#নিষিদ্ধ_বরণ
#রোকসানা_রাহমান

পর্ব (১৯)

ছোট্ট খানা টেবিলে শরবতের গ্লাস রাখতে রাখতে স্বামীর দিকে তাকালেন আসমা রহমান। তারপরেই পাশের চেয়ারটাই। অল্প বয়সের সুস্বাস্থ্যের চঞ্চলপনা ছেলেটিকে খুব একটা মনে ধরল না তার। চোখের দৃষ্টি সরিয়ে দাওয়া থেকে ফিরে আসলেও দরজার কাছেই দাঁড়ালেন। পর্দার আড়ালে থেকে স্বামীর এদিকে তাকানোর অপেক্ষা করছিলেন। এরশাদ রহমান ছেলের বাবার সাথে কথা বলার ফাঁকে দরজার দিকে তাকালেন। সাথে সাথে স্ত্রীর ইশারামাখা চাহনিতে থেমে গেলেন। ছেলে ও বাবার হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিয়ে চেয়ার ছাড়লেন। স্ত্রীকে খুঁজে পেলেন রান্নাঘরে।

” ডাকছিলে কেন? ”

আসমা রহমান বিরক্ত চোখে তাকালেন। স্বামীকে সমীহ করে চললেও মাঝে মাঝে নিয়ন্ত্রণ হারান। এবারও হারাচ্ছেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না তার সাথে কোনো প্রকার আলোচনা না করেই মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছেন। আসমা রহমান কপট রাগ নিয়েই বললেন,
” ছেলে কী করে? ”
” আলাদাভাবে কিছু করে না। শুনেছি বাবার ব্যবসায় সহযোগিতা করছে। বিয়ের পর..”

স্বামীকে পুরো কথা শেষ করতে না দিয়েই আসমা রহমান প্রশ্ন করলেন,
” কী দেখে পছন্দ হলো তোমার? ”

স্ত্রীর এমন প্রশ্নে থতমত খেলেন এরশাদ রহমান। সেই সুযোগে আসমা রহমান বললেন,
” বয়স কত? দেখে তো মনে হলো বয়সে নিহিতার কাছাকাছি হবে। মাদরাসার ছাত্রও না। মসজিদে যায় তো? ”

এরশাদ রহমান দুর্বল কণ্ঠে বললেন,
” যায়। আমাদের মতো ধর্মপ্রাণ না হলেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে। ”
” এটুকুতেই খুশি হয়ে গেলে? নিহিতার মত নিয়েছ? যদি পছন্দ না হয়? তাছাড়া এই পিচ্চি ছেলে সংসারের বুঝবে কী? তার মধ্যে করছেও না কিছু! ”

এরশাদ রহমান স্ত্রীর কাঁধে হাত রাখলেন। মৃদু হেসে বললেন,
” শান্ত হও। ”

আসমা রহমান শান্ত হলে এরশাদ রহমান বললেন,
” ছেলেকে আমি পছন্দ করিনি। তোমার মেয়ের জামাই করেছে। ”

আসমা রহমানের চিন্তিত বদনখানা বিস্ময়ের রূপ নিল,
” মাহদী! ”
” হ্যাঁ। ”

আসমা রহমান আগ্রহ নিয়ে বললেন,
” ছেলে কি ওর পরিচিত? ঢাকার ওদিকে থাকে নাকি? ”
” না, বাড়ি দিনাজপুরেই। মাহদীর পরিচিত নাকি জানি না। যখন ছেলের খোঁজ দিয়েছিল তখন জিজ্ঞেস করেছিলাম। পরিষ্কার করে কিছু বলেনি। শুধু বলেছিল, অন্য কারও সামনে নিহিতাকে নেওয়ার পূর্বে এই ছেলের একটু খোঁজ নিয়ে দেখতে। মাহদীর কথা শুনেই বুঝেছিলাম সব রকম খোঁজ খবর নিয়েই আমাকে বলেছে। তবুও মনের সন্দেহ দূর করতে একটু খোঁজ খবর নিয়েছিলাম। ”

আসমা রহমান আবার রেগে গেলেন। বললেন,
” তোমার এখনও মাহদীর উপর সন্দেহ হয়? ”
” না। ”
” তাহলে আবার খোঁজ-খবর নিলে কেন? ”

এরশাদ রহমান সাথে সাথে উত্তর দিলেন না। কিছুক্ষণ পর শীতল কণ্ঠে বললেন,
” বাবা হই যে তাই। নিজ চোখে পাত্রের গুণ না দেখে কন্যা দান করি কী করে? ”

আসমা রহমান অপ্রতিভ হয়ে চোখ নামিয়ে নিলেন। নিচু স্বরে বললেন,
” সব ঠিক আছে। কিন্তু নিহিতা কি রাজি হবে? আগে থেকে কথা বলে নিলে ভালো হতো না? ”

এরশাদ রহমানের উত্তর দেওয়ার মুহূর্তে নিহিতা উপস্থিত হলো। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে চিবুক নামিয়ে বলল,
” আমি রাজি। ”

মেয়ের কণ্ঠে বাবা-মা দুজনেই চমকে তাকালেন। নিহিতা পিলপিল পায়ে ভেতরে ঢুকে বলল,
” আমি জানি, বাবা আমার ভালো চান। তাঁর প্রত্যেকটা সিদ্ধান্ত আমার ভালো থাকাকে ঘিরে। মেয়ে হয়ে জন্মদাতার উপর এতটুকু বিশ্বাস তো থাকতেই হবে তাই না, আম্মু? ”

আসমা রহমান মেয়েকে জড়িয়ে নিলেন। খুশিতে চোখে পানি জমে গেছে। মায়ের আদরে বন্দী অবস্থায় নিহিতা বলল,
” বাবা, আমি কি উনার সাথে আলাদাভাবে কথা বলতে পারি? ”

বাবা উত্তর দেওয়ার পূর্বে মা জিজ্ঞেস করলেন,
” কার সাথে? ”
” যার সাথে আমার বিয়ে হচ্ছে। ”

এ পর্যায়ে আসমা রহমান স্বামীর দিকে তাকালেন। এরশাদ রহমান স্ত্রীর দিক থেকে চাহনি সরিয়ে আনলেন মেয়ের দিকে। ক্ষণকাল চুপ থেকে বললেন,
” অবশ্যই। বিয়ে যখন হচ্ছেই তখন দেখাদেখির পর্বটা শেষ হওয়াই ভালো। ”

এরশাদ রহমান আর দেরি করলেন না। ছেলেকে বসার রুমে পাঠিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে দাওয়াই বসলেন। বাকি কথা-বার্তা স্ত্রীর সামনেই হোক।

_____________
” বিশ্বাসই হচ্ছে না, তুমি বোরকা ছাড়া আমার সামনে দাঁড়িয়ে আছ! ”

আহাদের বিস্মিত অভিব্যক্তিতে একটুও অবাক হলো না নিহিতা। সাধারণভঙ্গিতে চোখ তুলে তাকালে আহাদ আকাশ মাপের বিস্ময় নিয়ে বলল,
” তুমি সত্যি আমার দিকে তাকিয়েছ? আমাকে দেখছ? নিহিতা, আমি স্বপ্ন দেখছি না তো? ”

এবার নিহিতার চোখে-মুখে বিরক্ত ধরা পড়ল। দৃষ্টি সরিয়ে বলল,
” আপনি কি স্বাভাবিক হবেন? আমার জরুরি কথা ছিল। ”

আহাদ বিস্ময় কাটাতে চাইল, পারল না। বাধ্য হয়ে বলল,
” কী করে স্বাভাবিক হব বলো? তোমার বিয়ে হয়ে গেছে শুনে যখন দিশাহারা হয়ে পড়লাম ঠিক সে সময় শুনলাম ওটা নাটক ছিল। আমাকে মিথ্যা বুঝানো হয়েছিল। তার মধ্যে তোমাকে বিয়ে করার প্রস্তাব পেলাম। ”

নিহিতা চোখ তুলে তাকাল। প্রশ্ন করতে ইচ্ছে হলো প্রস্তাবটা কে দিয়েছে। পর মুহূর্তে মাহদীর মুখটা ভেসে উঠল চোখের পাতায়। সাথে সাথে বুকের বা পাশে ক্ষীণ একটা ব্যথা সৃষ্টি হলো। চোখ বন্ধ করে বলল,
” আমি কি আমার কথা বলতে পারি? ”

এবার নিজেকে সামলাতে সফল হলো আহাদ। বলল,
” কী কথা? ”

নিহিতা চোখ মেলল। একটু চুপ থেকে বলল,
” আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু..”
” কিন্তু? ”

আহাদের কৌতূহলী বদনে এক বার দৃষ্টি ঘুরিয়ে বলল,
” আমার একটু সময় চাই। বিয়েটা কি এক মাস পিছিয়ে নেওয়া যায় না? ”

আহাদ কিছু বলার জন্য প্রস্তুত হওয়ার পূর্বে নিহিতা দ্রুত বলল,
” আপনি না করবেন না, প্লিজ। ভয়ও পাবেন না। আমি আপনাকেই বিয়ে করব। কথা দিচ্ছি। ”

নিহিতা চুপ হয়ে গেলেও আহাদ কিছু বলল না। নিহিতা উৎসুকমনে অপেক্ষা করছে আহাদের উত্তরের। কয়েক সেকেন্ড পেরিয়ে যেতেও যখন সে চুপ থাকল তখন নিহিতা অস্থির হয়ে পড়ল। ব্যাকুল কণ্ঠে বলল,
” বাবাকে বললে উনি আমার অনুরোধ ফেলতেন না। কিন্তু আমি চাচ্ছিল না…”
” কথা দিচ্ছ তাহলে? ”

কথার মাঝে প্রশ্ন করায় নিহিতা থমকে গিয়েছিল। বোকা চোখে তাকিয়ে থেকে বলল,
” জি? ”
” এক মাস পরে আমাকেই বিয়ে করবে। ”

নিহিতা দ্রুত মাথা নেড়ে বলল,
” হ্যাঁ, কথা দিচ্ছি। ”

আহাদ হালকা হেসে বলল,
” ঠিক আছে। আমি আংকেলের সাথে কথা বলব। ”

নিহিতা কৃতজ্ঞপূর্ণ হাসলে আহাদ বলল,
” তোমাকে কিছু দেওয়ার ইচ্ছে ছিল। সেটাও কি এক মাস পর দেব? ”

নিহিতা কিছু না ভেবেই ডান হাত এগিয়ে দিয়ে বলল,
” এখনই পরাতে পারেন। ”

আহাদ নিহিতার হাতের দিকে তাকিয়ে থাকলে সে লজ্জা পেল। বুঝতে পারল কৃতজ্ঞতা দেখাতে গিয়ে বেহায়ার মতো কাজ করে ফেলেছে। আড়ষ্টতায় হাত সরিয়ে নিলে আহাদ সামান্য হাসল। হাসি নিয়ে নিজের হাত থেকে একটা আংটি খুলল। নিহিতার বাম হাত টেনে নিয়ে অনামিকা আঙুলে আংটি পরিয়ে বলল,
” মাপে বড় হয়েছে। দেখ, আবার হারিয়ে ফেল না। ”

নিহিতা লজ্জায় কথা বলতে পারল না। মনে মনে নিজেকে ধমকাচ্ছে। আহাদ আংটি পরানো শেষে ভাঁজ করা একটি কাগজ রাখল তালুতে। বলল,
” সেদিনের চিঠিটা কে লিখেছিল জানি না। আমি ভেবেছিলাম তুমি লিখেছ। সে ভাবনা থেকে আমিও একটা লিখেছিলাম। তোমার নামে, তোমাকে কল্পনা করে। নিহিতা, আমি তোমাকে অনেক আগে থেকে পছন্দ করি। তোমার চালচলন অন্যরকম দেখে কখনও বলার সাহস পাইনি। আজ একটু সাহস করে বললাম। চিঠি দিলাম, আংটিও পরিয়ে দিলাম। এখন শুধু এক মাস শেষ হওয়ার অপেক্ষা। ”

নিহিতা নীরব থাকলে আহাদ বুঝে নিল তার কথা বলা শেষ। সেও আর কথা বাড়িয়ে বিরক্ত করতে চাইল না। বসার রুম ত্যাগ করার পূর্বে আরেক বার নিহিতার মুখটার দিকে তাকাল। স্নিগ্ধ মুখে চেয়ে থেকে সুধাল,
” তুমি আমার বউ হবে তো, নিহি? ”

আহাদের প্রশ্নটায় খানিকটা কেঁপে উঠল নিহিতা। কাঁপা কাঁপা পলকে আহাদের দিকে তাকালে সে বলল,
” আমি যে নিহিতাকে ভালোবেসেছি সে কখনও প্রতিশ্রুতি ভঙ্গ করে না। ভবিষ্যতেও করবে না এই বিশ্বাস নিয়ে চলে যাচ্ছি। ”

_________

ট্রেন থেকে নেমে কমলাপুর রেলস্টেশনে চারপাশটায় চোখ রাখল নিহিতা। আসমা রহমান পাশে এসে দাঁড়াতে নিহিতা আনন্দিত কণ্ঠে বলল,
” আম্মু, ঢাকা শহর অনেক সুন্দর, তাই না? ”

আসমা রহমান স্বামীর হাত থেকে ভারী ব্যাগ নিয়ে নিচে রেখে বলল,
” সুন্দরের কী দেখলি? আমার তো এখনই দম বন্ধ হয়ে যাচ্ছে। এত মানুষ একসাথে জীবনেও দেখিনি! ”

নিহিতা নীঃশব্দে হাসল। এরশাদ রহমানও ততক্ষণে নেমে পড়েছিলেন। স্ত্রীর কথা শুনে খানিকটা হাসলেন। পর মুহূর্তে চিন্তিত কণ্ঠে বললেন,
” মাহদীকে না জানিয়ে আসাটা কি ঠিক হলো রে, মা? ”

নিহিতা হাসি বন্ধ করে বাবার কাছে এসে দাঁড়িয়ে বলল,
” জানিয়ে দিলে কি সারপ্রাইজ হবে, বাবা? ”
” তা ঠিক। কিন্তু আগে তো কখনও যাইনি। বাসা খুঁজে বের করতে সমস্যা হলে? তাছাড়া ওর এই সময় বাসায় থাকার কথা না। বাসায় কে কে আছে জানিও না। যদি বিপদে পড়ি? ”
” কিসের বিপদ? আমরা কি অচেনা কেউ? নাকি দূর সম্পর্কের কেউ? ”
” তারপরেও। মাহফিল শেষে আমি এবার দেখা করে যেতাম। তোরা নাহয় পরের বার আসতি। ”

নিহিতার মন খারাপ হয়ে গেল। মনে মনে বলল, ‘ পরের বার আসতে আসতে যদি আমার বিয়ে হয়ে যায়? উনি যে অন্যায়টা করেছেন এর শাস্তি না দিয়ে বিয়ের পিড়িতে কীভাবে বসব, বাবা? ‘ সামনাসামনি বলল,
” আল্লাহ হয়তো চাচ্ছিলেন আমার বিয়ের দাওয়াতটা আমিই দেই। ”

_________
ঠিকানা জানা থাকায় মাহদীর বাসা খুঁজে বের করতে একটু সময় লাগলেও খুব একটা কষ্ট হলো না। গেইটের দায়িত্বে থাকা দারোয়ানের কাছে নিজেদের পরিচয় দিয়ে সিঁড়ি কাটছিল নিহিতারা। মাহদীরা এই বিল্ডিংয়ের চতুর্থ তলায় থাকে। এক তলা পেরিয়ে দোতলায় উঠতে আসমা রহমানের মনে পড়ল, মন চারপাশের মানুষদের নিয়ে এত গল্প করলেও কখনও দাদা-দাদীকে নিয়ে কিছু বলেনি। তাহলে কি তাদের সাথে তার দেখা-সাক্ষাৎ হয় না? নায়রার মুখে শুনেছিল মাহদীর যাতায়াতের সুবিধার জন্য অফিসের কাছে বাসা ভাড়া নিয়েছিল। শ্বশুর-শাশুড়িরা নিজস্ব বাসাতেই থাকতেন। কিন্তু এখন? এখন তো নায়রা নেই। তাহলে মাহদী কোথায় আছে? ভাড়া বাসায় নাকি বাবা-মায়ের সাথে? স্বামীকে প্রশ্ন করার জন্য উদ্যত হতে মনে পড়ল, মাহদী তার শ্বশুরকে দাওয়াত দিয়েছিল নায়রার নিজ হাতে সাজানো সংসার দেখতে। তাহলে কি এটা ভাড়া বাসা? ভাবতে ভাবতে প্রশ্ন করে বসল,
” বাসা যদি তালা দেওয়া থাকে? ”

নিহিতা পাশ থেকে বলল,
” ভেঙে ফেলব। ”

মেয়ের রসিকতায় এরশাদ রহমান হেসে ফেললেন। বললেন,
” ভাঙতে হবে না। মাহদী বাসায় না থাকলেও মন আছে। ”

আসমা রহমান দ্রুত প্রশ্ন করলেন,
” কী করে বুঝলে? ”

এরশাদ রহমান ঘড়ি দেখিয়ে বললেন,
” আড়াইটা বাজে। মনের স্কুল ছুটি হয় বারোটায়। ভাগ্য ভালো হলে মাহদীকেও পেতে পারি। দুপুরের খাবার খেতে ও বাসায় আসে। ”

___________

অফিস শেষে রিকশায় বসতে বসতে ফোন কানে নিল মাহদী। ডায়াল করা নাম্বারটা বিকেল থেকে বন্ধ দেখাচ্ছে। দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে যাওয়া অবস্থা। কাজের চাপ বেশি থাকায় বাসায় কল করে বলেছিল আজ খেতে আসবে না। মন প্রথমে মানতে চাচ্ছিল না। কেঁদেও ফেলেছিল প্রায়। সময় নিয়ে তাকে বুঝিয়ে-সুঝিয়ে কল কাটার পর পুনরায় কল দিয়েছিল বিকেলে। তখন থেকেই বন্ধ দেখাচ্ছে।

মাহদী রিকশাওয়ালাকে তাড়া দিচ্ছে আর বাসায় কল করে যাচ্ছে। ভয়ে, আতঙ্কে তার মুখ রক্তশূন্য। দুশ্চিন্তারা ঝেঁকে বসেছে মুখজুড়ে। বাসার সামনে এসে রিকশা থামতে মাহদী বিশ টাকার জায়গায় একশ টাকার নোট ধরিয়ে দিল রিকশাওয়ালাকে। ভাংতি টাকা ফেরত নেওয়ারও বুঝি সময় নেই।

সিঁড়ি কেটে চারতলায় পৌঁছিয়েই নিজের রুমের দরজার দিকে দৃষ্টি রাখল সে। যত কাছে এগুচ্ছিল বুকের ধুকপুকানি ততই বাড়ছিল। খোলা দরজা দিয়ে ভেতরে উঁকি দিতে তার প্রাণ যায় যায় অবস্থা! মন কোথাও নেই। সে সভয়ে ডাকল,

” মন? ”

উত্তর এলো না। মাহদী মাত্রাতিরিক্ত ভয়ে শরীরের জোর হারিয়ে ফেলেছে যেন। ধীরে ধীরে বসার রুম পার হয়ে নিজের রুমের সামনে দাঁড়িয়ে আরেক বার ডাকল,
” মন? আমার বাবাটা? ”

এবারও উত্তর এলো না। তবে কিছু একটা পড়ার শব্দ হলো। সেই শব্দে মাহদীর হারিয়ে যাওয়া শক্তি ফিরে এলো বুঝি। চট করে ভেবে বসল মন তার সাথে লুকোচুরি খেলছে। তাই সাবধানে রুমের ভেতর ঢুকে উচ্চস্বরে বলল,
” বাবা, মনকে দেখে ফেলেছে। ”

কথাটা বলে সহাস্যে সামনে তাকাতে তার শরীরে বিদ্যুৎ বয়ে গেল যেন। কয়েক মুহূর্তের জন্য পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকল। চোখের এক স্থির দৃষ্টি সামনে দাঁড়িয়ে থাকা শাড়ি পরিহিতার দিকে।

চলবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here