারোটার পর একটা মিশনে যেতে হবে।
–কিইই! মাঝরাতে তুই মিশনে বের হবি? কখনোই না। আমি কিছুতেই তোকে যেতে দেব না। বিপদ আপদ বলা যায় না। ওতো রাতে আমি তোকে ছাড়ছি না।
ইফাদ উঠে বসে। মায়ের গালে দু হাত রেখে বলে,
–আমার মিষ্টি আম্মাজান। এটাই তো আমার কাজ মা। তুমি নিজের সন্তানের বিপদের আশংকা করছো। ওদিকে কত কত মায়ের সন্তানদের উদ্ধার করার দায়িত্ব যে আমার ওপর পড়েছে তা তুমি আন্দাজ করতে পারবে না। আর তুমি তো ভালো করেই জানো তোমার ছেলে তার দায়িত্ব কতোটা নিষ্ঠার সাথে পালন করে।
–কিন্তু এই মাঝরাতে কেন? সকালে করলে হয় না।
–সকালে হলে তো সকালেই করতাম। আচ্ছা ছাড়ো তো। বেশ ক্ষিদে ক্ষিদে পাচ্ছে এখন। একটু গরুর মাংস দিয়ে ভাত নিয়ে এসো তো।
–কিইই! তুই গরুর মাংস খাবি। তোর না অ্যালার্জি।
–হা হা হা। মজা করছিলাম মা। শুধু কি অ্যালার্জি গরুর মাংস জিনিসটাই আমার পছন্দ নয়। তুমি বরং যা আছে তাই নিয়ে এসো। খেয়ে একটু ঘুমিয়ে নিব।
ইফাদ উঠে নিজের ঘরে চলে যায়। আফিয়া দীর্ঘশ্বাস ছেড়ে ভাবেন তার এই ছেলে জান হাতে নিয়ে কাজ করে। না জানি কখন কি বিপদ এসে হানা দেয়। ইফাদের কথা ভেবে মাঝে মাঝে বুক কেঁপে ওঠে আফিয়ার। কিন্তু ছেলেকে মানাও করতে পারেন না। আফিয়ার যেন বড্ড জ্বালা হয়েছে।
___________
হুট করে ট্রাক থেমে যাওয়ায় রূপসীর মনে ক্ষীণ আশার আলোর সঞ্চার হলো। ভাবলো, বুঝি তার গ্রামে এসে থেমেছে গাড়ি। এখন হয়তো সে বাড়ি ফিরতে পারবে। মায়ের কাছে। কিন্তু রূপসীর আশার আলো দপ করে নিভে গেলো যখন ৪-৫ জন হাট্টাকোট্টা লোক এসে রূপসীসহ বাকি মেয়েদের টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামালো। এসব মেয়েদের মধ্য থেকে কয়েকজনের কাছে সে শুনেছে তারা কোনো না কোনোভাবে প্রতারণার স্বীকার হয়ে এই যায়গায় এসে পড়েছে। কিন্তু রূপসী ভেবে পায়না আজমল ভাই তার সাথে এমনটা কেন করলো। সে তো তার কোনো ক্ষতি করেনি। ভাবনার মাঝেই রূপসী দেখতে পায় লোকগুলো একে একে সবার হাত আর চোখ বেঁধে দিচ্ছে। রূপসীর গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। অজানা আশঙ্কায় হৃদপিণ্ড ক্রমাগত লাফিয়ে যাচ্ছে। হাত পা কাঁপছে ভয়ংকরভাবে। লোকগুলো তাদের কোথায় নিয়ে যাবে? তাদের কে কি মেরে ফেলা হবে? ভাবতে ভাবতেই একজন এসে রূপসীকে ধাক্কা দিয়ে পিছনে ঘুরায়। হাতদুটো পিছমোড়া করে শক্ত করে বেঁধে দেয়। ব্যথায় কোঁকিয়ে উঠে সে। চোখ দিয়ে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তীব্র কষ্টে ভিতরটা শুধুই “মা, মা” করছে তার। চোখ বাঁধা শেষে ঠেলে ঠেলে তাদের কোথাও একটা নিয়ে যাওয়া হচ্ছে। রূপসী আন্দাজ করলো আবার একটা গাড়িতে হয়তো তাদের তোলা হচ্ছে। তার ধারণা সত্যি প্রমাণিত হলো যখন কিছু সময় পর গাড়ি চলতে শুরু করে।
মনছুর আলী শঙ্কিত দৃষ্টিতে বারবার এদিক ওদিক দেখছেন। মেয়ে পাচারের এই ব্যবসা তার দীর্ঘদিনের। কিন্তু কখনো পাচারকরা মেয়েদের সাথে তিনি থাকেন না। সবটা আড়ালে থেকেই করেন। কখন কোথা থেকে পুলিশ, গোয়েন্দাদের আক্রমণ এসে পড়বে। যদিও তার যথেষ্ট প্রটেকশন থাকে। মন্ত্রী মিনিস্টারদের সাথেও সখ্যতা রয়েছে তার। তবুও ভয় তো থেকেই যায়। আজ নেহাৎই বাধ্য হয়ে তার এদিকটায় আসা। তাই মেয়েদের এই গাড়িতেই তাকে যেতে হচ্ছে। তার ওপর আজ তার ডান হাত মন্টু গায়েব। সকাল থেকে মন্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে হারালো! সে না থাকায় ভয়টা যেন একটু বেশিই তীব্র হচ্ছে। গাড়ি চলতে থাকে। মনছুর আলী ভালোই ভালোই পার হওয়ার চিন্তা করতে থাকেন।
___________
রাত ১২.৪৫। চারপাশে সুনসান নীরবতা। শহরের বড় রাস্তাটির ধারে সারি সারি গাছ। সবকটাই বিশাল দীর্ঘদেহী। আশেপাশে লোকালয় বা জনমানবের কোনো চিহ্ন নেই। কিছুক্ষণ পর পর রাস্তাটি দিয়ে কেবল বড় বড় মালবাহী ট্রাক, কার্গো কিংবা দূরপাল্লার বাসের আনাগোনা দেখা যাচ্ছে। এরইমাঝে এই রাতের আঁধারে সেসব গাছ আর ঝোঁপঝাড়ের আড়ালে নীরবে লুকিয়ে রয়েছে প্রায় ১৫-২০ জন মানুষ। ঠিক সাত মিনিটের মাথায় একটি বড় কার্গো গাড়ির দেখা পাওয়া মাত্রই সকলেই সতর্ক হয়ে দাঁড়ায়। বন্দুক তাক করা গাড়ির চাকা বরাবর। ইফাদের ইশারা পাওয়া মাত্রই পরপর বেশ কয়েকটা গুলির আওয়াজে নিস্তব্ধ এই পরিবেশের নিস্তব্ধতার ভয়াবহ ভাঙন ধরে। গাড়ির চারটি চাকায় নষ্ট হয়ে যায় গুলির আঘাতে। যার ফলে গাড়ি দাঁড়িয়ে পড়তে বাধ্য হয়। মনছুর আলী ঠিক এই আশংকাটাই করেছিলেন। তিনিও তার প্রস্তুতি বেশ ভালেভাবেই নিয়ে রেখেছেন। গাড়ির সমস্ত আলো নিভিয়ে দেওয়ায় চারিদিক অন্ধকারে ছেয়ে যায়। ইফাদের টিমের সকল সদস্যরা নিজেদের হাতে থাকা টর্চ লাইট জ্বালিয়ে পুনরায় জায়গাটি আলোকিত করে দেয়। চারিদিক থেকে ঘিরে রাখা হয়েছে গাড়িটি। যেন একজনও পালাতে না পারে। আচমকা এক পুলিশ সদস্যের হাঁটু বরাবর গুলি লাগায় আর্তনাদ করে ওঠে। সকলের দৃষ্টি ও মনোযোগ তার দিকে পড়তেই ঠিক সেই মুহূর্তে গাড়ি থেকে দুজনকে পালাতে দেখা গেলো। ইফাদ দ্রুত পিছু নেয়। সাদমানকে বলে আহত পুলিশটিকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে আর গাড়িতে থাকা মেয়েদেরও যেন উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যায়। মনছুর আলী তার আরেক সাগরেদ কাশেমকে নিয়ে ছুটে পালাচ্ছেন। তার গাড়ি তৈরি আছে। কোনোরকমে একবার সেই গাড়িতে উঠে পালাতে পারলেই তাকে আর ধরার সুযোগ থাকবে না। তবে মেয়েগুলোকে হয়তো নিয়ে যাওয়া হলো না। মনছুর আলী মনে মনে মন্টুকে বিশ্রী ভাষায় দু একটা গালি দেন। কারণ তিনি বুঝে গিয়েছেন মন্টু ধরা পড়েছে। আর সে-ই সব তথ্য দিয়ে দিয়েছে। মনছুর আলী প্রাণপণ ছুটছে। তার পিছন পিছন ইফাদও ছুটছে। এই জায়গাগুলো জঙ্গলাকীর্ণ হওয়ায় এখানে ল্যাম্পপোস্ট নেই। যার জন্য খুব একটা আলোর হদিস পাওয়া যাচ্ছে না। আর আলো না থাকায় ইফাদ গুলি করতে পারছে না কারণ অন্ধকারে পা বরাবর তাক করা সম্ভব নয়। কিন্তু এই লোক আজ হাতছাড়া হয়ে গেলে পরবর্তীতে আরো বহু মেয়েকে এভাবে হারিয়ে যেতে হবে। মনছুর আলী দৌড়াতে দৌড়াতে ফোন করে গাড়ি এগিয়ে নিয়ে আসতে বলেন। জঙ্গলের পথ ধরেই যেতে হবে তাদের। ফোনে কথা বলতে গিয়ে মনছুর আলীর দৌড়ের গতি কিছুটা কমে যায়। যার দরুন ইফাদ তার কাছাকাছি পৌঁছে যায়। পেছন থেকে খপ করে তার পাঞ্জাবির কলার টেনে ধরে৷ তাল সামলাতে না পেরে উপুড় হয়ে পড়ে যাওয়ার উপক্রম হতেই হাঁটু দিয়ে তার থুতনি বরাবর সজোরে আঘাত করে ইফাদ। “ও বাবা গো!” বলে চিৎকার করে ওঠে মনছুর আলী। ইফাদ তাকে সোজা দাঁড় করায়। মুখ বরাবর পরপর কয়েকটি ঘুষি মারে। মনছুর আলী দু’হাতে মুখ চেপে ধরে গোঙাতে থাকে। ইফাদ তখন তার পেট বরাবর লাথি মারায় মাটিতে ছিটকে পড়ে গেলো সে। ইফাদ দ্রুতগতিতে এসে তাকে তুলতে যাবে তখনই তার মাথার পিছনে কিছু একটার আঘাতে আর্তনাদ করে সরে যায় সে। আবছা আলোতে বুঝতে পারে মনছুর আলীর সাথে থাকা লোকটা তাকে শক্ত কোনো লাঠি দিয়ে আঘাত করেছে। ইফাদ লোকটিকে ধরার চেষ্টা করে কিন্তু তার চারপাশ ঝাপসা হয়ে আসায় সে ঠিকমতো নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারছে না। নিজেকে ধাতস্থ করার আগেই আরো একটা আঘাত এসে লাগে তার কপালে। এবার সে আর নিজেকে ধরে রাখতে পারে না। ঢলে পড়ে যায়। চারিদিক অন্ধকার হয়ে আসে তার। চোখ বুজে যায়। মনছুর আলী আর কাশেম এই সুযোগে তাদের নির্ধারিত গাড়িতে করে নিরাপদে পালিয়ে যায়।
ওদিকে পুলিশের বাকি সদস্যরা গাড়িতে থাকা সবকটা লোককে আটক করে ফেলে। সাদমান পেছনে গিয়ে গাড়ির দরজা খুলে দেয়। সব মেয়েদের নামানো হয়৷ একে একে সবার হাত ও চোখের বাঁধন খুলে দিতেই এক অদ্ভুত কান্ড ঘটে যায়। রূপসীর হাতের বাঁধন খোলা মাত্রই সে ছুট লাগায়। দিগবিদিক শূণ্য হয়ে দৌড়াতে থাকে। সে ঠিক করে রেখেছিলো একবার গাড়ি থেকে নামার সুযোগ পেলেই সে দৌড় লাগাবে। হাতের বাঁধন খোলা হোক বা না হোক। যা হয় হবে তবুও সে পালানোর একটা শেষ চেষ্টা করবেই। এতোগুলো মেয়ের দিকে খেয়াল রাখতে গিয়ে রূপসীকে আলাদা করে খেয়াল করে না কেউ। তবে যে বাঁধন খুলে দিয়েছিলো সে কিছুক্ষণ আহাম্মক হয়ে দাঁড়িয়ে থাকে। ততক্ষণে রূপসী অনেকটা দূর চলে গিয়েছে। অবশেষে তার হুঁশ ফিরলে চিৎকার করে বলে “আরে আরে মেয়েটা পালিয়ে গেলো।” দুজন লোক তার দৃষ্টি অনুসরণ করে সেদিকে ছুটলো কিন্তু রূপসীর টিকিটিও নাগাল পেলো না তারা।
রূপসী ছুটতে ছুটতে হঠাৎ কিছু একটা পায়ে লাগায় হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। অন্ধকারে কিছু দেখা না গেলেও তার মনে হয় এটা কোনো মানুষের শরীর। যার ওপর সে পড়ে আছে। রূপসী গ্রামের মেয়ে হওয়ায় তার ভুতের ভয়টাও একটু বেশিই। “ওরে আল্লাহ!” বলে লাফিয়ে উঠে সে।
–আল্লাহ গো আল্লাহ বদ মাইনষের হাত থেইকা পালাইয়া আবার কোন জ্বীনের হাতে পড়লাম। ইয়া মাবুদ! রক্ষা করো মাবুদ।
দুর থেকে আসা গাড়ির আলো পড়তেই রূপসী ভালো করে দেখে এক সুদর্শন পুরুষ চিৎ হয়ে পড়ে আছে। তার কপাল ফেটে রক্ত পড়ছে। রূপসীর হুট করে কি হলো কে জানে। এই অপরিচিত মানুষটার জন্য তার মায়া কাজ করতে শুরু করে। লোকটার কি এক্সিডেন্ট হয়েছে? নইলে এভাবে রক্তাক্ত হয়ে পড়ে আছে কেন? রূপসীর মন বলে উঠে, লোকটাকে তার বাঁচানো উচিত। সে দাঁড়িয়ে পড়ে মাঝরাস্তায়। গাড়ি থামানোর চেষ্টায়। ভাগ্যক্রমে গাড়ি পেয়েও যায়। এক প্রাইভেট কারের মালিক এভাবে এতোরাতে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে গাড়ি থেকে নেমে আসে। ইফাদকে দেখে দ্রুত গাড়িতে তোলার ব্যবস্থা করে। রূপসী সহ হাসপাতালের দিকে রওনা দেয়। রূপসী জানে না এই মানুষটা কে? কি তার নাম? তবুও নিজের এই বিপদের মাঝেও মানুষটিকে রাস্তায় ফেলে আসতে পারে না। ইফাদের অল্প অল্প জ্ঞান ফিরতে থাকে। আবছা আবছা ভাবে বারবার এক মায়াবী মুখ তার নজরে আসছে যে মুখে উদ্বিগ্নতার ছড়াছড়ি। কোনো কারণ ছাড়াই তার এই মুখখানা দেখতে বেশ ভালো লাগছে। তবে চোখদুটো সায় দিতে নারাজ। পুনরায় বুজে যায়।
চলবে…..