মধুচন্দ্রিমা
পর্ব ১৬
তানিয়া রহমান
মেহবুব মুখ শক্ত করে মনিরের মুখোমুখি বসে আছে, মনির অনুনয় করে বলল – আম এক্সট্রেমলি স্যরি
– অপুর কাছে তুই ইরাকে ছোট করেছিস
– মাথার ঠিক ছিল না দোস্ত
– ইরা এখন আমার ওয়াইফ, কেমন করে পারলি ওর গায়ে হাত তুলতে
– তুই বোধহয় ডিল ভুলে গিয়েছিস
– কিছুই ভুলিনি
– তবে তুই কিভাবে ইরিকে ওয়াইফ বলে দাবি করছিস,দ্রুত ডিভোর্স করবি ওকে
– বারবার কেন মনে করিয়ে দিতে হয় ঐ জঘন্য কাজ আমি করব না, ইরা যদি চায় ও করবে
– ও কেন চাইছে না, কি করেছিস তুই ওর সঙ্গে
– তোর মতো অমানুষ নই আমি, ইরা ভালবেসে স্বেচ্ছায় এসেছে আমার কাছে
– ডিফেন্স থেকে রিটায়ার্ড করেছি তাই বলে মেজর মনির ট্রেনিং থেকে রিটায়ার্ড করেনি,খুব ভাল নিশানা আমার, মানুষ খুন করতে একটুও হাত কাঁপবে না
– ভয় দেখাচ্ছিস
– ভেবে নে তাই
– সবকিছুতে জোর চলে না মনির
– উনত্রিশ বছরের সংসার ছিল আমাদের, সেই আমাকে ভুলে দুদিনের তোকে কিভাবে ভালবাসে ও
– তোর অপকর্ম ওর মনে ঘৃণার জন্ম দিয়েছে
– ব্যাস,এনাফ, চেয়ার ছেড়ে দাঁড়িয়ে মেহবুবের দিকে তর্জনী তুলে বলল- এক সপ্তাহের মধ্যে তোদের ডিভোর্স চাই, কে করবি সেটা তোরা বসে ডিসাইড করবি,তা না হলে দুটোকেই শেষ করে জেলের ঘানি টানব
– তোর কাছে এটাই আশা করা যায়
– তোকে বিশ্বাস করে ইরিকে তোর হাতে তুলে দিয়েছিলাম
– আমি ওকে এভয়েড করতে চেয়েছি প্রথম প্রথম কিন্তু ও এগিয়ে এসেছে
– ও তোকে ভালবাসে না আমাকে কষ্ট দেয়ার জন্য এমন করছে
– সেটা তোদের ব্যাপার,আমি বারবার বলছিতো ইরা চলে যেতে চাইলে আমি বাঁধা দিব না
– আমারতো সেটাই প্রশ্ন ও চলে আসতে চাইছে না কেন
– ওকে জিজ্ঞেস কর
– তুই জিজ্ঞেস করে ওকে বুঝিয়ে আমার কাছে ফিরিয়ে দিবি
– তোর মত অমানুষের কাছে ওকে কখনো বুঝিয়ে পাঠাব না
মেহবুবের মুখের কাছে মুখ নিয়ে বলল – উনত্রিশ বছর আমার হাত ওর শরীর ছুঁয়েছে পারবি এসব ভুলে ওকে মেনে নিতে
– ছিঃ এত অধপতন তোর,সামান্যতম ভালবাসলে ওকে নিয়ে এসব বলতে পারতি না
– বোধ বুদ্ধি সব হারিয়েছি এখন মাথায় একটা জিনিসই ঘুরছে হয় ও আমার হবে নয়তো কারো নয়,কথাটা মাথায় ভাল করে ঢুকিয়ে নে আর তোর সো কল্ড ওয়াইফের মাথায়ও ঢুকিয়ে দিস
মেহবুবের এবার ধৈর্য্যর বাঁধ ভেঙ্গে গেল, চিৎকার করে বলল – আমার হাতও কম লম্বা নয়,তোর মত মনিরকে পিষে ফেলতে আমার দুমিনিটও লাগবে না, দ্যা ডিউ কোম্পানি টিকিয়ে রাখার জন্য কতগুলো মাস্তান পকেটে রেখে চলতে হয় তা তোর ভাল করেই জানা, মনিরের কলার চেপে ধরে মেহবুব আবার বলল – বহুত গুন্ডামী দেখিয়েছিস আর নয় আজকের পর থেকে আমি ভুলে যাচ্ছি তুই আমার ফ্রেন্ড,নাও গেট লস্ট
মনির চলে যাবার পর দু’হাতে মুখ ঘঁষে মেহবুব নিজেকে ধাতস্থ করে নিল,ফোন হাতে নিয়ে ইমরানকে কল করলো
– জ্বি স্যার বলুন
– এইমাত্র যে লোকটি আমার রুম থেকে বেরিয়ে গেল ফলো হিম, টুয়েন্টিফোর আওয়ারস এর আপডেট চাই, প্রতিদিন প্রতিমুহূর্তের।
– ওকে স্যার
চলবে
কপি করা যাবে না।