তুমি_আমারই_রবে

পর্ব_২০
#Nishat_Jahan_Raat (ছদ্মনাম)

“কাউকে ডাকতে হবে না। টাউজারটা তুমিই দাও।”

চোখ দুটো আমার কপালে উঠে গেলো। মানে সত্যি সত্যি না, জাস্ট ইমেজিন। চূড়ান্ত অবিশ্বাস্যযোগ্যতার ফল এটা। চোখ দুটোকে আগের মতো স্বাভাবিক করে আমি উনাকে বললাম,,,

“এ্যাঁ। আমি পারব না। আন্টিকে ডেকে দিচ্ছি।”

“আম্মু কাজ করছে। কি দরকার বলো আম্মুকে ডিস্টার্ব করার?”

আমি কিছুক্ষণ ভেবে চিন্তে বললাম,,

“আচ্ছা দিচ্ছি।”

“বেশ!”

কাবার্ডের ড্রয়ার থেকে আমি টাইজারটা হাতে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে বললাম,,,

“মেহুল। টাউজারটা।”

“এনেছ?”

“হুম।”

“ওয়েট আমি দরজা খুলছি।”

আমি খুব ব্যতিব্যস্ত হয়ে উনাকে বললাম,,,

“এই আস্তে আস্তে৷ পুরোটা খুলতে যাবেন না যেনো। একটু খুললেই হবে। হাত বাড়িয়ে টাউজারটা আমি আপনাকে দিয়ে দিবো।”

“এক্সকিউজ মি। আমি এতোটা ও নির্লজ্জ নই যে পুরোটা দরজা খুলে নিজের মান, ইজ্জত সব নিলামে তুলে দিবো!”

আমি মনে মনে বিড়বিড় করে বললাম,,

“হাফ প্যান্ট পড়েই যে হাজার হাজার মেয়ের সামনে রাস্তায় চলে যায় সে কিনা আবার এসেছে নিজের মান ইজ্জত নিয়ে বড় বড় ডায়লগ ছাড়তে। যত্তোসব!”

এর মাঝেই দরজা খোলার আওয়াজ হলো। সাথে সাথে আমি চোখ বন্ধ করে টাউজারটা এগিয়ে দিলাম। এই লোকের সাথে বিশ্বাস নেই, বলা যায় না হুট করে পুরো দরজাটা চিচিং পাক করে দিলো! তখন উনার চেয়ে আমি বেশি লজ্জায় পড়ে যাবো। এতোদিনে যা বুঝেছি, এই লোকের লজ্জা শরম একদমই নেই। তাই নিজে থেকে সতর্ক থাকা ভালো।

অনেকক্ষন চোখ বুজে রাখার পরে ও টাউজারটা উনি আমার হাত থেকে নিচ্ছেন না। একইভাবে টাউজারটা আমার হাতেই রয়ে গেছে। চোখ বন্ধ রাখার কারণে সামনে কি হচ্ছে না হচ্ছে কিছুই আমার বুঝা সম্ভব হচ্ছে না। নাক, মুখ কুঁচকে আমি প্রচন্ড বিরক্তি নিয়ে এক চোখ খুলতেই দেখলাম মেহুল আধ খোলা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। বডি উন্মুক্ত, নিচে অবশ্য টাওয়াল পড়ে আছেন। খুব ফ্রেশ দেখতে লাগছে উনাকে। ঠোঁটে হালকা শয়তানি হাসি ও লেগে আছে। এলোমেলো চুল থেকে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। সেই জলের প্রতিটা ফোঁটা দেহের সর্বএ ছড়িয়ে পড়ছে। স্নিগ্ধ, সুন্দর, মায়াভরা মুখটা আমাকে আকৃষ্ট করে তুলছে। বুকের বাঁ পাশটা খুব জোরে টিউটিউ করছে। কিছুতেই যেনো চোখ সরাতে পারছি না। আর একটু এখানে দাঁড়িয়ে থাকলেই হয়তো আমার হার্ট ফেল হয়ে যাবে।

বুকে হাত দিয়ে আমি পিছু ঘুড়তে নিলেই উনি পেছন থেকে আমাকে ডেকে বললেন,,

“টাউজারটা না দিয়েই চলে যাবে?”

আমি পিছন থেকে হাত বাড়িয়ে টাউজারটা উনার দিকে এগিয়ে দিলাম। উনি হেয়ালী কন্ঠে বললেন,,,

“না। এ ভাবে এক্সপেক্টবেল না।। অনলি ফেইস টু ফেইস।”

আমি কাঁপা কাঁপা কন্ঠে বললাম,,,

“পারব না আমি। এভাবে নেওয়ার হলে নিয়ে যান। না হয় থাক।”

“কোনো ব্যাপার না। তাহলে আমি এভাবেই ড্রইং রুমে চলে যাবো। ড্রইং রুমে নিশ্চয়ই লামিয়া আর নীলা ও আছে!”

সাথে সাথেই আমি ক্ষীপ্ত দৃষ্টিতে পিছু ফিরে উনার দিকে তাকালাম। উনার ঠোঁটে এখনো শয়তানী হাসি লেগে আছে। বাম পাশের ভ্রুটা বার বার উঁচিয়ে উনি বাঁকা হাসছেন। টাউজার টা আমি উনার হাতে ধরিয়ে দিয়ে চোখ, মুখ লাল করে বললাম,,

“বিদেশ থেকে তো এসবই শিখে এসেছেন। উন্মুক্ত শরীরে কিভাবে সুন্দর সুন্দর মেয়েদের পটাবেন। লাজ লজ্জা আছে নাকি আপনার?”

উনি টাউজারটা হাতে নিয়ে আমার মুখোমুখি দাঁড়িয়ে বললেন,,,

“লাজ লজ্জা আছে বলেই তো টাউজারটা তোমাকে দিতে বললাম। নতুবা টাউজার ছাড়াই ড্রইং রুমে চলে যেতাম। ওখানে অবশ্য লামিয়া আর নীলা ও ছিলো।”

“সেই কখন থেকে লামিয়া আর নীলা করে যাচ্ছেন। আপনি কিভাবে জানলেন ওরা দুজন ড্রইং রুমেই আছে?”

“ইট’স ম্যাজিক। তুমি বুঝবে না।”

উনি স্লো ভয়েসে আমার দিকে আরেকটু ঝোঁকে বললেন,,,

“আগে আমাকে একটা কথা বলো, তুমি কি কোনো ভাবে জেলাস ফিল করছ?”

“বয়ে গেছে আমার জেলাস ফিল করতে। আপনি কে হ্যাঁ হে? যে আমি জেলাস ফিল করব?”

“আমি হলাম তোমার বেস্ট ফ্রেন্ড। তার পাশাপাশি খুব স্মার্ট, হ্যান্ডসাম আর ড্যাশিং ও। এমন একজন হ্যান্ডসাম বেস্ট ফ্রেন্ড থাকলে তো যে কেউ চান্স নিতে চাইবে তাই না?”

“মানে, আপনি কি বলতে চাইছেন? আমি চান্স নিচ্ছি?”

“হ্যাঁ নিতেই পারো৷ এতো বড় সুযোগ তো আর কেউ হাত ছাড়া করতে চায় না। তাই না?”

“এই শুনুন, আপনার মতো হ্যান্ডসাম ছেলে আমি জীবনে প্রথম বার দেখি নি। আপনি জানেন, আমার হিমু কতোটা হ্যান্ডসাম ছিলেন? আপনার চেয়ে ও দ্বিগুন বেশি হ্যান্ডসাম ছিলেন। আ’ম ড্যাম সিউর ওর কাছে গেলে আপনি পাত্তাই পাবেন না।”

“আরেহ্ বাঃহ তোমার হিমু?”

“হুম আমার হিমু। হিমু একান্তই আমার।”

“কাশ…এতোটা জোর দিয়ে যদি দুই বছর আগে হিমুকে কথাটা বলতে পারতে।”

“বলি নি। তবে বুঝাতে চেয়েছিলাম। উনি বুঝতে চান নি। এতে আদৌ আমার কোনো দোষ ছিলো না।”

আমি পিছু ঘুরে খানিক ভাব নিয়ে আবারো উনাকে বললাম,,,

“শুনুন, আমার কোনো ইচ্ছেই নেই, এতো হ্যান্ডসাম হাজবেন্ড রেখে আপনার উপর চান্স মারার।”

উনি দৌঁড়ে এসে আমার মুখোমুখি দাঁড়িয়ে বললেন,,,

“একদিন দেখা করাবে হিমুর সাথে? তাহলে দেখে নিতাম, কে বেশি হ্যান্ডসাম?”

কথার মাঝখানেই আমার নজর গেলো উনার টাওয়ালের দিকে। টাওয়ালটা লুজ হয়ে আছে উনার। যেকোনো সময় খুলে পড়বে। উনি এক হাত দিয়ে টাওয়ালটা ধরে আছেন, আর অন্য হাত দিয়ে টাউজার। অবশ্য টাওয়ালটা ধরে রেখে ও লাভ নেই। উপর থেকে কোমড়ের প্যাঁচ খুলে গেছে। এনি টাইম টাওয়ালটা খসে পড়ে নিজের মান ইজ্জত হারাবেন। মুখে হাত চেঁপে হেসে আমি পিছু ফিরে রুম থেকে বের হচ্ছি আর পিছন থেকে উনাকে উদ্দেশ্য করে বলছি,,

“আগে টাওয়ালটা সামলান। না হয় এবার সত্যি সত্যি আপনার মান ইজ্জত নিলামে উঠবে।”

উনি ব্যতিব্যস্ত হয়ে পেছন থেকে আমাকে ডেকে বললেন,,,

“প্লিজ রূপা। একদিন হিমুর সাথে দেখা করাবে?”

আমি হাঁটা থামিয়ে পেছন থেকে উনাকে উদ্দেশ্য করে বললাম,,,

“কোনো স্কোপ নেই। কারণ হিমুর সাথে রূপার যোগাযোগ নেই।”

“রূপা তো চাইলেই হিমুর সাথে যোগাযোগ করতে পারে।”

“রূপার সেই ইচ্ছেটা আর নেই। মরে গেছে।”

চলে এলাম আমি ড্রইং রুমে। লামিয়া আর নীলা অলরেডি খাবার টেবিলে বসে গেছে। আমাকে দেখে দুজনই নাক, মুখ ফুলিয়ে বলল,,,

“সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। ক্ষিদেয় পেট চোঁ চোঁ করছে।”

আমি ডাইনিং টেবিলের দিকে এগিয়ে এসে বললাম,,,

“তাহলে খেয়ে নিতিস তোরা৷ এতোক্ষন অপেক্ষা করলি কেনো?”

“কখনো তোকে ছাড়া খেয়েছি আমরা?”

আমি মলিন হেসে নীলার পাশের চেয়ারটায় বসলাম। আন্টি আমার প্লেইটে খাবার দিচ্ছেন আর আমাকে উদ্দেশ্য করে বলছেন,,

“মেহুল এখন কেমন আছে রূপা?”

আমি জিভ কেটে মনে মনে বিড়বিড় করে বললাম,,,

“ইসসস যে কারণে যাওয়া সেই কারণটাই তো জানা হলো না। ঝগড়া করেই তো কূল পাচ্ছিলাম না। কিভাবে জানব উনি কেমন আছেন? অবশ্য উনাকে দেখতে তো সুস্থ আর ফিট ই লাগছিলো। অসুস্থ হলে নিশ্চয়ই আমার সাথে ঝগড়া করতে পারত না বা শাওয়ার ও নিতো না। যাই হোক, আন্টিকে বলে দেই উনি এখন ভালো আছেন!”

আমি মলিন হেসে আন্টির দিকে তাকিয়ে বললাম,,,

“উনি এখন ভালো আছেন আন্টি।”

“তাহলে তোমার সেবা টা কাজেই দিয়েছে বলো?”

আমি হালকা হেসে মাথা নাঁড়ালাম। সবার প্লেইটে খাবার সার্ভ করার পর আন্টি আমাদের তিনজনকে উদ্দেশ্য করে বললেন,,

“নাও। তোমরা তাড়াতাড়ি খেয়ে নাও। আমি পরে মেহুলের সাথে খাবো।”

এর মাঝেই মেহুল হঠাৎ ড্রইং রুমে প্রবেশ করলেন। দ্রুত পায়ে হেঁটে উনি ডাইনিং টেবিলের কাছে এগুচ্ছেন আর বলছেন,,,

“বাঃহ্। আমাকে ছাড়াই সবাই খেয়ে নিচ্ছে!”

প্রথম লোকমাটা মুখে দিতে গিয়ে ও আমি থেমে গেলাম। মেহুলের দিকে তাকিয়ে দেখলাম উনি উন্মুক্ত শরীরে নিচে শুধু টাইজার পড়ে চলে এসেছেন৷ মেজাজ টা খনিকের মধ্যে চটকে গেলো আমার। চোখ লাল করে আমি উনার দিকে তাকালাম। উনি বাঁকা হেসে আমার বিপরীত পাশের চেয়ারটায় বসে পড়লেন। আন্টি মেহুলের মাথায় হাত বুলিয়ে হালকা হেসে বললেন,,,

“আমি যাচ্ছিলাম তোকে ডাকতে। এর আগেই তুই চলে এলি।”

লামিয়া আর নীলার দিকে তাকিয়ে দেখলাম দুজনই খাওয়া বন্ধ করে ড্যাব ড্যাব করে মেহুলের দিকে তাকিয়ে আছেন। মেহুল ও দুজনের দিকে তাকিয়ে হাসছেন। নীলার পিঠে চিমটি কেটে আমি দাঁত কিড়মিড়িয়ে নীলার কানে কানে বললাম,,,

“এভাবে হা করে কি দেখছিস? নিচের দিকে তাকিয়ে খা৷ তোর পাশেরটাকে ও বল হা করে তাকিয়ে না থেকে মনযোগ দিয়ে খাবারটা খেতে।”

নীলা চিমটির ব্যাথায় উহ্ করে চিৎকার করার আগে নিজেই নিজের মুখে হাত চেঁপে ধরে মিনমিনিয়ে আমাকে বলল,,,

“আমরা তো খাচ্ছিলাম ই। হঠাৎ মেহুল এসে আমাদের মাথাটা ঘুড়িয়ে দিলেন।”

নীলা হঠাৎ ভ্রু উঁচু করে বেশ কৌতুহলী হয়ে আমার দিকে তাকিয়ে বলল,,,

“বাই দ্যা ওয়ে, তোর এতো জ্বলছে কেন? এতো রিয়েক্ট ই বা করছিস কেন?”

আমি কিছুটা স্বাভাবিক হয়ে নিজেই নিজেকে প্রশ্ন করলাম,,,

“ঠিকই তো! আমি এতো রিয়েক্ট করছি কেনো?”

নীলার থেকে চোখ ঘুড়িয়ে আমি খাওয়ায় মনযোগ দিলাম। মেহুলের দিকে আড়চোখে তাকিয়ে দেখলাম উনি ইশারায় লামিয়ার সাথে কথা বলছেন৷ হাত নাড়িয়ে কিসব যেনো বলছেন। আগা মাথা কিছুই বুঝছি না। লামিয়ার দিকে তাকিয়ে দেখলাম, লামিয়া বাম হাতের আঙ্গুল দিয়ে গোল চিহ্ন এঁকে বুঝাচ্ছেন মেহুলকে খুব সুন্দর লাগছে। মেহুলের দিকে তাকিয়ে দেখলাম উনি ও বাঁকা হেসে লামিয়াকে বলছেন, লামিয়াকে ও খুব সুন্দর লাগছে। দুজনের থেকেই চোখ সরিয়ে আমি খাওয়ায় মনযোগ দিলাম। এসবে চোখ, কান দিয়ে লাভ নেই আমার। এসব ব্যাপারে মাথা ঘামানোর ও কোনো দরকার নেই আমার।

আন্টি মেহুলের পাশের চেয়ারটা টেনে খেতে বসে পড়লেন। দুজনের প্লেইটেই খাবার সার্ভ করা। মেহুল ও এবার লামিয়ার থেকে চোখ ঘুড়িয়ে খাওয়ায় মনযোগ দিলেন। খাওয়ার এক পর্যায়ে মনে হলো কেউ পায়ে শুড়শুড়ি দিচ্ছে। কৌতুহল নিয়ে আমি টেবিলের নিচে তাকাতেই দেখলাম মেহুল আমার পায়ে আলতো করে উনার পা ছোঁয়াচ্ছেন। তাই পায়ে শুড়শুড়ির অনুভূতি হচ্ছে। চোখে, মুখে বিরক্তি নিয়ে আমি উনার দিকে তাকাতেই দেখলাম উনি খাবার চিবুচ্ছেন আর ভ্রু নাচিয়ে আমাকে ইশারা করে বলছেন,,,

“জেলালালালালস।”

ঢঙ্গী মেয়েদের মতো ভঙ্গিমা করে উনি টেনে টেনে কথা বলছেন। অধৈর্য্য হয়ে আমি ঠোঁট কামড়ে ধরে পায়ের সমস্ত জোর দিয়ে উনার পায়ে দিলাম এক চাঁপ৷ চাঁপের চোটে পা টা হয়তো এতোক্ষনে থেতলে গেছে উনার৷ সাথে সাথেই উনার নাকে, মুখে উঠল। উনার মুখের সমস্ত খাবার এসে আমার মুখে ছিটকে পড়ল। শোধ নিয়ে ও শান্তি হলো না আমার। সেই আমাকেই ঝামেলা পোহাতে হলো। বিরক্তি নিয়ে আমি উনার দিকে তাকালাম। এই বিরক্তির মাঝে ও স্বস্তি লাগছে। একটু হলে ও শোধ নিতে পেরেছি। আস্তে আস্তে বিরক্তি ভাবটা মিইয়ে গেলো আমার। ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। উনি আমার দিকে তাকিয়ে মাথায় সমানে চাপড় মারছেন আর কাঁপা কাঁপা গলায় আমায় বলছেন,,

“উফফফ। এই চিকনি চামেলি মেয়ের শরীরে এত্তো জোর। বাপরে বাপ, পা চাঁপা না খেলে বুঝতেই পারতাম না।”

আমি শয়তানী হাসি দিয়ে ইশারা করে উনাকে বললাম,,

“কেমন দিলাম?”

উনি কটমট করে আমার দিকে তাকিয়ে বুড়ো আঙ্গুলটা উপরে তুলে বললেন,,,

“জোস।”

আন্টি ব্যতিব্যস্ত হয়ে মেহুলের মুখের কাছে পানির গ্লাস ধরে বললেন,,,

“এই মেহুল তোর হঠাৎ নাকে, মুখে উঠল কেনো? আর কার সাথেই বা এভাবে কথা বলছিস?”

আমি হু হা করে হেসে খাওয়া ছেড়ে দাঁড়িয়ে আন্টির দিকে তাকিয়ে বললাম,,

“আপনার ছেলেকে ভূতে পেয়েছে আন্টি। ভূত দেখেই হয়তো উনার নাকে, মুখে উঠেছে। সাথে আবোল তাবোল ও বকছেন। তাড়াতাড়ি ওঝা দেখান!”

মেহুল রাগী দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি উনাকে ভেংচি কেটে পিছু ঘুড়ে বেসিনের দিকে চলে এলাম। আন্টি আমাকে পেছন থেকে ডেকে বললেন,,

“এই রূপা। খাওয়া ছেড়ে উঠে গেলে যে?”

“আর খাবো না আন্টি। খাওয়া হয়ে গেছে।”

আন্টি আবার কাঁপা কাঁপা গলায় আমাকে বললেন,,,

“এই রূপা। সত্যিই কি আমার ছেলেকে ভূতে পেয়েছে?”

“হুম আন্টি। ইমেডিয়েলটি ওঝা ডাকুন। নতুবা সব হাতের বাইরে চলে যাবে।”

হাত, মুখ ভালো করে ধুঁয়ে আমি হাসতে হাসতে আমাদের ফ্ল্যাটে চলে এলাম। মেহুলের মুখটা দেখার মতো ছিলো। একেবারে ফুলকো লুচির মতো। তবে আন্টিকে দেখে খুব ঘাবড়ানো টাইপ লাগছিলো। বোধ হয় খুব ভয় পেয়েছেন আন্টি। আমার পিছু পিছু লামিয়া আর নীলা ও রুমে চলে এলো। দুজনই আমাকে চেঁপে ধরে বলল,,,

“মেহুলের হঠাৎ নাকে, মুখে উঠল কেনো? কি করেছিস তুই বল তো? আমাদের তো কোনো দিক থেকেই মনে হয় নি মেহুলকে ভূতে পেয়েছে!”

আমি হাসতে হাসতে ওদের দুজনকে সব খুলে বললাম। ওরা দুজনে ও আমার সাথে হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ল। হাসতে হাসতে সবার চোখে জল চলে এলো। দু থেকে তিন মিনিট পর রুমের দরজায় হঠাৎ টোকা পড়ল। আমি, লামিয়া আর নীলা হাসি থামিয়ে দরজার দিকে তাকালাম। অমনি দেখলাম মেহুল বুকের উপর দুহাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। চোখে, মুখে উনার অসংখ্য রাগ লেগে আছে। আমি, লামিয়া আর নীলা শুকনো ঢোক গিলে তিনজন তিনজনের দিকে তাকালাম। উনি দরজা থেকেই দাঁত কিড়মিড়িয়ে আমাকে বললেন,,,

“হাসি থামালে কেনো? হাসো হাসো!”

লামিয়া আর নীলা আমার হাত চেঁপে ধরে কাঁপা কাঁপা কন্ঠে আমাকে বলল,,,

“আআআমরা একটু আসছি। তুতুই এখানটা ম্যানেজ কর।”

দুজনই হুড়মুড়িয়ে রুমের দরজার কাছে চলে গেলো। মেহুল ক্ষীপ্ত দৃষ্টিতে দুজনের দিকে তাকালের। দুজনই ভয়ার্ত দৃষ্টিতে মেহুলের দিকে তাকিয়ে দৌঁড়ে রুম থেকে বের হয়ে গেলো। ওরা রুম থেকে বের হতেই মেহুল খরগোশের মতো দৌঁড়ে এসে আমার মুখোমুখি দাঁড়ালেন। ভয়ে আমি কেঁপে উঠলাম। সেকেন্ডের মধ্যে ব্যাপারটা ঘটে গেছে তো, তাই খানিকটা হকচকিয়ে গেছি। বুকে থু থু ছিটিয়ে আমি ভ্রু কুঁচকে উনার দিকে তাকিয়ে বললাম,,,

“এই সমস্যা কি আপনার? দিন দুপুরে ভয় দেখিয়ে মানুষকে হার্ট ফেল করাতে চান নাকি?”

“আগে বলো তোমার সমস্যা কি? তুমি কেনো আম্মুকে উল্টো পাল্টা বললে?”

“আগে বলুন, আপনি কেনো আমার পায়ে শুড়শুড়ি দিচ্ছিলেন?”

“দিতেই পারি। বেস্ট ফ্রেন্ড হিসেবে একটু হাসি ঠাট্টা করতেই পারি। তাই বলে তুমি আমার পা মলে দিবে?”

“বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি ও দুষ্টুমি করতে পারি। দুষ্টুমি করে আমি ও পা মলে দিতে পারি। এতে এতো রিয়েক্ট করার কি আছে?”

“ব্যাথা পেয়েছি আমি। ওকে? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে।”

“ওহ্ মাই গুডনেস। আপনি ব্যাথা পেয়েছেন, তাই বলে আমাকে শাস্তি পেতে হবে?”

“হ্যাঁ হবে। আলবাত পেতে হবে।”

“তা শুনি একটু, কি শাস্তি?”

“এই যে দেখতে পারছ, আমি খালি গায়ে দাঁড়িয়ে আছি। আমাকে শার্ট পড়িয়ে দেওয়াটাই হলো তোমার শাস্তি।”

“একশ হাত দূরে গিয়ে দাঁড়ান। যান যান দূরে গিয়ে দাঁড়ান। এই শাস্তি আমি নাকোচ করলাম।”

“আমি তো কোনো ভাবেই এখান থেকে নড়ছি না মিস রূপা। শাস্তি আপনার মন্জ্ঞুর করতেই হবে।”

“আপনার কোথাও নড়তে হবে না। ওকে? আমিই নড়েচড়ে বাইরে যাচ্ছি। থাকুন আপনি এই রুমেই।”

সামনে কদম বাড়ানোর আগেই উনি দৌঁড়ে গিয়ে দরজার খিল লাগিয়ে দিলেন। আর দরজার সাথে হেলান দিয়ে ভ্রু নাঁচিয়ে বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে বললেন,,,

“এবার রুম থেকে বের হয়ে দেখাও।”

আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বুকের উপর দু হাত গুজে একই জায়গায় দাঁড়িয়ে বললাম,,

“বের হলাম না। এখানেই দাঁড়িয়ে রইলাম। তো কি হয়েছে?”

“কতক্ষন এখানে দাঁড়িয়ে থাকতে পারো, আমি ও দেখব।”

“দেখুন। দাঁড়িয়ে থাকতে না পারলে বিছানায় শুয়ে পড়ব। বিকল্প অনেক অপশন ই আমার কাছে আছে।”

“তবু ও শাস্তি মানবে না?”

“প্রশ্নই আসছে না।”

উনি বেশ ক্ষীপ্ত হয়ে আমার দিকে তাকিয়ে বললেন,,,

“ওকে। ” সি ইউ নট ফর মাইন্ড।”🤣

আমি ও মুখটা বাঁকিয়ে বললাম,,,

“আই নট অল লাইক!” 😂

উনি ও আমার মতো মুখটা বাঁকিয়ে এক পা দরজায় হেলান দিয়ে অন্য পাশ ফিরে দাঁড়িয়ে আছেন। দুজনই একই জায়গায় প্রায় ১৫ মিনিট দাঁড়িয়ে ছিলাম। আমি কিছুটা ক্লান্ত হয়ে আমি বিছানার উপর পা তুলে বসে পড়লাম। মেহুল একই ভঙ্গিতে এখনো দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি কিছুক্ষন পর পর মুখ বাঁকিয়ে উনার দিকে তাকাচ্ছি। উনি উপরের দিকে তাকিয়ে দুহাত তুলে করুণ কন্ঠে আল্লাহ্কে বলছেন,,,

“হে আল্লাহ্। তুমি যাই করো, প্লিজ আমার এতো চুন্দ্রী বেস্ট ফ্রেন্ডের মুখটা হঠাৎ বাঁকিয়ে দিও না। হিমু ফিরে এসে এই বাঁকা মুখ ওয়ালী মেয়েকে পছন্দ করবে না।”

#চলবে….💩

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here